অভাবের সংসারে ভালোবাসাও থাকে না।

in আমার বাংলা ব্লগlast month


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17623193157238627351719276261466.jpg


সোর্স



একটা পরিবার বা একটা সংসার সুখে রাখার দায়িত্ব যেমন একজন মেয়ে থাকে বা বাড়ির গৃহিণী হয় তেমনি সংসারের প্রত্যেকটি অভাব দূর করার দায়িত্ব এবং প্রয়োজন মেটানোর দায়িত্ব সেই সংসারের কর্তা অর্থাৎ পুরুষ মানুষদের থাকে। প্রত্যেকটি সংসারের পুরুষ মানুষের তার সংসারের প্রত্যেকটি মানুষের প্রয়োজন মেটানো কর্তব্য, আর সেটা যদি সে না মেটাতে পারে তবে তার উচিত সংসারের অন্যান্য সদস্যদের স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ আর্থিকভাবে সাফল্য করে তোলা। যেন তারা নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে। তবে অনেক পরিবার আছে যেখানে মেয়েরা কোন রকম কোন কাজ করতে চায় না শুধুমাত্র পুরুষের ওপরেই এই দায়িত্বটা চাপিয়ে দিতে চায় সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে যায়। গুরুজনদের মুখে একটি প্রবাদ শুনেছিলাম যে, "সংসারে অভাব আসলে ভালোবাসাও জানলা দিয়ে পালায়"। আসলে এই ব্যাপারটা বা এই কথাটা কতটা সত্যি সেটা বাস্তবে চার-পাঁচটা সংসার দেখলেই বোঝা যায় যেখানে অভাবে তাড়নায় ভালোবাসা নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার এমন আছে যারা ভালোবেসে বিয়ে করেছে ঠিকই কিন্তু অভাবের মধ্যে পড়ে তাদের ভালবাসা পুরোই নষ্ট হয়ে গেছে।


অনেক পরিবার আছে যেখানে পরিবারের কর্তা অর্থাৎ যার ওপর সংসারের দায়িত্ব তারা খুবই অলস প্রকৃতির হয়ে থাকে এবং সংসারের দায়িত্ব ব্যাপারে খুবই উদাসীন হয়ে থাকে, যার কারনে এই সংসারের কর্তাগুলি অলসতার কারণে নিজের দায়িত্ব পালন করতে চায় না এবং আর্থিকভাবেও ভালোভাবে সক্ষম হওয়ার চেষ্টা করে না। আর এইসব খামখেয়ালি মানুষদের কারণেই পরিবারে অভাব অনটন কখনো যেতে চায়না এবং বাড়ির কর্তার খাম খেয়ালের জন্য বাড়ির অন্যান্য সদস্যরা অর্থ উপার্জনের চেষ্টায় লেগে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা খামখেয়ালি এবং দায়িত্ব কর্তব্যহীন হলেও মেয়েরা এবং ঘরের গৃহিণীরা কোনভাবেই দায়িত্ব-কর্তব্যহীন হতে পারে না, বাড়ির মেয়েরা এবং বউরা সবসময় তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। সবার প্রয়োজন সবার খেয়াল রাখা এবং পরিবারের সকলের সুখে রাখার চেষ্টা প্রতিনিয়ত করতে থাকে। আর এই কারণেই বাড়ির পুরুষ মানুষদের খামখেয়ালি বা দায়িত্ব-কর্তব্যহীনতা বাড়ির মেয়ে এবং বউরা কোনভাবেই সহ্য করতে পারে না যার ফলে বিভিন্ন পরিবারের গন্ডগোল অশান্তি দেখতে পাওয়া যায়।


বাড়ির পুরুষ মানুষ যদি তার দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন না করে এবং অযথা সময় কাটাতে থাকে তবে পরিবারের কোনো মানুষই তাকে মূল্য দেবে না এটাই স্বাভাবিক। সংসারে যখন অভাব আসে প্রয়োজনের জিনিস প্রয়োজন মত না পাওয়া যায় এবং পেটের ক্ষিদে নিবারনের জন্য যথেষ্ট খাদ্যের যোগান না পাওয়া যায় তখন কোন ভালো কথা আর ভালো লাগেনা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা স্বাভাবিক যে পেট ভরা থাকলে মানুষের কটু কথা ও ভালো লাগে কিন্তু খালি পেটে মানুষের ভালো কথাও ভালো লাগেনা তাই সব সময় পরিবারের কর্তাদের নিজের দায়িত্ব-কর্তব্য বুঝতে হবে। একটি সংসারে যদি গৃহবধূ বা অন্যান্য বাড়ির সদস্যরা নিজের দায়িত্ব পালন না করে তবে যেমন সমস্যা হবে বা অন্যান্য সদস্যরা রাগ করবে তেমনি পরিবারের কর্তাদেরও তাদের দায়িত্ব পালন না করলে অভাব অনটনে অন্যান্য মানুষেরাও খারাপ আচরণ করতে থাকবে। আর বর্তমান সমাজে অর্থ ছাড়া কোন কিছুই আমাদের চাহিদা পূরণ করতে পারে না তাই অবশ্যই আমাদের পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয় ভালোভাবে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনে প্রয়োজন মেটানোর জন্য।


শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে সংসারের অভাব মেটাতে পারলে, সংসারের প্রতিটা সদস্যের চাহিদা অনুযায়ী কাজকর্ম করতে পারলে, প্রয়োজন অনুযায়ী সব চাহিদা মেটাতে পারলেই আমরা আমাদের পরিবারের সদস্যদের সুখী এবং খুশি রাখতে পারব। আমরা যদি আলসেমি করি এবং নিজের দায়িত্ব কর্তব্য পালন না করি তবে আমাদের প্রতিনিয়ত আমাদের আপন মানুষদের সাথে অর্থাৎ সংসারের অন্যান্য সদস্যদের সাথে প্রতিনিয়ত ঝগড়া কলহ লেগেই থাকবে, আপনজন কোনভাবেই আমাদের আর আপন থাকবে না এবং আমাদের থেকে দূরে চলে যাবে। সংসার অভাব থাকলে প্রয়োজনমতো জিনিসপত্র এবং খাদ্য সামগ্রী না থাকলে সংসারের মানুষ কোনভাবেই সুখী থাকবে না এবং সংসারে প্রতিনিয়ত কলহ লেগেই থাকবে। তাই যত ভালো মানুষই হোক না কেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সংসারে অভাব থাকলে সংসার কোন ভাবেই টিকতে পারে না এবং ভালোবাসা, সুখ-শান্তিও থাকে না। নিজের দায়িত্ব অবশ্যই পালন করতে থাকতে হবে এবং সংসারের অভাব মেটানোর চেষ্টা করতে থাকতে হবে তবে আমরা আমাদের সংসারে ভালোবাসা এবং সুখ শান্তি বজায় রাখতে পারবো এবং প্রিয় মানুষদের সাথে সুখে থাকতে পারবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।