সন্তানের প্রতি অযথা রাগ দেখাতে নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের মধ্যেই রাগ নামক আবেগটি অনেক বেশি রয়েছে। অনেকেই তার আবেগ কন্ট্রোলে রাখতে পারে আবার অনেকেই কন্ট্রোল করতে পারে না। আর রাগ এমন একটা জিনিস যা কন্ট্রোল করা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে আমাদের সবার জন্যই, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের ধৈর্য শক্তি এত বেশি যে রাগ সব সময় কন্ট্রোলেই থাকে অতিরিক্ত কিছু না হলে রাগ করে না কিছু কিছু মানুষ। তবে এমন মানুষ অনেক আছে যারা সন্তানের প্রতি অযথা রাগ দেখাতেই থাকে। সামান্য সামান্য ব্যাপারে সন্তানকে অযথা বকাবকি করে আর অনেক বেশি শাসন করতে থাকে। সন্তানকে অযথা বকাবকি করলে সন্তানের আমাদের প্রতি ভালোবাসা অনেক গুনে কমে যায় আর তার সাথে যে সম্মানটা ছোটবেলা থেকে আমাদের প্রতি তাদের হওয়া উচিত সেই সম্মানটা কোনোভাবেই সন্তানের মনের মধ্যে জন্ম নেয় না। সন্তান প্রতিনিয়ত যত বড় হতে থাকে আমাদের দুর্ব্যবহারের কারণে এবং সব সময় বকাবকি করার কারণে আমাদের প্রতি সম্মান তার একদম কমতে কমতে একদম শেষ হয়ে যায়, কোনরকম ছিঁড়ে ফোঁটা সম্মানও সন্তানদের মনে আমাদের প্রতি থাকে না।
সন্তান যখন ছোট থাকে তখন আমাদের প্রতিনিয়ত তাদের বোঝানো উচিত যে কোন কাজ করা ভালো এবং কোন কাজ করা খারাপ, তারা দুষ্টুমি করলে প্রতিনিয়ত তাকে বুঝিয়ে বলা উচিত তবে তারা সুন্দরভাবে বুঝতে পারবে এবং যে দুষ্টুমিটা কেন করা যাবে না সেটার কারণও বুঝতে পারবে। আমরা যদি প্রতিনিয়ত ছোট বাচ্চাদের দুষ্টুমি না করার কারণ বুঝিয়ে দিই এবং ভালো কাজ কেন করতে হবে সেটা বোঝাই তবে তারা কোনোভাবেই আর সেই দুষ্টুমি গুলো করবে না এবং সব সময় ভালো কাজ করতে থাকবে। কিন্তু অনেক বাবা মা এমন আছে যাদের ধৈর্য অনেক কম তাই অযথাই তারা চিৎকার চেঁচামেচি করে এবং বাচ্চাদের অনেক বেশি বকাঝকা করে যার ফলে বাচ্চারা অনেক ভয় পেতে থাকে ছোটবেলা থেকেই এবং বাবা-মার প্রতি সম্মান হারিয়ে ফেলে। আসলে বাচ্চা শুধু বাবা-মার বকাঝকার কারণে বাবা-মার রাগ দেখে শুধুমাত্র যে ভয় পায় আর সম্মান করতে পারে না এমনটা নয় তারা নিজের প্রতি আত্মবিশ্বাসও অনেক বেশি হারিয়ে ফেলে। বাচ্চাদের পড়ে অযথা রাগ দেখালে বাচ্চারা নিজে থেকে কোন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলে।
আমরা যদি অযথা বাচ্চাদের উপর রাগ দেখাই তবে বাচ্চারা নিজে থেকে কোনো ভালো কাজ করার বা ক্রিয়েটিভ চিন্তাভাবনা এবং কাজ করার প্রতি আগ্রহ যেমন হারিয়ে ফেলে তেমনই নিজের ইচ্ছে বা মনের কোন কথা বাবা মায়ের কাছে বলার আগ্রহ হারিয়ে ফেলে। বাবা মায়ের কাছ থেকে প্রতিনিয়ত রাগ দেখতে দেখতে বড় হতে থাকা সন্তানেরা প্রতিনিয়ত এটাই মনে করে যে তাদের মনের অবস্থা বাবা-মায়েরা কোনভাবেই বুঝবে না আর তারা যদি বাবা-মায়ের কাছে নিজের মনের কথা বলে তবে বাবা মায়েরা তাকে আবার বকাঝকা করবে সুতরাং তাদের নিজের সমস্যা নিজের কাছেই রাখাটা ভালো বলে তারা মনে করবে। আর এইসব চিন্তা ভাবনার কারণে তারা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারে। বাবা মায়েরা যদি প্রতিনিয়ত সন্তানকে রাগ দেখাতে থাকে এবং বকাঝকা আর শাসনের মধ্যে রাখে তবে বাবা-মায়ের সাথে সন্তানের দূরত্ব অনেক বেশি বেড়ে যায় এবং মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে থাকে। সন্তান কখনো বাবা মায়ের মনের কথা বোঝেনা আর বাবা-মা কখনো সন্তানদের মনের কথা জানতে পারে না।
ছোটবেলা থেকে বাবা মায়েরা যদি সন্তানকে শুধু রাগ দেখাতে থাকে এবং কঠোর শাসনের মধ্যে রাখে তবে সেই বাবা মায়েরা যখন বৃদ্ধ হয় তখন সেই সন্তানেরা তাদের উপরেও সেই রাগ এবং কঠোর শাসন দেখাতে থাকে। কিন্তু এই আচরণে সন্তানদের তেমন কোন ভুল থাকে না কারণ তারা ছোটবেলা থেকেই বাবা-মায়ের কাছ থেকে এমন ব্যবহারই শিখেছে এবং বাবা-মায়ের শিক্ষা থেকেই বাবা-মায়ের ওপর সেই আচরণ প্রয়োগ করে থাকে। তাই অবশ্যই আগে বিচার বিবেচনা করতে হবে যে আমরা সন্তানদের সাথে কেমন ব্যবহার করব যে ব্যবহার তারা শিখে তারাও সেই ব্যবহার আমাদের সাথে করবে। অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত শাসন কখনই ভালো নয়। অযথা বকাবকি বা রাগ দেখালে সন্তানেরা প্রতিনিয়ত জেরি হয়ে যায় এবং তারাও রাগ করা আর আজ আচরণ শেখে। তাই বাবা মায়েদের রাগ দেখানোর আগে এবং কঠোর শাসনের মধ্যে রাখার আগে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে যে এই ব্যবহারটাই বৃদ্ধ বয়সে তারা ফিরে পাবে, আসলে আমরা ছোটবেলা থেকেই সন্তানকে যেভাবে মানুষ করব সেভাবেই তারা মানুষ হবে আমরা তাদের সাথে যেমন আচরণ করব তারাও পরবর্তীতে আমাদের সাথে তেমনই আচরণ করবে তাই আমাদের সর্বদা ভেবেচিন্তে এবং রাগ না দেখিয়ে শান্ত মাথায় তাদেরকে বুঝিয়ে ভালো মনের মানুষ করে গড়ে তোলা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। সন্তানের প্রতি আসলেই অযথা রাগ দেখাতে নেই। কারণ এতে করে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায় অর্থাৎ দূরত্ব বৃদ্ধি পায়। আসলে সন্তান ভুল করলে তাকে বুঝাতে হবে এবং প্রয়োজনে শাসন করা যাবে। কিন্তু অযথা রাগ করা মোটেই উচিত নয়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।