নতুন বছর।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
বছরের শেষের দিনে নতুন বছরের আগমন উপলক্ষে এবং নতুন বছরের শুভ কামনায় সবাইকে জানাই "হ্যাপি নিউ ইয়ার"। আজকের এই বছরের শেষের দিনে সকলেই আনন্দ উপভোগের ব্যস্ত থাকে। বছরের শেষের দিনে যেমন অনেক বেশি শিক্ষা থাকে সারা বছরের দেওয়া তেমনি নতুন বছরের এক অন্যরকম সুন্দর অনুভূতি থাকে। বছর শেষের দিনগুলিতে মনের মধ্যে যেন এক আলাদা আবেগ থাকে বেদনা থাকে যা এই বছরের দিনগুলি আমাদের শিক্ষা দিয়ে যায় আর তার সাথে কষ্ট দেয় সেই দিনগুলো এবং কষ্টগুলো যেন আবার পুনরায় অনুভব হতে থাকে। সারা বছরের শিক্ষা এবং জীবনের বিভিন্ন ভুলের দ্বারা আমরা যেগুলো শিক্ষা পাই এই বছরের শেষ দিনে এসে যেন অনুভব হয় যে সে শিক্ষাগুলো নিয়ে আমরা নতুন বছরে পা রাখবো কিন্তু নতুন বছরে সেই পুরনো ভুলগুলো কোনভাবেই করব না। আসলে এটাই সঠিক কাজ সারা বছরের শিক্ষা এবং আমাদের করা ভুল কাজগুলোর হিসাব পাই আমরা এই বছরের শেষে তাই হিসাব করে জীবনের ঠিক ভুল বিচার বিবেচনা করে নিজেকে একদম নতুন ভাবে তৈরি করে নতুন শিক্ষায় শিক্ষিত করে নতুন বছরে আমাদের যাওয়া উচিত।
বছর শুরুতেই আমরা অনেক ভালো কাজ করতে থাকি এবং ভালোভাবে বছরের প্রথম দিনগুলো কাটাতে থাকি। খুব আনন্দ করি, বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে থাকি এবং সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি, এই কাজগুলো খুবই ভালো কাজ তাই আমাদের বছরের শুরুতেই এই কাজগুলো করে থেমে থাকা উচিত নয়। সারা বছরই এমনভাবে কাটানো উচিত। যদিও আমরা সকলেই জানি বছরের শুরুতে এবং বছরের শেষেই আমরা একটু নিজেদের জন্য সময় পাই এবং এই শীতের সময়টাতেই আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি। কারণ এই সময়টাতে বিভিন্ন ছুটি থাকে যার ফলে আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারি। কিন্তু বছরের মাঝখানে দিকগুলোতে অনেক বেশি কাজের চাপ থাকায় পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো খুবই অসম্ভব জনক ব্যাপার হয়ে যায়। তবে আমাদের সারা বছরের নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটু সময় রাখা উচিত আর এই সময়ের মতনই সুন্দর সময় পরিবারের সাথে এবং বন্ধু-বান্ধবীদের সাথে কাটানো উচিত।
আমার ছোটবেলা থেকে এই নতুন বছর উদযাপন করা জিনিসটা আমি খুব একটা বুঝতাম না বা কখনো পিকনিকেও যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে বড় হওয়ার পর আমার দিদির সাথে আমি এই বছরের শুরু এবং শেষের দিকে অনেক ঘোরাঘুরি করে সুন্দর সময় কাটিয়েছি আর তার সাথে পিকনিক আনন্দ উৎসব করে দিনগুলিকে স্মরণীয় করে রেখেছি। কয়েক বছর আগে পর্যন্ত আমাদের বাড়িতেই ৩১ শে ডিসেম্বর পিকনিক হয়েছে নতুন বছর সুন্দর ভাবে আনন্দের সাথে আমরা স্বাগত জানিয়েছি। নিজের বাড়িতেই তাদের পরে বাড়ির সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা। আমাদের এলাকার চারপাশে প্রচুর পিকনিক হয় এবং ভীষণ জোরে গান বাজনা হতে থাকে আজকের দিনে আর তার মাঝখানে যদি আমরা পিকনিক না করি তবে মনটা ভীষণ খারাপ থাকে, যেমনটা এবছর হল। প্রতিবছর পিকনিক আমাদের বাড়িতে করা হয় যে কারণে ভীষণ আনন্দ হয়। কিন্তু প্রতিবছর সবার সমান যায় না তাই বর্তমান বছরে পিকনিক না করার কারণে চারিদিকে এত গান-বাজনা শুনে আনন্দর থেকে যেন বেশি কষ্ট হচ্ছে।
আসলে প্রতিবছর মানুষের সমান যায় না আর এটা তো সত্য কথা যে বছরে শুধু ক্যালেন্ডার পরিবর্তন হচ্ছে এবং তারিখ পরিবর্তন হচ্ছে জীবন এবং পরিস্থিতি একই রকম থাকবে। সেই জন্য মাঝে মাঝে কষ্ট ভুলে চারপাশের গান উপভোগ করে নিচ্ছি। আসলে আমাদের একটা বয়সের পরে চিন্তা ভাবনা এবং পরিস্থিতির এতটাই পরিবর্তন হয়ে যায় যে আমরা সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শিখে যাই তাই নতুন বছর হোক বা বছরের শেষ একটা সময় সবকিছুই সমান লাগে এবং সব দিনই সমান হয়ে যায়। তবুও আমাদের মনের আবেগ বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত এবং প্রত্যেকটা ভালো দিন এবং ভালো মুহূর্ত উপভোগ করার চেষ্টা করে চলতে হবে। আমাদের জীবন একদম অনিশ্চিত তাই খারাপ দিনের কথা ভেবে বা বর্তমানে পরিস্থিতি খারাপ বলে মন খারাপ করে না থেকে যতটুকু সুযোগ পাওয়া যায় ততটুকুই জীবন এবং পরিস্থিতিকে উপভোগ করে নেওয়া উচিত। নতুন বছরে সবাই যেভাবে আনন্দ উল্লাস করছে এবং নতুন বছরকে সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে সেভাবে আমরা কিছু মানুষ যদি নাও করতে পারি, তবে যেমনটা সাধ্য বা পরিস্থিতি আমাদের পক্ষে থাকে সেই পরিস্থিতিতেই ততটুকুই আনন্দ করে আমাদের নতুন বছরকে আগমন জানানো উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

