দত্তক সন্তান।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17676800393321077435545042418789.png


সোর্স



এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সন্তানের পিতা-মাতা হতে চায়। সন্তান খুব সুন্দর একটি ভগবানের আশীর্বাদ যা আমাদের জীবনকে সুন্দরভাবে আনন্দে ভরিয়ে দিতে পারে। ভগবানের এই সন্তান নামক আশীর্বাদ টি আমাদের জীবনে যখন প্রবেশ করে তখন থেকেই আমাদের জীবনটা সুন্দরভাবে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তন গুলি সব মানুষ অর্থাৎ নারী পুরুষ উভয়ের কাছেই খুবই দামী এবং খুবই সুন্দর পরিবর্তন হয়ে থাকে। জীবনে প্রত্যেকটি ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের পর পিতা-মাতা হতে চাই এবং তার আদরের সন্তানের কাছ থেকে বাবা-মা ডাক শুনতে চায় যা হয়তো জীবনের সবথেকে শ্রেষ্ঠ ডাক। প্রত্যেকটা মানুষ সন্তান চাইলেও ভগবান প্রত্যেক মানুষকে এই সন্তান প্রাপ্তির সুখ দেয় না। কিছু কিছু মানুষ এসব শান্তি এবং সুন্দর ফুটফুটে একটি নতুন প্রাণকে তাদের জীবনে আনতে অক্ষম হয়। জীবনের এই সুন্দর পরিবর্তন অনেক মানুষের জীবনেই ঘটতে পারে না। যার ফলে মানুষ প্রতিনিয়ত অনেক বেশি ডাক্তারের সম্মুখীন হয় বিভিন্নভাবে চিকিৎসা করাতে থাকে নিজেদের এবং শেষ পর্যন্ত অক্ষম হয়ে পড়ে। সন্তান এমন একটি জিনিস যা মানুষের জীবনে যেমন সুখ শান্তি এনে দিতে পারে তেমন এই সন্তান না থাকার কারণে মানুষের জীবনে সুখ-শান্তি চলেও যেতে পারে। আর তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে খুবই কঠিন ফাটল ধরে আর তার সাথে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে থাকে।


তাই অনেক দম্পতি দেখা যায় অনেক চেষ্টা করার পর বিভিন্ন ডাক্তারের কাছে নিজের চিকিৎসা করবার পরেও যখন অক্ষম হয় সন্তান প্রাপ্তিতে তখন তারা বিকল্প কিছু চিন্তাভাবনার দিকে এগোতে থাকে। তবে সবাই বিকল্প চিন্তাভাবনার অর্থাৎ দত্তক সন্তান নেওয়ার দিকে ভাবনা-চিন্তাও করে না। কারণ অনেকের মধ্যে এমন চিন্তা ভাবনা থাকে যে নিজের রক্ত নিজেরই হয় এবং নিজের সন্তান নিজেরই হয়। নিজের সন্তান ছাড়া অন্য সন্তানকে লালন-পালন করে বড় করা অনেক মানুষই বোকামি বলে মনে করে বা অনেক মানুষেরই ইচ্ছা থাকে না। তবে কিছু মানুষ এমন উদার এবং সুন্দর মানসিকতার হয়ে থাকে যারা নিজের সন্তানের অভাবে কষ্ট পেয়ে এটাও ভেবে থাকে যে যে সব সন্তান তাদের পিতা-মাতা ছেড়ে অনাথ আশ্রমে বড় হচ্ছে তারাও কতটা কষ্টে রয়েছে। এ কথা ভেবে অনেক দম্পতি একটা বা দুটি সন্তানকে সুন্দর ভবিষ্যৎ এবং পিতা-মাতার ভালোবাসা দেওয়ার জন্য দত্তক সন্তান নেয়ার সিদ্ধান্ত করে থাকে। দত্তক সন্তান নেওয়ার চিন্তাভাবনা অনেকের কাছে খারাপ মনে হলেও অনেকের কাছে এটি খুবই মহান এবং ভাল একটি কাজ বলে মনে হয়। সন্তান মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে অনাথের মত অনাথ আশ্রমে বড় হতে থাকে এবং নিজের সুরক্ষা হীনতার কথা আর তার সাথে বিভিন্ন ধরনের জীবনের অনিশ্চয়তা সম্পর্কে অনেক কষ্ট পেতে থাকে।


সে ক্ষেত্রে একজন সন্তানহীন দম্পতি পাড়ে সেই বাবা-মা হারা সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে তাই যারা এমন চিন্তা করে তারা খুবই মহান এবং বড় মনের মানুষ হয়ে থাকেন। কারণ এইসব চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়া ভীষণ কঠিন এবং সমাজের মানুষের সাথে এইসব জিনিস নিয়ে অনেক বেশি যুদ্ধ করে জীবনে চলতে হয়। অনেক নিয়ম কানুন মেনে আর অনেক নিয়ম কানুন এর মধ্য দিয়ে গিয়ে একটি সন্তান একটি দম্পতি দত্তক নিতে পারে। দত্তক সন্তান এবং সন্তানহীন মা-বাবার মধ্যে নতুনভাবে সম্পর্ক তৈরি করা খুবই চ্যালেঞ্জের একটি বিষয় হয়ে থাকে দুই পক্ষের জন্যই। তবে অনেকেই সুন্দরভাবে এ সম্পর্কটাকে মানিয়ে নিয়ে মজবুত করে গড়ে নিতে পারে। আসলে কিছু কিছু সম্পর্ক রক্তের হয় না কিছু সম্পর্ক এমনও আছে যা হৃদয় দিয়ে তৈরি হয় তেমনি একটি সম্পর্ক হল দত্তক সন্তানের সাথে সন্তানহীন মা-বাবার। দত্তক সন্তান নিয়ে অনেক দম্পতিদের মধ্যে সুখে-শান্তিতে অন্যান্য স্বাভাবিক পরিবারের মতো সুন্দরভাবে সংসার করতে দেখা যায়। তবে আমাদের এই সমাজের কিছু অসভ্য মানুষ তাদের প্রতিনিয়ত সুখ শান্তি নষ্ট করার চেষ্টা করতেই থাকে। আর এইসব মানুষদের থেকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হয় এই পরিবারের।


সন্তান দত্তক নেওয়া কোনোভাবেই কোন খারাপ কাজ নয়। প্রত্যেকটা মানুষের ভাগ্য সমান হয় না তাই ভবিষ্যতে কি হবে সেটার ভয় না করে যেসব ব্যক্তি সন্তানহীনতায় ভুগছে এবং মানসিক ভাবে ভেঙে পড়েছে তাদের অবশ্যই দত্তক সন্তান নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা উচিত। এর ফলে যেমন একটি বাবা-মাহীন সন্তান বাবা-মা পাবে এবং তাদের ভালোবাসা পাবে তেমনি সন্তান বিহীন একজন দম্পতি সন্তানের সুখ পাবে। তবে দত্তক সন্তান গ্রহণের পর যদি নিজের রক্তের সন্তান জন্ম নেয় তবে সেই সন্তানের জন্য দত্তক সন্তানকে অবহেলা করা মোটেও উচিত কথা নয়। যা আমরা বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখে থাকি যে নিজের সন্তান জন্মগ্রহণের পর দত্তক সন্তানকে অনেক পিতা-মাতাই অবহেলা করে থাকে এবং অত্যাচার করে থাকে। প্রত্যেকটা মানুষের মন রয়েছে এবং প্রত্যেকটা মানুষের কষ্ট আছে তাই ভালোবাসা না দিতে পারলে কষ্ট দেওয়ার অধিকার কারোরই নেই। তেমনি একটা ছোট বাচ্চাকে যখন দত্তক নিয়ে সন্তান রূপে লালন-পালন করা হয় তারপর নিজের সন্তান হলে সে সন্তানকে অবহেলা করা বা সেই সন্তানের ওপর অত্যাচার করা কখনোই উচিত নয়। তাই দত্তক সন্তান নেওয়ার আগে অবশ্যই ভালো করে বিচার বিবেচনা করে ও সব দিক থেকে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত আর একবার কোন সন্তানকে দত্তক নিলে সেই সন্তানের উপর অত্যাচার করা যাবেনা।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।