জীবনটা ভুলে ভরা।

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনটা ভুলে ভরা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।





সোর্স


আসলে আমাদের জীবনে যত ভুল রয়েছে সব ভুলগুলো পুনরায় সঠিক করার জন্য চেষ্টা করলেও আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে সব সময় থেকে যায়। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই তখন বিভিন্ন ধরনের কাজ করি তখন এই কাজের মধ্যে দুই একটা কাজ আমাদের ভুল হয়ে যায় এবং সেই ভুলগুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারিনা। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি আপনার নিজের কাজের ভুল কখনো ধরতে না পারলেও আপনি কিন্তু অন্যের কাজের ভুল সহজে ধরতে পারবেন। আসলে আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে বুঝতে পারি কিন্তু অনেক পরে।


অর্থাৎ একটা কাজ যখন আপনি পড়ে যাবেন তখন পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হবে এবং একটা সময় যখন আপনি শান্ত মাথায় বসে থাকবেন তখন দেখবেন যে আপনার আগের কাজের ছোট ছোট ভুলগুলো আপনার মনে পড়বে এবং সেই ভুলগুলোকে আপনি সমাধান করার চেষ্টা করতে গেলেও বর্তমান সময়ের কাজটি তখন পড়ে থাকবে। কিছু কিছু মানুষ আছে যারা জীবনের শুরুতে বিভিন্ন ধরনের ভুল করেছে এবং জীবনের শেষে এসে সেই ভুলগুলোর কথা মনে পড়ে অনেকটা আফসোস করে। কিন্তু তখন তাদের আর হাতে কোন সময় থাকে না এবং তারা সেই ভুলগুলোকে পুনরায় সংশোধন করার কোন সময় আর তারা কখনো পায় না।


কিন্তু যারা ভালো মানুষ তারা অবশ্যই তাদের সেই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী হয় এবং তাদের সেই ভুলের জন্য তারা মনে অনেকটা কষ্ট পায়। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করে তাদের সেই ভালো কাজের মধ্যে দুই একটা ছোট ভুল হতেই পারে। কেননা আমরা একটা জিনিস মনে রাখবো যে এই পৃথিবীতে যারা অলীক ব্যক্তি তারা জীবনে কখনো কোন ধরনের কাজ করে না এবং তাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকে এবং তারা সেই ভুলগুলোকে জেনেও তারা কখনো সেই ভুলগুলো তৎক্ষণাৎ সংশোধন করার জন্য মোটেও তাদের কোন চেষ্টা থাকে না। আসলে তারা অনেকটা উদাসীন প্রকৃতির হয়ে থাকে।


তবুও আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের জীবনের এই ছোট ছোট ভুলগুলোকে আমরা যদি সুযোগ পাই তাহলে অবশ্যই সমাধান করার চেষ্টা করবো এবং সামনের দিকে এগিয়ে গিয়ে মানুষের উপকার করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে ছোটখাটো অনেক ভুল থাকে এবং সেই ভুলগুলো যদি বড় ভুল হয় তাহলে অবশ্যই সেই ভুলগুলোকে পুনরায় সংশোধন করার চেষ্টা করবো এবং যদি সুযোগ পায় তাহলে আমাদের ছোটখাটো ভুলগুলো অবশ্যই আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

@nilaymajumder, * কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই?* I'm doing great now that I've read your thoughtful reflection on mistakes and learning in life! It's so relatable how you describe recognizing our errors often only in hindsight. This is a universal human experience, beautifully articulated.

Your emphasis on trying to correct mistakes and the importance of acknowledging them is a message everyone can appreciate. প্রত্যেকটা মানুষের জীবনে ছোটখাটো অনেক ভুল থাকে – so true! Thank you for sharing this insightful piece with the Steemit community. I encourage others to share their thoughts on this topic in the comments! Keep up the excellent work!