পরিচয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেক মানুষ, জীবজন্তু, পশুপাখি এমনকি এই পৃথিবীতে উপস্থিত প্রত্যেকটি সজীব এবং নির্জীব প্রাণী প্রত্যেকেরই নিজস্ব একটা পরিচয় আছে নিজস্ব নাম আছে এবং কাজ আছে। এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার কোন পরিচয় নেই বা এমন কোন প্রাণী নেই যা পরিচয়বিহীন। প্রত্যেকের যেমন পরিচয় আছে তেমন পরিচয় অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত একটি জীব তাই আমাদের যেমন নাম রয়েছে যে আমরা মানব জাতি তেমনি প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটি পরিচয় রয়েছে আর প্রত্যেকের আলাদা ভাবে চিহ্নিত করার জন্য নামও রয়েছে। কিন্তু আমাদের পরিচয় শুধুমাত্র নামের মধ্যেই থেমে নেই আমাদের পরিচয় আমাদের কাজের মধ্য দিয়েও বিভিন্নভাবে প্রকাশ পায়। আমরা জন্মগ্রহণ করার পরপরই আমাদের জন্মদাতা পিতা-মাতা আমাদের সুন্দর একটা নাম রেখে দেয় তাদের পছন্দমত আর সেই নাম অনুযায়ী আমাদের পরিচয় হয় এই সমাজে। ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের কর্ম অনুযায়ী আমাদের পরিচয় আরো ভালোভাবে হতে থাকে। যে ব্যক্তি যেমন কর্ম করে সেই ব্যক্তি কিন্তু পরিচয় ঠিক সেই ভাবেই তার কর্ম অনুযায়ী নির্ধারিত হয়।
অনেক সময় দেখা যায় মানুষের নাম মনে না থাকলেও বা নাম না জানলেও তার কর্ম অনুযায়ী তাদের পরিচয় আমরা ঠিক মনে রাখি যেমন একজন ডাক্তারের আমরা যদি নাম নাও জেনে থাকি তাও তাকে আমরা ডাক্তার বলে সম্বোধন করে থাকি, যিনি বিচার করেন তাকে বিচারক হিসেবে আবার যিনি বিভিন্ন মানুষের হয়ে বিচার নিয়ে বিচারকের কাছে যান থাকে উকিল বলে সম্বোধন করি এভাবেই আমরা বিভিন্ন মানুষের কর্ম অনুযায়ী বিভিন্ন মানুষের পরিচয় পাই। তেমনই যেসব মানুষ মদ খেয়ে মাতলামি করে তাদের আমরা মাতাল পরিচয় দিই আবার যারা অনেক সৎ ব্যক্তি ভগবানের আরাধনায় জীবন কাটিয়ে দেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন তাকে আমরা পূজারী বলে পরিচয় দিয়ে থাকি। আসলে মনুষ্য জাতি এমন এক জাতি যার বহু পরিচয় রয়েছে। তাই আমাদের প্রতিনিয়ত আমাদের কর্ম নিয়ে সচেতন থাকা উচিত। আমরা যেমন কর্ম করবো আমাদের পরিচয় ঠিক সেই ভাবে গড়ে উঠবে। আমাদের পিতা-মাতা আমাদের যে সুন্দর পরিচয় বড় করে তুলতে চায় তাদের সেই পরিচয় আমাদের কর্মের মাধ্যমে পরিবর্তন হতে থাকে।
আমাদের পরিচয় আমাদের পরিবারের মানুষের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করতে থাকে। আমরা যদি খারাপ মানুষ হয়ে থাকি এবং খারাপ পরিচয় পাই তবে আমাদের পরিবার ও আমাদের সেই খারাপ পরিচয়ের প্রভাবে অনেক সময় তারাও সে খারাপ পরিচয় পরিচিত হয়ে যায়। আবার আমরা যদি ভাল কাজ করি তবে আমাদের সেই ভালো কাজ অনুযায়ী আমাদের পরিবারের লোক গর্বিত হয় এবং ভালো পরিচয়এ পরিচিত হয়। তাই সবসময় আমাদের কর্ম সম্পর্কে সচেতন থাকা উচিত। আমরা কেমন কর্ম করছি কেমন ভাবে চলাফেরা করছি এবং আমাদের চিন্তাভাবনা জীবন যাপন কেমন সে ব্যাপারে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা করা উচিত। আমাদের সব সময় সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এবং ভালো পরিচয় অর্জন করার জন্য আমাদের সব সময় ভালো কর্ম করতে থাকতে হবে। কারণ আমাদের বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যৎ কেউ নির্ধারিত করে। আমাদের বর্তমানের কর্ম অনুযায়ী আমাদের ভবিষ্যতের পরিচয় গড়ে উঠবে। ছোট থেকে আমরা বাবা মার পরিচয় পরিচিত হলেও যখন ধীরে ধীরে বড় হতে থাকবে এবং বিভিন্ন কর্ম করা শুরু করব তখন অবশ্যই আমাদের কর্ম অনুযায়ী পরিচয় তৈরি হবে এবং সেই অনুযায়ী আমাদের সমাজ চিহ্নিত করবে।
তাই আমরা যদি সমাজে সুন্দরভাবে বাঁচতে চাই আর সুন্দর ভাবে সমাজে পরিচিত হতে চাই তবে সবার আগে আমাদের ভালো কর্ম করতে হবে এবং সেই কর্ম অনুযায়ী সমাজে ভালো একটি পরিচয় গড়ে তুলতে হবে। আমাদের পরিচয় নির্ধারণ করবে সমাজে আমরা কতটা যোগ্য এবং কতটা সম্মান পেতে পারবো। আমরা যত ভালো কাজ করব যত মানুষের কাছে ভালো পরিচয় পরিচিত হব ততই আমরা সমাজে প্রত্যেকটা মানুষের কাছে সম্মান পাব এবং সুন্দরভাবে সম্মানের সাথে জীবন যাপন করতে পারব। আমাদের জীবনে পরিচয় অনেক বড় এবং মূল্যবান একটি জিনিস তাই সবসময় আমাদের উচিত প্রত্যেকটি মানুষের কাছে সুন্দর এবং ভালো মানুষের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করা। অসম্মান এবং খারাপ পরিচয়ের মানুষ সমাজে কোনভাবেই ভালোভাবে বাঁচতে পারে না এবং মানুষের কাছে প্রতিনিয়ত তুচ্ছ হতে থাকে। অনেক সময় নিজের পরিবারের কাছেও অনেক বেশি অবহেলার শিকার হয়ে থাকে যা স্বাভাবিক এবং সুন্দর জীবন যাপনে অনেকটাই বাধা সৃষ্টি করে। তাই আমাদের সব সময় ভালো কর্ম করতে হবে এবং নিজের একটি সুন্দর পরিচয় গড়ে তুলতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

