ভয়।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17649980525824000581391391864486.jpg


সোর্স



"ভয়" শব্দটি যতটাই ছোট এর আতঙ্ক ততটাই বড়। ভয় এমন একটা জিনিস যা মানুষকে সুন্দরভাবে বাঁচতে দেয় না। ভয় এমন একটা জিনিস যা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করে। এই ভয় বিভিন্ন রকমের হতে পারে যেমন ভূতের ভয়, কোন জীবজন্তু বা পোকামাকড়ের ভয়, নতুন কোন কিছু করার ভয় এমনকি আমরা অনেক সময় অজানা কোন জায়গায় যেতেও ভয় পেয়ে থাকি। ভূতের ভয় আমরা কমবেশি সবাই পেয়ে থাকি কিন্তু এই ভয় প্রভাবে আমাদের অনেক সময় জীবনে অনেক অঘটন ঘটে যায়, আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি আবার অনেক সময় অনেকের প্যানিক অ্যাটাক ঘটে যায়। কোন জীবজন্তু বা পোকামাকড়ের ভয় ও আমাদের স্বাভাবিক জীবনে থাকে। আমরা হিংস্র কোন জীবজন্তু দেখলে স্বাভাবিকভাবেই তাদের ভয় পেয়ে থাকি। যদিও জীবজন্তু আমাদেরও ভয় করে তবুও অনেক সময় হিংস্র জীবজন্তু হঠাৎ করে আমাদের সামনে এসে পড়লে আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি। তেমনি ফাঁকা রাস্তা দিয়ে আমরা যখন চলাফেরা করি তখনও আমাদের ভয়ে মনের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। ছেলেরা যেমন ফাঁকা রাস্তায় ভয় পায় তার থেকে অধিক ভয় পায় মেয়েরা, কারণ ফাঁকা রাস্তাতে বিভিন্ন অঘটন ঘটতে পারে এছাড়াও ভূতের ভয় তো আছেই।


আমাদের মনের মধ্যে সব সময় বিভিন্ন জিনিস নিয়ে ভয় লেগেই থাকে। বিভিন্ন জিনিস নিয়ে আমরা যখন চিন্তা করতে থাকি তখন সেসব চিন্তাভাবনা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে কিনা তার ভয়ও আমাদের মনের মধ্যে হতে থাকে। আসলে আমাদের মনে তৈরি হওয়া এই ভয়ের কারণেই অর্ধেকের বেশি সময় আমরা অনেক কাজ করতে গিয়ে পিছিয়ে আসি যার ফলে আমরা জীবনে অনেক ক্ষেত্রেই উন্নতি করতে পারি না বা আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারি না। ভয় এমন একটা জিনিস যা আমাদের জীবনকে পুরো থামিয়ে দিতে পারে এবং বিভিন্নভাবে সফল হওয়া থেকে পিছিয়ে দিতে পারে। তাই আমাদের উচিত সবসময় এই ভয়টাকে দমন করার চেষ্টা করা এবং মনে সাহস নিয়ে বিভিন্ন কাজে উদ্যোগ নেওয়া। এমনও হতে পারে যে আমরা যে কারণে বা যে কাজের জন্য ভয় পাচ্ছি সেই ভয়টা আমাদের শুধুমাত্র মনেরই এবং সাহস করে কাজটি করার কারণে আমরা সে কাজে সুন্দর ভাবে সফলতা অর্জন করতে পারলাম। অনেক সময় আমরা চেষ্টা করলেও ভয়কে দমন করতে পারি না এবং ভয় আমাদের মনের মধ্যে এমন ভাবে বাসা তৈরি করে নেয় যার ফলে আমরা ভয় থেকে বেরোতেই পারি না।


আমরা যদি জীবনে ভয় থেকে বের হতে চাই এবং ভয়কে জয় করে জীবনে এগিয়ে যেতে চাই তবে অবশ্যই আমাদের ভয়ের বিষয়গুলিকে চিন্তাভাবনা না করে সবসময় প্রতিটা ক্ষেত্রে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। যেমন আমরা যদি কখনো মনে করি যে এই কাজটি আমাদের দ্বারা হবে না তবে সেই কাজটি না করতে পারার ভয়ে আমাদের মনের মধ্যে থেকে যাবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা কাজটি করতেই পারব বা আমাদের দ্বারা কাজটি সুন্দরভাবে হবে তবে অবশ্যই আমরা কাজটি করতে পারব। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমরা স্বাভাবিক জীবনযাপন যখন করতে থাকি তখন আমরা খুব একটা বেশি ভয় পাই না কিন্তু যখনই আমরা কোন ভয়ানক ভিডিও দেখি বা ভূতের মুভি দেখি তখনই আমরা অনুভব করি যে আমাদের আশেপাশে হয়তো কোন আত্মা রয়েছে বা আমাদের চারপাশে কোন ভূত ঘোরাঘুরি করছে। আসলে এই ভয় পুরোটাই আমাদের মনের উপর নির্ভর করে, আমরা যদি মনে করি ভূত আছে তবে আমরা ভয় পাব এবং ভূতকে অনুভব করব কিন্তু আমরা যদি মনে করি যে ভূত বলে কোন জিনিস হয় না তবে আমরা আমাদের মনে অনেক বেশি সাহস পাব এবং ভয়কে জয় করতে পারব।


আসলে ভয় আমাদের মনকে এবং চিন্তাভাবনাকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করে তাই আমরা আমাদের মনকে এবং চিন্তাভাবনাকে যদি কন্ট্রোল করতে পারি এবং ভয়কে মনের মধ্য থেকে একদম বের করে দিতে পারি তবে আমরা কখনোই কোন জিনিসকে ভয় পাবো না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভিডিও এমন দেখতে পাওয়া যায় যে কিছু মানুষ এমন আছে যারা ভূতকে ভয় পায় না বরং ভূতের সন্ধান করে বেড়ায়, অনেক মানুষ আছে যারা বিভিন্ন জঙ্গলে গিয়ে বিভিন্ন পশু পাখির ফটোগ্রাফি করে এবং তাদেরকে খুঁজে বের করে। এমন অনেক মানুষ আছে যারা রাত-বেরাত ঘুরে বেড়ায় এবং পৃথিবীটাকে এক্সপ্লোর করতে ভালোবাসে। এছাড়াও আমরা এমনও কিছু মানুষ আমাদের আশেপাশে দেখতে পাবো যারা কখনোই কোন জিনিসকে ভয় পায় না এবং কোন কঠিন থেকে কঠিনতম কাজ করতেও ভয় পায় না বা কোন নতুন জায়গায় যেতে এমনকি কোন নতুন জিনিস শিখতেও ভয় পায় না। আমাদের সেই সব মানুষদের দেখে অবশ্যই শিক্ষা নেওয়া প্রয়োজন এবং ভয়কে আমাদের মন থেকে চিরতরে মুছে ফেলা প্রয়োজন, তবেই আমরা ভয়কে জয় করে জীবনে শান্তি খুঁজে পাবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।