নদীর ওপার।

in আমার বাংলা ব্লগ14 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17641332282323416117890467033187.jpg


সোর্স



"নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমারও বিশ্বাস" এই প্রবাদটি আমরা কম-বেশি বড়দের অর্থাৎ গুরুজনদের মুখ থেকে প্রত্যেকেই শুনে থাকি। কথাটা কিন্তু চরম সত্য কথা নদীর এপারে দাঁড়িয়ে আমরা যদি নদীর ওপারটা দেখি তবে কতই না সুন্দর লাগে আমাদের সেই দৃশ্য। আমরা সব সময় মনে করি নদীর এপারে দাঁড়িয়ে যে নদীর ওই পাড় অনেক সুন্দর এবং সবুজে পরিপূর্ণ। নদীর ওইপাড়ে থাকা মানুষগুলো কতই না সুখে রয়েছে এবং সুন্দর জীবন যাপন করছে। কিন্তু বাস্তবে নদীর ওই পাড়ের মানুষও আমাদের এই পাড়ের মানুষদের সম্পর্কে এমনটাই চিন্তাভাবনা করে থাকে। অর্থাৎ আমরা যেমন নদীর এই পারে থেকে ওই পাড়ে থাকা মানুষদের সম্পর্কে ভালো চিন্তাভাবনা করি এবং আমাদের থেকেও তারা সুখে আছে বলে মনে করি তেমনই নদীর ওই পারে থাকা মানুষও আমাদের সম্পর্কে এমনই মনে করে যে নদীর এই পারে থাকা মানুষগুলি অনেক সুন্দর জীবন যাপন করছে এবং ওই পারে থেকে এই পারটাই বেশি ভালো। আসলে এই প্রবাদটি অনেক গভীর এবং অনেক কিছু বোঝার বিষয় আছে নদীর এপার আর ওপার সম্পর্কে। আমরা আসলে সব সময় নিজের স্থানটাকেই খারাপ বলে মনে করি এবং নিজের জীবনটাকেই খারাপ বলে মনে করি আর সব সময় অন্যের জীবনকে অনেক বেশি সুন্দর আর সুখের ভেবে থাকি।


ঠিক নদীর ওপার যেমন আমাদের কাছে অনেক সুন্দর লাগে দেখতে তেমনি অন্যদের জীবন যাপন পদ্ধতি আর জীবিকা সবকিছুই আমাদের কাছে সুন্দর লাগে। আমাদের চোখে অন্যদের জীবনে কোন ঝামেলা নেই অনেক সুখে এবং শান্তিতে রয়েছে সবাই আর যত ঝামেলা সব যেন আমাদের জীবনেই রয়েছে। তবে আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবী চলে না বা পৃথিবীর কোন সজীব বা জড়বস্তু চলে না। কারন আমরা সবসময় যে সঠিক সব ব্যাপারে ধারণা রাখি এমনটা নয় আমরা মানুষকে দেখে যেটা মনে করি সেটা আসলে অনেক সময় ভুল হয়ে থাকে। আমরা যে মানুষকে দেখে মনে করছি যে তাদের জীবন যাপন অনেক বেশি সুন্দর তাদের জীবনের মধ্যে যদি গিয়ে দেখে আসা যেত বা তাদের জীবন যাপন যদি কাছে থেকে দেখা যেত তবেই বোঝা যেত যে তাদের জীবনেও কতটা পরিমাণ কষ্ট পরিশ্রম এবং অসফলতা রয়েছে। আমরা দূর থেকে কারোর জীবন সম্পর্কে বলতে পারি না কারণ প্রত্যেকটা মানুষই চেষ্টা করে ভেতরে যাই থাকুক না কেন বাইরে থেকে যেন সবাই ভালোটাই দেখতে পায়। একটি মানুষকে দেখে অনেক বেশি সুখী এবং হাসিখুশি মনে হতে পারে কিন্তু এমনও হতে পারে যে সেই মানুষটি অনেক বেশি দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু তার সেই দুঃখ কষ্ট সে কাউকে দেখাতে চায় না বলে সে নকল হাসি মুখে রেখে দিয়েছে এবং সবাইকে নিজের কষ্ট থেকে আড়াল করার চেষ্টা করে চলেছে।


আসলে দূর থেকে দেখলে সবকিছুই আমাদের ভালো লাগে ঠিক নদীর ওপারের মতো। কিন্তু আমরা যত সেই জিনিসটির সম্পর্কে জানতে পারব এবং সেই জিনিসটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে করতে গভীরে প্রবেশ করব তখনই সেই জিনিসটি সম্পর্কে জানতে পারবো এবং বুঝতে পারব যে দূর থেকে সুন্দর দেখলেই সবকিছু সুন্দর হয় ন বা দূর থেকে পারফেক্ট মনে হলেই সবকিছু পারফেক্ট হয় না। আমাদের মন এবং আমাদের চোখ অনেক সময় ভুল হয় আর ভুল বুঝে ধোঁকা খেয়ে যেতে পারে। তাই কখনো কোন কিছু দূর থেকে ভাল লাগলে অবশ্যই আগে যাচাই করে নেওয়া উচিত যে সেই দূর থেকে ভালোলাগা বিষয়টি আসলেই ভালো কিনা। কারণ নদীর এপারে দাঁড়িয়ে আমরা যখন নদীর ওপারে দেখি তখন সুন্দর সবুজ এবং মনোরম পরিবেশ দেখা গেলেও ওই পারে যখন আমরা যাব তখন দেখা যাবে সেই সুন্দর সবুজ এবং মনোরম পরিবেশটা সেখানে মোটেও উপস্থিত নেই। আসলে দূর থেকে সবকিছুই ভালো লাগে দেখতে যেমন আমরা এবার থেকে ওই পারে সবকিছু ভালো দেখতে পাচ্ছি তেমন ওপারের মানুষও এ পারে সবকিছু ভালোই দেখতে পায়।


তাই নদীর ওপারে ভালো দৃশ্য দেখে প্রভাবিত হয়ে নিজের স্থানকে ছেড়ে অর্থাৎ নদীর এপার ছেড়ে ওপারে যাওয়া আমাদের ভুল সিদ্ধান্তের মধ্যে একটি হতে পারে। আসলে অন্যদের জীবন দেখে প্রভাবিত হয়ে আমরা যদি তাদের মতো জীবনযাপন করার চেষ্টা করি বা তাদের মত হওয়ার চেষ্টা করি তবে আমাদের বর্তমান যে শান্তি রয়েছে এবং সুন্দর জীবন রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের জীবনের শান্তি নষ্ট হতে পারে। তাই সব সময় আমাদের নিজের জীবন এবং নিজের মনের শান্তি আর নিজের পরিস্থিতি যেমন আছে তেমনটা নিয়েই সব সময় সুখে শান্তিতে থাকার চেষ্টা করা উচিত এবং মনে শান্তি রাখার চেষ্টা করা উচিত। অন্যের জীবন দেখে প্রভাবিত হয়ে নিজের বর্তমান সুখকে নষ্ট করা একদমই উচিত নয়। আমরা যদি অন্যের সুখ দেখে সেটা লোভ করতে যাই তবে আমাদের জীবনের যেটুকু শান্তি রয়েছে সেটুকুও নষ্ট হয়ে যেতে পারে। তবে অন্যের জীবনযাপন দেখে প্রভাবিত না হয়ে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে আরো উন্নত করার চেষ্টা করা যেতে পারে। আমরা যদি অন্যের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করি এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা আনতে পারি তবে আর আমাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীর ওপারে সর্ব সুখ রয়েছে সেটা মনে করার প্রয়োজন হবে না আর কষ্ট পেতে হবে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।