বছর শেষের ডিসেম্বর মাস।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
বছরের শেষের এই ডিসেম্বর মাস মানেই একটা আবেগের মাস, এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোলাগা, কিছু হারিয়ে যাওয়া, নতুন কিছু পাওয়া আবার কিছু পুরনো জিনিসকে নতুন করে পাওয়ার আশা। সারা বছরটা কেমন কাটলো আর দেখতে দেখতে পুরো বছরটা কেমন চলে গেল এসব ভাবনার একটা উষ্ণ অনুভূতি। আসলেই ডিসেম্বর মাসটি আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম আবেগ অনুভূতি জাগিয়ে তোলে। ডিসেম্বর মাস মানেই বিয়ের মাস কিছু মানুষ নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন দেখে সুন্দর সংসার গড়ে তোলার স্বপ্ন দেখে। এই ডিসেম্বর মাসে অনেক মানুষ এমন আছে যারা নতুন ভাবে জীবনটাকে গড়ে তোলে। তেমনি কিছু মানুষ আছে যারা তাদের ভেঙে যাওয়া সংসারটা অন্য কারো সাথে আবার গড়তে দেখে। অর্থাৎ কিছু মানুষের জন্য যেমন এই ডিসেম্বর মাসটা খুব সুখের হয় নতুন অনুভূতির হয় তেমন কারো কাছে আবার অনেক বেশি বিরহেরও হয়ে থাকে। বছর শেষের এই ডিসেম্বর মাসে আমাদের অজান্তেই একটা চিন্তা মনের মধ্যে আসে যে আমরা এবছরটাতে কি পেলাম কি হারিয়ে ফেললাম এবং নিজের অজান্তে বা জেনেশুনে কি নষ্ট করে ফেললাম। জীবনের কিছু হিসাব এই ডিসেম্বর মাসেই আমাদের মনে আসে।
আসলে বছর শেষের এই ডিসেম্বর মাসে আমাদের মনের মধ্যে সারা বছরে হারিয়ে ফেলা, ছেড়ে যাওয়া বিভিন্ন ধরনের কষ্ট মনের মধ্যে হানা দিলেও একটা অন্যরকম আশাও জাগে যে সামনের বছর হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো এ বছরে যা হারিয়েছি বা যে স্বপ্নগুলো আমাদের পূরণ হয়নি সেগুলো সামনের বছর অবশ্যই পূরণ হবে। এই ডিসেম্বর মাস যেমন হতাশা আনে মনের মধ্যে তেমন নতুন করে আসা জাগাতেও সক্ষম হয়ে থাকে। শীতের এই ডিসেম্বর মাস মানেই বিভিন্ন ধরনের আয়োজন পিঠাপুলির উৎসব, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রিয় মানুষদের নিয়ে পিকনিক, বড়দিন উদযাপন, বিভিন্ন মন্দিরে পুজো এছাড়াও বিভিন্ন ধরনের মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সময় কেটে যায়। শীত আসলে আর তার সাথে ডিসেম্বর মাস পরলেই মনের মধ্যে যেমন হালকা কষ্টের অনুভূতি হয় তেমন অনেক বেশি ভালোলাগাও রয়েছে পুরো ডিসেম্বর মাস এবং শীতকাল জুড়ে। এই ডিসেম্বর মাস আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ মাস জীবনের সবকিছু নতুনভাবে সুন্দরভাবে পরিকল্পনা করার জন্য এবং জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবার জন্য। আসলে এই ডিসেম্বর মাস আমাদের বিভিন্ন ভাবে অভিজ্ঞতা দিয়ে যায়, না পারা অনেক কিছু শিখিয়ে দেয় এবং না জানা অনেক কিছু জানিয়ে দেয়।
এই ডিসেম্বর মাসে আমরা জীবনের উন্নতির জন্য এবং নিজের পছন্দের বা নিজের ইচ্ছার ভালো কোন কাজ করতে পারি বা পদক্ষেপ নেওয়া শুরু করতে পারি। কোন ভাল কাজ শুরু করার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য খুবই ভালো একটি সময়ে এই ডিসেম্বর মাস। ডিসেম্বরে মানুষের যেমন মন ভাঙ্গে তেমন মনকে শক্ত করে নতুন বছর নতুন ভাবে জীবন গড়ে তোলার আশা এবং শক্তিও যোগায় এই ডিসেম্বর মাস। বছরের শেষের এই ডিসেম্বর মাস টি কিভাবে যে দেখতে দেখতে কেটে যায় ভাবাই যায় না, হয়তো দেখতে দেখতে কাটে না পুরনো স্মৃতি মনে করে সারা বছরের করা ভুলগুলো আবার পুনর্জীবিত করে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা এবং নতুন ভাবে কিভাবে জীবনটা শুরু করা যায় এই ধরনের বিভিন্ন জিনিস ভাবতে ভাবতেই এই ডিসেম্বর মাসটি যেন কেটে যায়। আর তার সাথে রয়েছে সময় কাটানোর এবং ঘোরাঘুরি করার অসংখ্য সৌন্দর জায়গা। এই ডিসেম্বর মাসের প্রকৃতি আমাদের অনেক বেশি আবেগী করে তোলে। চারদিকের পরিবেশে যেন নতুন বছরের আগমনে লেগে পড়ে, সুন্দরভাবে সেজে ওঠে প্রকৃতির প্রতিটা অংশ। শীতের ফুলে প্রাকৃতিক পরিবেশ সুন্দরভাবে সেজে ওঠে আর তার সাথে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য ঢেকে রাখে আবার ধীরে ধীরে প্রকৃতি অন্যরকম ভাবে দেখাতে শুরু করে কুয়াশা।
এই কুয়াশায় ঢাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটি মানুষের। শীতের সকালে উঠে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা আর তার সাথে পাওয়া যায় শীতের বিশেষ কিছু লোভনীয় খাবার এবং জিনিসপত্র যা শুধু এই শীতের সময় পাওয়া সম্ভব। শীতের এই সুন্দর প্রকৃতির আর তার সাথে সুন্দর এই পৃথিবী কখনোই আমাদের নিরাশ করতে পারে না আমাদের সব সময় আমাদের সৃষ্টিকর্তা এবং এই পৃথিবী আমাদের ভালই যায়। তাই এই শীতের ডিসেম্বর মাস আসলেই আমাদের নিরাশ হয়ে কষ্টে বুক বাধার কোনই প্রয়োজন নেই। এই ডিসেম্বর মাস মানেই নতুন একটা শুরু যেখানে আমরা আমাদের ভুলগুলো শুধরে জীবনটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদের জীবনের কিছু অপ্রয়োজনীয় মানুষকে আর তার সাথে কিছু টক্সিক মানুষকে আমরা জীবন থেকে বাদ দিয়ে সুন্দরভাবে জীবনটাকে গড়ে তুলতে পারি। আমাদের জীবনে যেমন পয়লা জানুয়ারি এবং পুরো জানুয়ারি মাসটা খুবই স্পেশাল হয়ে থাকে তার থেকেও বেশি স্পেশাল যেন ডিসেম্বর মাসটি হয়ে থাকে। তাই বছরের শেষে সুন্দর এই ডিসেম্বর মাসে জীবনের সুন্দর কিছু পরিকল্পনা এবং সুন্দর পদক্ষেপ নিয়ে নতুন বছর সুন্দর ভাবে শুরু করা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

