ভালো জিনিসের প্রশংসা করতে হয়।

in আমার বাংলা ব্লগ27 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17634387898261877623035741723826.jpg


সোর্স



আমাদের চারপাশে প্রচুর খারাপ জিনিস আছে আবার অনেক ভালো জিনিসও রয়েছে, অনেক খারাপ মানুষ আছে আবার পাশাপাশি ভালো মানুষও এখনো অনেক দেখতে পাওয়া যায় আর এই ভালো মানুষেরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ভালো কাজকর্ম করে চলেছে। আমরা সব সময় খারাপ জিনিসের নিন্দা করতে একটু ভাবনা চিন্তা করি না যে নিন্দা করবো কি করবো না, কোন কিছু খারাপ দেখলেই আমরা নির্দ্বিধায় নিন্দা করতে শুরু করি, কিন্তু অনেকেই এমন আছে যারা ভালো জিনিস দেখলে বা কারোর ভালো কোন কাজ করা দেখলে একদমই প্রশংসা করতে চায় না। আসলে আমাদের ভালো জিনিস ভালো কর্মকে সবসময় দেওয়া উচিত। এই পৃথিবীতে খারাপ এত মানুষ রয়েছে এবং তার সাথে এত বেশি খারাপ জিনিস আছে যে আমরা খারাপের মাঝখানে ভালো কে তলিয়ে যেতে দেখে থাকি প্রায়ই। এই খারাপ পৃথিবীতে অনেক সংগ্রাম করে ভালো মানুষদের বেঁচে থাকতে হয় এবং ভালো হয়ে জীবন যাপন করতে হয় তাই আমাদের উচিত প্রতিনিয়ত ভালো মানুষকে তার ভালো হওয়ার জন্য উৎসাহ দেওয়া আর তার সাথে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভালো কাজকর্মকে প্রতিনিয়ত উৎসাহ করা।


আমরা এই সমাজের প্রত্যেক মানুষ যদি সচেতন ভাবে খারাপ জিনিসের নিন্দা করতে পারি তবে ভালো জিনিসের নির্দ্বিধায় প্রশংসাও করতে পারি। আর আমরা যদি প্রত্যেকটা ভালো জিনিসের এবং ভালো মানুষদের প্রশংসা করি তবে তারা প্রতিনিয়ত অনেক বেশি উৎসাহিত হবে এবং আরো ভালো কাজ করার প্রতি আগ্রহ বাড়বে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা মানুষের ভালো হওয়া এবং ভালো কর্ম করার জন্য প্রশংসা করা, কারণ প্রশংসা এমন একটা জিনিস যা শুনলে প্রত্যেকটা মানুষের মনটা অনেক খুশি হয়ে যায় আর এই প্রশংসার কারণে মানুষ অনেক বড় বড় অসম্ভব কাজও সম্ভব করে ফেলতে পারে। বড়রা যখন এই প্রশংসার মাধ্যমে এবং বিভিন্ন মানুষের দ্বারা উৎসাহিত হয়ে ভালো মানুষ হবে এবং ভালো কর্ম করে সমাজটাকে সুন্দরভাবে গড়তে থাকবে তখন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে সুন্দর শিক্ষা পাবে এবং তারাও ভালো মানুষ এবং ভালো কর্ম করার উৎসাহ পাবে। আসলে আমরা যদি প্রতিনিয়ত ছোট বাচ্চাদের শুধুমাত্র ভুল কাজ করার জন্য বকতে থাকে এবং ভালো কাজ করলে কিছুই না বলি প্রশংসা না করি আর উৎসাহ না দিই তবে তারা বুঝতে পারবে না যে তারা ভাল কাজ করছে নাকি খারাপ কাজ করছে।


আর তার সাথে ছোটদের প্রতিনিয়ত বোঝাতে থাকতে হবে যে খারাপ কাজটাকে বাদ দিয়ে আমরা প্রতিনিয়ত ভালো কাজের মধ্য দিয়ে কিভাবে জীবন যাপন করতে পারি। বাচ্চাদের ছোট বড় প্রত্যেকটা ভালো কাজে আমরা যদি প্রতিনিয়ত প্রশংসা করতে থাকি তবে তারা বুঝতে পারবে যে তারা এই সব ভালো কাজ করছে এবং তারা প্রশংসার মাধ্যমে মনোবল খুঁজে পাবে। প্রশংসা পাওয়ার আশায় ছোট অবুঝ বাচ্চারা আরো ভালো ভালো কাজ করতে থাকবে এবং আস্তে আস্তে বড় হয়ে তারা বুঝতে পারবে যে এগুলোই সঠিক কাজ। এছাড়াও আমরা যদি বাচ্চাদের বা বড়দের প্রত্যেকেরই ভালো কাজে প্রশংসা করি তবে তারা অনেক বেশি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারবে এবং নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা অর্জন করবে যা আমাদের এবং আমাদের ভবিষ্যতের জন্য আর সুন্দর সমাজ গঠনের জন্য অনেক উপকারী হয়ে উঠবে। বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তাভাবনার কারণে এবং ভালো কাজের মাধ্যমে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আর তার সাথে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর একটি মধু সম্পর্ক গড়ে উঠবে।


আমরা যখন বিভিন্ন মানুষের ভালো কাজের প্রশংসা করব এবং বিভিন্ন ক্রিয়েটিভ কাজে উৎসাহ দেবো তখন আমাদেরও বিভিন্ন ক্রিয়েটিভ কাজ সম্পর্কে জ্ঞান হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো। তাই কেউ যখন কোন ক্রিয়েটিভ কাজ করতে চায় বা করে থাকে তখন সবার আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে কাজটি কতটা ভালো এবং আমাদের জন্য কতটা উপকারী হতে পারে। শুধু বড়রা নয় ছোটরা অনেক সময় এমন কিছু ক্রিয়েটিভ কাজ করে বসে যা হয়তো বড়রাও করতে পারে না তাই আমাদের সবসময় ছোট বড় সকলকেই বিভিন্ন কাজে উৎসাহ দিতে হবে এবং প্রশংসার মাধ্যমে সে কাজটি কতটা ভালো করেছে আর কাজটি আমাদের জীবন যাপনে কতটা সাহায্য করতে পারে সে বিষয়েও আলোচনার মাধ্যমে জানাতে হবে। বিভিন্ন মানুষকে এবং নতুন প্রজন্মকে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের জন্য যত বেশি উৎসাহ দেব আর সাথে প্রশংসা করব ততই বেশি আমাদের সমাজ এবং দেশ উন্নত হতে থাকবে। তাই আমাদের সব সময় প্রশংসা করতে হবে এবং বিভিন্ন ভালো কাজের জন্য মানুষকে উৎসাহ দিতে থাকতে হবে।

আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।