আবেগ।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17690588688652844524915651211134.png


সোর্স



আবেগ আমাদের জীবনের খুবই খারাপ একটি জিনিস। এই আবেগ দিয়ে সবকিছু চললেও জীবন চলে না, আমাদের জীবন প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে বাস্তবতার উপর ভিত্তি করেই চলে। আমরা যদি আবেগে ভেসে আমাদের জীবনের বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত নিয়ে তবে সেই প্রত্যেকটি সিদ্ধান্ত আমাদের জীবনের ভুল বলে প্রমাণিত হবে। আবেগ আমাদের জীবনের অনেক সুন্দর একটি অনুভূতি কিন্তু এই আবেগকে কখনোই অতিরিক্ত প্রশ্রয় দিলে চলবে না। একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট অনুভূতির জন্য আবেগ থাকা ভালো কিন্তু আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্ত এবং বড় বড় পদক্ষেপের ক্ষেত্রে সব সময় আবেগকে একটু সরিয়ে বাস্তব চিন্তাভবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। দেখা গেছে আমাদের জীবনে যেসব মানুষ সব সময় আবেগে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক মানুষই পরবর্তীতে তার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেছে। কিন্তু যেসব মানুষ সব সময় বাস্তব বুঝে মস্তিষ্ক থেকে চিন্তাভাবনা করে তবে সিদ্ধান্ত নিয়েছে সেসব মানুষ কখনোই অনুশোচনা করেন এবং তাদের সিদ্ধান্তের জন্য কখনো তাদের পস্তাতে হয়নি। আবেগি মানুষটা সব সময় দেখা যায় পিছিয়ে থাকে কিন্তু অন্যদিকে বাস্তববাদী ব্যক্তিরা সবসময় উন্নতির দিকে এগোতে থাকে।


আসলে আমাদের জীবনের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাস্তববাদী হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা যদি আমাদের বাস্তব অবস্থা বুঝে সেই অনুযায়ী কাজ করি তবে অবশ্যই আমাদের উন্নতি হবে কিন্তু আমরা যদি আমাদের বাস্তব অবস্থা না বুঝে আবেগে দিন কাটাতে থাকি তবে আমাদের অবস্থা কখনোই ভালো হবে না। আবেগ আমাদের সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত আবেগ সম্পর্ক কখনোই দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখতে পারে না। কিন্তু যখন একটি মানুষ আবেগের সময় আবেগের প্রয়োগ করে এবং বাস্তবটা ভালোভাবে মেনে নিয়ে জীবনটা সেই ভাবে পরিকল্পনা করে এবং কঠোর পরিশ্রম করে তবে সেই মানুষের সাথে সম্পর্কিত প্রত্যেকটা সম্পর্ক আর পরিবারের সম্পর্ক অনেক সুন্দর এবং গভীর তৈরি হয়ে থাকে। আসলে আবেগ দিয়ে সম্পর্ক অল্প সময়ের জন্য ভালো থাকে কিন্তু বাস্তবতা দিয়ে সম্পর্ক দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখা সম্ভব হয়। আবেগ আর বাস্তবতার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে যতটা পার্থক্য আকাশ আর পাতালের মধ্যে রয়েছে।


আমরা যদি আবেগকে আবেগের জায়গায় রাখি এবং বাস্তবতাটা মেনে নিই তবে আমাদের জীবনটা সুন্দরভাবে কাটতে পারে এবং আমাদের মনেও আঘাত অনেক ক্ষেত্রেই কম লাগতে পারে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ বাস্তবতা না বুঝে আবেগে ভেসে চলে এবং আবেগে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যা পরবর্তীকালে তার মনে অনেক বেশি কষ্ট দেয়। বাস্তবতা না বুঝে আবেগে কোন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, বাস্তবতা না বুঝে আবেগে পরিচিত কারো সাথে আর্থিকভাবে লেনদেন করে বসা, পরিচিত ব্যক্তি বা বন্ধুর সাথে আবেগের বশে একসাথে ব্যবসা শুরু করা ইত্যাদি বিভিন্ন কাজ কখনোই করা উচিত নয়। আমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে আবেগের কাজ কখনোই ভালো হয় না, আবেগে আমরা যেসব কাজ করি বা যে সব সিদ্ধান্ত নিয়ে থাকি সবই ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। আমরা যখন বাস্তবতা মেনে ঠান্ডা মস্তিষ্কে ভেবেচিন্তে কোন সিদ্ধান্ত নেই বা কোন পদক্ষেপ নেই সেটাই সঠিক ভাবনা হয় আর সঠিক পদক্ষেপ। জীবনে আবেগ আমাদের সারা জীবনই থাকবে কিন্তু সেটা আমাদের খুব ভালোভাবে কন্ট্রোলে রাখা প্রয়োজন।


আবেগ আমাদের জীবনের যেমন বিভিন্ন অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করতে বা উপলব্ধি করতে সাহায্য করে তেমনি আমাদের জীবনের অনেক ক্ষতি করতে পারে। তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে নেওয়া উচিত। আবেগে গা ভাসিয়ে কখনোই কোন কাজ করা উচিত নয়। এমনকি যখন কোন ব্যক্তি আমাদেরকে কোন কাজ নিয়ে উৎসাহিত করে থাকে তখনো সেই ব্যক্তির বিভিন্ন লোভনীয় কথা শুনে আমাদের আবেগ জাগরিত হতে থাকে সেই মুহূর্তে আমাদের কখনোই কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোন ব্যক্তি কোন কথা বললে সেই কথাটা শুনে আমাদের পরবর্তীতে চিন্তাভাবনা করে তবে সিদ্ধান্ত নেয়া উচিত। কোন কথা শুনে বা কোন বিশেষ অফার পেয়ে বা শুনে সাথে সাথে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এটা আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে। আমাদের সব সময় মনে রাখতে হবে অতিরিক্ত রাগে আমাদের ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আবার অতিরিক্ত আনন্দে আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কোন ব্যক্তি কোন বিষয় সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললে সেই সময় আমাদের সেই বিষয় সম্পর্কে ভুল ধারণা হয়ে বসতে পারে। তাই সব সময় শান্ত মাথায় বহুবার ভাবনা-চিন্তা করে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।