সময় কখনো নষ্ট করতে নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা যখন ছোট থাকি তখন আমাদের মনে হয় আমাদের পুরো জীবনটাই পড়ে রয়েছে অর্থাৎ আমাদের জীবনে অজস্র সময়, তাই অনেক সময় আমরা সময়কে অবহেলায় নষ্ট করে ফেলি। আর এটা ছোটবেলায় বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যে কাজ আমরা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখতে থাকে, মনে করি এখন ভালো লাগছে না পরে করে নেব। তবে আমরা ভুলে যাই বা ওই সময় হয়তো বুঝতেই চাই না যে পরে পরে করতে করতে সময় চলে যাবে কিন্তু আমাদের কাজটাই করে ওঠা হবে না। আমাদের প্রত্যেকের জীবনে পুরনো দিনগুলো অর্থাৎ অতীতের দিনগুলো একটু মনে করলেই বোঝা যাবে বা দেখা যাবে যে আমরা প্রত্যেকেই এমন অবহেলায় আমাদের গুরুত্বপূর্ণ অনেক দিনগুলি নষ্ট করেছি। যে দিনগুলো আমরা অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারতাম বা অনেক কিছু জানতে শিখতে অর্থাৎ জ্ঞান অর্জনের কাজে সেই দিনের গুরুত্বপূর্ণ সময়গুলি ব্যবহার করতে পারতাম। বড় হয়ে যখন মানুষ বুঝতে শেখে তখন পুরনো সেই দিনের অপচয় করা সময়গুলির কথা ভেবে বিভিন্ন সময়ে আফসোস করে থাকে। কিন্তু সময় কেটে গেলে আর ফিরে আসে না তাই বর্তমানে আফসোস করে ও কোন লাভ নেই।
আমরা জীবনে যদি আমাদের প্রত্যেকটি দিন এবং গুরুত্বপূর্ণ সময় গুলি নষ্ট না করে বিভিন্ন কাজ শেখার মধ্য দিয়ে এবং জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সঠিক ব্যবহার করতে পারি, তবে আমাদের কোনোভাবেই জীবনের সময় অপচয় নিয়ে আফসোস হবে না। আমাদের আসলে চিন্তাভাবনার অনেক বেশি ভুল হয়ে যায় কারণ আমরা মনে করি যে সময় অনেক আছে ঠিক হয়ে যাবে সব কাজ। কিন্তু আমরা ভুলে যাই যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের মতো চলতেই থাকে তাই আমরা যে সময়গুলো অবহেলায় নষ্ট করে ফেলি সেই সময়গুলো আমাদের জীবনে আর আমরা কাজে লাগাতে পারব না। আমরা যদি সময় অপচয় না করি এবং প্রত্যেকটা কাজ সঠিক সময় করি তবে আমাদের জীবনটা সঠিকভাবে চলতে পারবে। আর তার সাথে সব কাজ সঠিক সময়ে হয়ে যাবে। কিন্তু আমরা যদি কাজ ফেলে রাখি এবং সময় নষ্ট করি, এক সময়ের কাজ অন্য সময় গিয়ে করি তবে আমাদের সময়মতো কাজ করা হবে না এবং কাজ এবং সময়ের ব্যালেন্স নষ্ট হবে। আমরা যদি আমাদের সব কাজ সঠিক সময়ে করে নিতে পারি তবে আমাদের জীবনের ভারসাম্য বজায় থাকবে।
আমাদের জীবনের সঠিক সময়ে সঠিক কাজ এবং সময়মতো সব কাজ করে নিতে পারলে আমরা আমাদের জীবনের সঠিক সময়ে সঠিক আনন্দ উপভোগ করতে পারব। আমাদের জীবনটা কোনোভাবেই নষ্ট হবে না এবং আফসোস হবে না যে আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেললাম। আমাদের যদি জীবনে উন্নতি করতে হয়, অনেক বেশি অর্থ উপার্জন করতে হয় এবং সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে গণ্য করতে হয় তবে অবশ্যই আমাদের সময়ের কাজ সময়ে করে নিতে হবে। আমরা যদি ছোটবেলায় পড়াশোনার সময় ঠিকমতো পড়াশোনা না করেই তবে সেই পড়াশোনা কিন্তু পরবর্তী সময়ে আর হয় না। যখন অর্থ উপার্জনের সময় তখন যদি আমরা অর্থ উপার্জন না করি তবে আমরা ভালোভাবে বাঁচতে পারব না। জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কিছু কাজ করা অবশ্যই প্রয়োজন। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময় মত নির্দিষ্ট কিছু কাজ করতে পারলে আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারব। যার ফলে আমাদের জীবনে কোন রকম কোনো অসুবিধার সম্মুখীন করতে হবে না এবং আমরা সুন্দরভাবে বাঁচতে পারব।
আমাদের জীবনের প্রতিটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের সে সময় গুলিকে খুবই শান্ত মাথায় ভেবে চিন্তে ব্যবহার করা উচিত। পরিবারের সাথে সুন্দর সময় কাটানো উচিত এবং জীবনে উন্নতি করার জন্য বিভিন্ন দক্ষতা অর্জনে ব্যবহার করা উচিত। আমরা যদি আমাদের সময় গুলিকে বিভিন্ন দক্ষতা অর্জনে কাজে লাগাই এবং বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করতে থাকে তাহলে আমাদের সময় গুলিকে অনেক ভালোভাবে ব্যবহার করা হবে এবং এর ফলে আমাদের জীবনে খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা উন্নতি করতে পারব আর সফলতা পাব। তাই সবসময় শুয়ে বসে অবহেলায় সময় নষ্ট না করে প্রত্যেকদিনের গুরুত্বপূর্ণ সময়গুলিকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সেটা ভাবতে হবে এবং ভালো কাজে ব্যবহার করতে হবে। তবে আমরা আমাদের জীবনে আমাদের প্রয়োজন এবং চাহিদার সবকিছু অর্জন করতে পারব। সময় অপচয় করলে আমাদের কোন পরিকল্পনা ও আমাদের সঙ্গ দেবে না অর্থাৎ আমাদের কোনো পরিকল্পনা আমাদের বাস্তবায়িত হবে না। তাই আমাদের জীবনের প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে, চাহিদা এবং প্রয়োজন সব মেটাতে হলে অবশ্যই আমাদের সময়কার সময় করা খুবই প্রয়োজন।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
কতই না অযথা কারণে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে ফেলি। অযথা কারণে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস সময়কে আমরা নষ্ট করে ফেলি। সে সময় গুলো যদি পরিবারের সাথেও কাটাই তাও অনেকটা যুক্তিসম্মত বলে মনে হয়।
আপনি তো দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। এটা ঠিক যে সময় কারো জন্য থেমে থাকে না।তবে আমাদের প্রত্যেকটি মানুষের উচিত যে সময় মতো কাজকর্ম করা।কারণ আজকে আমরা যে সময়টি পেয়েছি কালকে ওই সময়টি নাও পেতে পারি।যাইহোক আপনার পুরো পোস্টটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।