সোশ্যাল মিডিয়ার উন্মাদনা।

in আমার বাংলা ব্লগ18 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17639595617955386970717218709231.jpg


সোর্স



বর্তমান যুগে আমরা দেখতে পারি চারপাশে যেন মোবাইল ফোন আর তার মধ্যে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উন্মাদনা বেড়েই চলেছে। আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার এত উন্নত না দেখতে পাওয়া যেত না। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া এত বেশি সমাজে প্রভাব ফেলে চলেছে যে সমাজের মানুষ যেন জ্ঞান বুদ্ধিহীন হয়ে পড়ছে। সকালটা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে আবার রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে যেন কন্ট্রোল করে চলেছে। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় এই সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে। বর্তমানে দেখা যায় পরিবারের মানুষের সাথেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথাবার্তা এবং দেখা-সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে একদমই দেখা সাক্ষাৎ হয়ে উঠে না। শুধুমাত্র দূরের মানুষের সাথে দূরত্ব বাড়ে এমনটা নয় পরিবারে একসাথে থাকা মানুষের সাথেও দূরত্ব অনেক বেশি বেড়ে যায়। একসাথে থাকা মানুষের সাথে ও প্রয়োজন ছাড়া কথা হয় না বা অনেক সময় প্রয়োজনের কথাও বলা ভুলে যেতে হয় শুধুমাত্র আমাদের মনটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল এবং বিভিন্ন ভিডিও দেখায় মেতে থাকে সেই জন্য।


বর্তমান যুগের মানুষেরা যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিভিন্ন ভিডিও দেখার কাজে লাগায় এমনটা নয় সোশ্যাল মিডিয়ায় অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ভিডিও তৈরি করে ছাড়তেও দেখা যায় অধিকাংশ মানুষদের। আর এই কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা এবং অশ্লীলতা দেখতে পাওয়া যায়। শুধুমাত্র বড়রা যে বিভিন্ন ভিডিও তৈরি করতে থাকে এমনটা নয় বিভিন্ন বাবা-মা তাদের সন্তানদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও ভিডিও তৈরি করতে পিছুপা হয় না। অর্থের লোভে অনেক বাবা-মা এমন রয়েছে যারা নিজের ছোট সন্তানকে দিয়ে ভিডিও তৈরি করা এবং অর্থ উপার্জন করতে থাকে। কিন্তু এসব বাবা-মা এ কথা কোনভাবেই চিন্তা করে না যে তাদের শৈশব নষ্ট হচ্ছে এবং তাদের বর্তমান পড়াশোনার সময় এবং বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করার সময় নষ্ট হচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে বিশাল এক সংখ্যক মানুষ অশিক্ষার অন্ধকারেও ডুবে যাচ্ছে। এইসব মানুষ শুধু দেখছে প্রচুর টাকা উপার্জন করা দরকার সেটা যে কোনভাবেই হোক। মানুষ টাকার নেশায় এমন ভাবে ছুটে চলেছে যে নোংরামি এবং অশ্লীলতা করতেও বাদ রাখছে না। বর্তমানে এই নোংরামের কারণে সমাজ অনেক বেশি দূষিত হয়ে উঠছে। বড়দের এই অশ্লীলতা দেখে ছোটরাও অনেক বেশি অশ্লীল হয়ে উঠছে।


বর্তমানে ছোট বাচ্চারা এত বেশি ফোন এডিক্টেড এবং সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে পড়েছে যে তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা অনেক বেশি অসম্ভব হয়ে পড়ছে, আর এই সোশ্যাল মিডিয়া এত বেশি অশ্লীলতা এবং নোংরামিতে ভরে গেছে যার কারণে বাচ্চারা সেই সব ভিডিও দেখে অনেক বেশি অবাধ্য এবং খারাপ চিন্তা ভাবনার গড়ে উঠছে। আর এইসব কারণে আমাদের নতুন প্রজন্ম এবং তাদের চিন্তাভাবনা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। বর্তমান সমাজের মানুষ বিভিন্নভাবে পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করার পরিবর্তে সোশ্যাল মিডিয়ার অর্থ উপার্জনের দিকেই বেশি আকর্ষণ অনুভব করছে। তবে সোশ্যাল মিডিয়া শুধু অশ্লীলতায় থেমে নেই সেখানে রয়েছে অনেক ভুল ইনফরমেশন এবং বিখ্যাত অনেক জ্ঞানী মানুষদের অসম্মানজনক ভিডিও। মানুষকে বিভিন্নভাবে মূর্খ তৈরি করার এবং নোংরা এবং অভদ্র মানসিকতার তৈরি করার যেন কারখানা হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। আগেকার সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বিভিন্ন সম্পর্কে জ্ঞানমূলক তথ্য পাওয়া যেত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপের মধ্যে কিন্তু বর্তমানে বিভিন্ন সম্পর্কে জ্ঞানমূলক তথ্য বা বিভিন্ন শিক্ষা তো দূরের কথা তার ছিটেফোঁটাও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় না।


বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে থাকা যায় ততটাই যেন আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের জীবন যাপনের জন্য অনেক ভালো। আমরা যদি সোশ্যাল মিডিয়ার এই অশ্লীলতা থেকে দূরে থাকতে পারি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং সন্তানদেরও দূরে রাখতে সক্ষম হতে পারব। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েট করা এইসব মানুষদের বিপক্ষে যদি আমরা কোন পদক্ষেপ নিতে পারি এবং এইসব ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারি তবে অবশ্যই এইসব ভিডিও করার ক্ষেত্রে তারা কোনভাবেই উৎসাহ পাবে না এবং ধীরে ধীরে এইসব ভিডিও তৈরি করা বন্ধ হয়ে যাওয়া সম্ভব হতে পারে। নোংরা এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে নষ্ট করে দেওয়ার আগে এবং আমাদের সমাজকে অশ্লীল এবং অসুস্থ মানসিকতার তৈরি করে দেওয়ার আগে অবশ্যই আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ এই নোংরা সোশ্যাল মিডিয়ার কারণেও সমাজ কলুষিত হয়ে যাচ্ছে এবং সমাজের মেয়েরা অসুরক্ষিত হচ্ছে। বর্তমানে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ার আসক্তি তো পড়েছে ঠিক ভুল বা ভালো-মন্দ কোন কিছুই বিচার করার প্রয়োজন মনে করছে না অন্ধ হয়ে বিশ্বাস করে নিচ্ছে যার ফলে আমাদের সমাজে বিভিন্ন দিক থেকে অনেক অসুবিধা এবং ক্রাইম লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সমাজ সবদিক থেকে ধ্বংস হয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই এইসব সোশ্যাল মিডিয়ার নোংরামি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।