নতুন বছর পুরনো জীবন।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা এখন নতুন বছরে পা দিয়েছি, পুরনো ক্যালেন্ডার ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডার ঘরে তুলেছি কিন্তু পুরনো সমস্যাগুলোকে ফেলে নতুন ভাবে কেউই বাঁচতে পারি না। বরং আরো দেখা যায় এই নতুন বছরে আরো কিছু নতুন সমস্যা আমাদের জীবনে আসতে শুরু করে। আসলে আমরা যেভাবে ভাবনা চিন্তা করি বছর শেষে যে এ বছরে যা হয়েছে হয়েছে কিন্তু নতুন বছরটা আমরা অনেক সুন্দর করে কাটাবো এবং জীবনের সব ঝামেলা বাদ দিয়ে সুন্দরভাবে বাঁচবো। কিন্তু আমাদের কোন সমস্যাই আমাদের পেছন ছাড়েনা সেটা নতুন বছর হোক আর পুরনো বছর। শুধু ক্যালেন্ডার পাল্টায় আর বছরের সালটা পাল্টায়, কিন্তু আমাদের জীবনটা সেই একই রকম থেকে যায়। যে মানুষ আমাদের ভালোবাসে সে মানুষের ভালোবাসা সেই আগের বছরের মতো নতুন বছরে এসেও থেকে যায় আর যে মানুষটা আমাদের হিংসা করে বা আমাদের দু চোখে দেখতে পারেনা অপছন্দ করে তারা নতুন বছরে এসেও আমাদের অপছন্দই করে। যে সমস্যাগুলো পুরনো বছরে আমাদের জীবনে ছিল সেই সমস্যাও আমাদের সাথে সাথে নতুন বছরেও পা ফেলেছে।
আসলে নতুন বছর নতুন কিছু বলে কোন কিছুই হয় না, আমাদের জীবনে যদি ভালো কিছু হওয়ার থাকে তবে সেটা বছরের শুরুতে মধ্যবর্তী সময় বা শেষের দিকেও হতে পারে। কোন সমস্যার যদি সমাধান হওয়ার থাকে সেটাও বছরের যে কোন সময় হতে পারে। কিন্তু আমরাই শুধুমাত্র আমাদের মনকে বোকা বানানোর জন্য বছরের প্রথম দিনগুলিকে সুন্দর করার জন্য নতুন ভাবে বাঁচার বা নতুন কিছু করার স্বপ্ন দেখায় আর তার সাথে এটাও ভাবি যে আমাদের সব পুরনো সমস্যা গুলি দূর করব এবং পুরনো যে মানুষগুলো আমাদের কষ্ট দেয় সে মানুষদের থেকে দূরে থাকবো। কিন্তু কিছুদিন বাদে গিয়ে দেখা যায় যে আমাদের জীবনের সব সমস্যায় থাকে এবং পুরনো সেই কষ্ট দেওয়া মানুষগুলো থেকে যায়। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটতে দেখি, সংসারে অশান্তি দেখি বা রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনা দেখি যা সারা বছর ঘটতে থাকে নতুন বছর বা পুরনো বছর বলে কিছুই পরিবর্তন হয় না। যে মানুষটা খারাপ সে মানুষটা পুরোনো বছরের যেমন খারাপ ছিল নতুন বছরেও সে তার সে খারাপ গুণগুলো নিয়েই এগিয়ে যায়, তাই নতুন বছর বলে কিছু পরিবর্তন আমরা আশা করতে পারি না।
নতুন বছরকে যদি আমাদের সত্যিই নতুন এবং পরিবর্তন করতে হয় আর প্রতিবছর যদি নিজেকে এবং চারপাশের পরিবেশ আর সমাজকে আরো সুন্দর এবং উন্নত দেখতে হয় তবে সবার আগে নিজের থেকেই পরিবর্তনটা আনতে হবে এবং নিজের খারাপ অভ্যাস পরিবর্তন করতে হবে। আর প্রতিনিয়ত চেষ্টা করতে হবে নিজেকে উন্নত করার আর তার সাথে সমাজকে উন্নত করার, তবে আমরা প্রতিবছর নতুন করে আমাদের চারপাশটা দেখতে পারবো আর কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারব। আমরা যদি নিজে আইন-কানুন নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনে চলি তবে আমাদের জীবনে দুর্ঘটনা অনেকটাই আমরা এড়িয়ে যেতে পারব। রাস্তাঘাটে সাবধান হয়ে গাড়ি চালানো আমাদের নিজেদের জন্য যতটা নিরাপদ তেমনি অন্যদের জন্য নিরাপদ তাই রাস্তাঘাটে যেমন সাবধান হয়ে আমাদের চলতে হবে তেমনি আমাদের জীবনের বিভিন্ন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন বছরে যদি পরিবারের সাথে সুন্দরভাবে সময় কাটায় এবং পরিবারের মানুষকে নতুনভাবে খুশি রাখার চেষ্টা করি তবে আমাদের নতুন বছর সত্যিই নতুন এবং অনেক সুন্দর হয়ে উঠবে।
তবে অবশ্যই অন্যদের কাছে কোন কিছু আশা করার আগে নিজেকে পরিবর্তন করে নেওয়া দরকার। আমরা যদি নিজেরা পরিবর্তন হয় এবং নিজেরা গুণবতী হই আর নিজের ভুল এবং দোষগুলি দূরে সরিয়ে দিতে পারি আর ভালোভাবে চলতে পারি তবে আমরা অন্যদেরকেও ভালোভাবে চলার এবং সুন্দর জীবন যাপন করতে সাহায্য করতে পারব। তাই নতুন বছরকে অনেক বেশি সুন্দর কি করে তুলতে গেলে আর নতুন বছরে পুরনো সব সমস্যাকে দূরে সরাতে গেলে সবার আগে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং নিজের পরিবেশকে সুন্দর করতে হবে। আর তার সাথে আমরা যদি আমাদের আপনজনের জীবনকে সুন্দর করে তুলতে পারি তবে আমরা নিজেরাও অনেক ভালো থাকবো এবং নিজের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারব। আমাদের জীবন যদি সুন্দর হয় তবে প্রতিবছরই আমাদের অনেক সুন্দর হবে নতুন বছরে পুরনো জিনিস ফেলে জীবন সুন্দর করার বা জীবন সুন্দর হবে এই আশায় বুক বাধার প্রয়োজন হবে না। জীবন সুন্দর হলে নতুন বছরটা এমনিতেই আমাদের আনন্দের হয়ে উঠবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

অসাধারণ লিখেছেন দিদি।একদম ঠিক বলেছেন নতুন বছরে যদি আমাদের চারপাশ এবং সবকিছু সুন্দর করতে হয় তাহলে সবার আগে নিজের খারাপ অভ্যাস পরিবর্তন করতে হবে।নিজে ভালো হয়ে এবং নিজের ভুল ত্রুটি গুলো সংশোধন করে নিতে পারি। অন্য কে বোঝার ক্ষমতা থাকতে হবে ভালোভাবে চলার সুন্দরভাবে জীবন যাপন করার সাহায্য সহযোগিতা করলে তবেই সুন্দর হবে সবকিছু । দারুন লিখেছেন দিদি ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।