অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে অন্যায় কখনো মুখ বন্ধ করে সহ্য করতে নেই। এটা একদমই বাস্তব কথা, অন্যায় করা যতটা খারাপ ততটাই অন্যায় সহ্য করাও খারাপ একটি বিষয়। আসলে সব থেকে বড় সত্য কথা হলো অন্যায় আমরা যত সহ্য করব ততই মানুষ আমাদের সাথে অন্যায় করতেই থাকবে আর অনেক ক্ষেত্রে আমরা যতক্ষণ না বলি যে এই কাজটি অন্যায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সামনের মানুষটি যেন বুঝতেই পারে না যে সে কাজটি ভুল করছে। তাই আমাদের উচিত সবসময় এই অবুঝ মানুষ গুলিকে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যে তারা কতটা ভুল কাজ করছে। আমরা যদি মনে করি যে আমাদের সাথে বর্তমানে অন্যায় হচ্ছে কিন্তু আমাদের সাথে যে মানুষটি অন্যায় করছে সে একদিন অবশ্যই তার ভুল বুঝতে পারবে এবং আমাদের প্রতি অন্যায় অবিচার করা বন্ধ করে দেবে, কিন্তু এমনটা মোটেও হয় না। অন্যায় করা মানুষগুলো কখনোই তার ভুল বুঝতে পারে না এবং আমাদের প্রতি অন্যায় করার বন্ধ করেনা। বরং আমাদের আশেপাশে এমন মানুষ আমরা দেখতে পাই যারা তাদের প্রতি অন্যায় হচ্ছে জেনেও সহ্য করতে করতে সহ্য করার একটা যেন অভ্যাস তৈরি করে নেয় আর সারা জীবন বিভিন্নভাবে কষ্ট সহ্য করতে করতে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এইসব মানুষের মতো আমরাও যদি আমাদের প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ না করি তবে আমাদের জীবনটাও একদম নষ্ট হয়ে যাবে এবং সহ্য করতে করতে একসময় জীবনটাই শেষ হয়ে যাবে। আমাদের যদি ভালোভাবে বাঁচতে হয় তবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে। জীবনটা অনেক বড় তাই আমরা যখন দেখব যা আমাদের প্রতি অন্যায় হচ্ছে তবে সেই মুহূর্তেই প্রতিবাদ করে সে অন্যায় টাকে শেষ করে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং নিজের প্রতি অত্যাচার আর না হতে দিয়েই এবং সেখান থেকে বেরিয়ে আসি তবে বাকি জীবন আমরা অনেক সুন্দরভাবে হাসিখুশি ভাবে বাঁচতে পারব। অনেক সংসারে দেখা যায় স্বামীর অত্যাচারে স্ত্রী একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আবার স্ত্রীর অত্যাচারেও দেখা যায় স্বামীর মানসিক এবং শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। সে ক্ষেত্রে তারা যদি সে অত্যাচারী জীবনসঙ্গী থেকে বেরিয়ে আসে তবে বাকি জীবনটা তার সুন্দরভাবে কাটাতে পারবে। আমাদের প্রতিটা ক্ষেত্রের অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে সেটা যদি হয় নিজের জীবনসঙ্গী তবেও পিছুপা হলে চলবে না।
আমাদের পরিবারের মধ্যে যেমন অন্যায় অত্যাচার হতে পারে এবং আমাদের সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তেমন সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত পদক্ষেপ নিতে হবে। সমাজে নারী পুরুষ উভয়ে বিভিন্নভাবে অন্যায় করছে এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন মানুষের প্রতি বিভিন্নভাবে অবিচার করা হচ্ছে যা অনেক মানুষ দেখেও না দেখার অভিনয় করে চলেছে। আসলে যে কোন অন্যায় অত্যাচার বা অবিচার যতক্ষণ না আমাদের ওপর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই ব্যাপারে কোনভাবেই পদক্ষেপ নিই না বা গুরুত্ব দিই না। আর এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল পদক্ষেপ। কারণ আমরা যদি প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের অসময় পাশে থাকি এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ায় তবে এই পৃথিবী থেকে এক সময় অসহায় মানুষের প্রতি সবল মানুষের অন্যায় অত্যাচার এমনকি অবিচার মূলক বিভিন্ন পদক্ষেপ করা বন্ধ হয়ে যাবে। অনেক ক্ষমতাবান মানুষ আছে যারা শুধুমাত্র নিজের সামান্য স্বার্থের জন্যে অনেক অসহায় গরীব মানুষদের ওপর নির্যাতন করতে দ্বিধাবোধ করে না, এইসব মানুষদের বিরুদ্ধে আমাদের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আমাদের সমাজে চারিদিকে বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় হতে দেখা যায়, দুর্বলের প্রতি সবলের অত্যাচার আমরা প্রতিনিয়ত দেখতেই থাকি। কিন্তু আমরা কখনোই কেউ কারোর পার্সোনাল ব্যাপার মনে করে বিপদে পাশে এসে দাঁড়ায় না। কিন্তু আমরা যদি এমন না করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায় এবং অন্যায়, অত্যাচার, অবিচার এবং বিভিন্ন ধরনের ক্রাইম এর বিরুদ্ধে পদক্ষেপ নিই তবে আমাদের সমাজ একটা সময় অনেক সুন্দর হয়ে উঠবে। বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে ঘটা অন্যায় অত্যাচার এবং বিভিন্ন ধরনের ক্রাইম থেকে মুক্ত সমাজ গড়ে উঠবে। আর তার সাথে আমরা প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠবো এবং আমাদের মধ্যে হিংসা এবং স্বার্থপরতা দূরে চলে যাবে। আমরা মানুষ গোষ্ঠীবদ্ধ জীব তাই আমাদের সব সময় মিলেমিশেই চলতে হবে এবং বসবাস করতে হবে তাই সুন্দর সমাজ গড়ে তোলার দায়িত্বও আমাদের সকলের। তাই আমাদের উচিত সবসময় অন্যায় অত্যাচার অবিচার ও বিভিন্ন ধরনের ক্রাইম এর বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ করা।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

