মনে হিংসা থাকলে ভালো কর্মও ভালো লাগে না।

in আমার বাংলা ব্লগ17 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17683639474077317017641532488469.png


সোর্স



মানুষের মন বড়ই অদ্ভুত, মানুষ এই মনকে বিভিন্নভাবে সংযত করতে চাইলেও সংযত হতে চায় না। আমাদের মধ্যে বিভিন্ন রকমের আবেগ কাজ করে যা আমরা কিছু আমাদের মনের মধ্যে চেপে রেখে দিতে চাই আবার কিছু বাইরে প্রকাশ করতে চাই। আমাদের এই আবেগের মধ্যে কিছু ভালো আবেগ এবং কিছু খারাপ আবেগ কাজ করে। সম্ভবত হিংসা একটা আবেগ অনুভূতির মতোই কাজ করেন তবে হিংসা কোন ভাবে আমাদের জীবনের ভালো আবেগ বা অনুভুতি হতে পারে না। আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখতে পারি যতবার আমাদের জীবনে হিংসা নামক জিনিস আসে ততবারই আমাদের জীবনে কোন না কোন ক্ষতি হয়। হিংসার কারণে আমাদের জীবনের আমরা যেসব ভালো কর্মগুলো করার চেষ্টা করি সেগুলো ভালোভাবে হতে পারে না, অন্যের উপর হিংসা করেও আমাদের নিজেদের জীবনের ভালো কর্মগুলো খারাপ হয়ে যায় আবার আমাদের জীবনের উন্নতির জন্য আমরা যেমন পরিশ্রম করে চলেছি সেই পরিশ্রম গুলো অযথাই করা হয় কারণ হিংসার মাধ্যমে পরিশ্রম আমাদের উন্নতি না করে অবনতি নিয়ে আসে।


আমরা যদি হিংসা মুক্ত ভাবে বিভিন্ন কাজ করতে থাকে তবে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ সফল হবে। আমাদের উচিত নিজেদের সাথে সাথে অন্যের ওপরেও হিংসা মুক্ত আচরণ করা এবং তাদেরকেও নিজের জীবনে উন্নতিতে সাহায্য করা। আমরা যদি অন্যের পরিশ্রমে সাহায্য করি এবং অন্যদেরকেও জীবনে সাফল্য অর্জন করতে সাহায্য করি তবে সেই কর্মের মাধ্যমেও আমরা একটা আলাদা শান্তি পাব এবং আনন্দ অনুভব করব যার ফলে আমাদের হিংসা মুক্ত জীবন আরো সুন্দর হয়ে উঠবে নিজের এবং অন্যদের সাফল্যের মধ্য দিয়ে। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা অন্য ব্যক্তিদের সবসময় হিংসা করতে থাকে যেসব ব্যক্তি তাদেরকে এড়িয়ে চলতে পছন্দ করে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে সবাই আমাদের পছন্দ করবে এমন কোন গ্যারান্টি নেই। তাই কেউ যদি আমাদের পছন্দ না করে তবে তাদেরকে হিংসা করতে হবে এমন কোন কথা নেই। কিছু কিছু মানুষ আছে যারা অযথাই বিনা কারণে অন্যদের ওপর হিংসা করতে থাকে অন্যদের আনন্দ আর খুশি দেখে, আসলে এইসব ব্যক্তি নিজের জীবনে অনেক বেশি অখুশি রয়েছে তাই তারা হিংসার আগুনে জ্বলতে থাকে।


কিছু মানুষ এমন আছে যারা অযথাই মানুষকে হিংসা করে এবং মানুষের বিভিন্ন কাজকে অপছন্দ করে। দেখা যায় কোন আমরা নিজের মতো নিজে জীবনযাপন করছি এবং কোন ব্যক্তির জীবনে খারাপ করার চেষ্টা করছি না তো কিছু ব্যক্তি এমন আছে যারা আমাদের এমনিতেই অপছন্দ করে এবং তাদের সাথে সেই ভাবে কথা বলা হয় না বলে তারা আরো বেশি অপছন্দ করতে থাকে। আর এইসব ব্যক্তি আমরা যদি ভালো কর্ম করি বা নিজের মত নিজে থাকি তবুও এসব ব্যক্তির আমাদের প্রত্যেকটা কাজে ভুল মনে হয় এবং আমাদের প্রত্যেকটা আচরণে তাদের সমস্যা অনুভব হয়। কিছু ব্যক্তি এমন আছে যাদের সাথে কোন খারাপ ব্যবহার করার প্রয়োজন হয় না তবুও তারা আমাদের আনন্দ দেখে বা আমাদের একাকীত্ব বা পরিবারের সাথে সুন্দর জীবন যাপন দেখে এমনিতেই জ্বলে পুড়ে যায়। আর আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আচরণ দেখে তাদের হিংসা হতে থাকে। আসলে কিছু কিছু মানুষ এমন আছে যাদের সাথে খারাপ ব্যবহার করা লাগে না বা এগিয়ে গিয়ে ঝগড়া করা লাগেনা তবুও তাদের আমাদের প্রত্যেকটা আচরণ আমাদের ঘরে বসেই খারাপ লেগে থাকে।


আসলে মানুষ বড়ই অদ্ভুত জীব, কোন পশুকে যতক্ষণ না ক্ষতি করা হয় ততক্ষণ সেই পশু অন্য পশু বা ব্যক্তিকে কোনভাবেই ক্ষতি করে না বা আঘাত করে না কিন্তু মানুষ এমন ব্যক্তি যে অন্যের সুখ শান্তি দেখে হিংসা করে এবং আমরা যদি যেচে ক্ষতি করতে না যায় বা নিজের মত নিজে শান্ত জীবনযাপন করি তবুও কিছু মানুষের আমাদের সাধারণ স্বাভাবিক জীবন যাপন দেখে হিংসা হয় এবং কিভাবে ক্ষতি করবে সেই চিন্তাভাবনা চলতে থাকে। আসলে মানুষে একমাত্র জীব যারা অন্যের সুন্দর স্বাভাবিক জীবন যাপন দেখে হিংসায় জ্বলতে থাকে আর সেই হিংসার জন্য সেই পরিবার বা সেই ব্যক্তির প্রত্যেকটি কাজও যেন খারাপ লাগতে শুরু করে, সেই পরিবারটি যদি ভালো কাজও করে সমাজের উন্নতির চেষ্টা করে সেটাও একটু মানুষের কাছে খারাপ লাগে হিংসার কারণে। আসলে হিংসা খুবই খারাপ জিনিস যা মানুষের মনের সুখ শান্তি সব নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে অবশ্যই প্রত্যেকটা মানুষের মুক্ত থাকা উচিত। হিংসা আমাদের কখনোই একসাথে সুখে শান্তিতে বাঁচতে দেয় না, ভেদাভেদ তৈরি করে এবং মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে। তাই সব সময় হিংসা মুক্ত থাকার চেষ্টা করা উচিত তাহলে সুন্দরভাবে সুখে শান্তিতে জীবনযাপন করা যায়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।