মানুষ তার ব্যবহারের কারনে একা হয়ে যায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমাদের চারপাশে আমরা প্রচুর মানুষ এমন দেখতে পাই যারা অনেক বেশি একা এবং নিঃসঙ্গ জীবন যাপন করছে। আসলে সব একাকিত্বের একটাই কারণ সেটা হল ব্যবহার। আর এই ব্যবহার হতে পারে যে মানুষ একা হয়ে গেছে সেই মানুষের সাথে বিভিন্ন মানুষ খারাপ ব্যবহার করেছে আবার এমনও হতে পারে যে মানুষটি একা হয়ে গেছে সেই মানুষটি অনেক বেশি খারাপ ব্যবহার করে এবং অনেক খারাপ আচরণ সেই জন্য তার কাছ থেকে সবাই দূরে সরে গেছে এবং সে হয়ে গেছে পুরোই একা। আসলে খারাপ ব্যবহার করা শুধুমাত্র যে ঝগড়া করা কটু কথা বলাকেই বলে এমন নয়। মানুষ বিভিন্নভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার আচার-আচরণ করতে পারে যার ফলে মানুষ মানুষের থেকে দূরে সরে যায়। অনেক মানুষ এমন আছে যারা প্রচুর পরিমাণে ঝগড়াঝাঁটি করে প্রত্যেক মানুষের সাথে যার ফলে অন্যান্য মানুষেরা সেই ব্যক্তির সাথে কোন রকম কথাবার্তা বলতে চায় না। আবার কিছু মানুষ আছে যারা ঝগড়া করে না কিন্তু অনেক বেশি খারাপ আচরণ করে, অন্যের প্রয়োজন বোঝে না, অন্যদের গুরুত্ব দেয় না, স্বার্থপরের মত শুধুমাত্র নিজের গুরুত্ব দেয় এবং নিজের মতই চলাফেরা করে।
এসব ব্যক্তি এমনই স্বার্থপর হয়ে থাকে যে তারা নিজের মতো স্বাধীন জীবনযাপন করে কিন্তু অন্যের জীবনের স্বাধীনতা সম্পূর্ণ কেড়ে নেয় এবং অন্যদের নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। সব সময় অন্যের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করতে থাকে। এইসব মানুষ নিজের ইচ্ছা পছন্দ-অপছন্দের গুরুত্ব দিলেও অন্যের পছন্দ অপছন্দের কখনোই গুরুত্ব দেয় না। আর এইসব কারণে ও এই ধরনের মানুষকে তার আশেপাশের মানুষেরা মোটেও পছন্দ করে না এবং আত্মীয়-স্বজনও একসাথে মিলেমিশে থাকতে পারে না। কিছু ব্যক্তি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করলেও অন্যদের সম্পূর্ণ গুরুত্বহীন মনে করে যার ফলে তার ব্যবহারে এবং আচরণে সম্পূর্ণরূপে অবহেলা লাঞ্ছনা আর হীন মানসিকতা পূর্ণরূপে প্রকাশ পায়। আর আমাদের মানুষের মন এতটাই সক্রিয় হয়েছে কে আমাদের কেমন ভাবে কেমন মানসিকতায় দেখছে বা আমাদের সম্পর্কে কার কি ধারণা সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। এমনকি কারা আমাদের ভালোবাসে এবং কারা বাসে না সেটাও আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি।
তাই যখন আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তিটি আমাদের সাথে কোনভাবেই ভালো আচরণ দেখাচ্ছে না এবং আমাদের সম্পূর্ণ অবহেলা এবং তাচ্ছিল্য করছে তখন আমরাও ধীরে ধীরে সে ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায় এবং দূরত্ব অনেকটা অজান্তেই বাড়িয়ে ফেলি। আর এর ফলেও সেই ব্যক্তিটি একাকীত্বের পড়ে যায়। অনেক ব্যক্তি এমন আছে যারা জীবনে অনেক আঘাত পেয়েছে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে। বিপদে আত্মীয়-স্বজনের সঙ্গ পাইনি আর নিজেরাই বিভিন্ন মানুষের কাছ থেকে লাঞ্ছিত এবং অপমানিত আর অবহেলিত হয়েছে যার ফলে নিজেকে গুটিয়ে ফেলেছে অন্য মানুষদের কাছ থেকে। কিন্তু এই সব দেখতেই মানসিক দিক থেকে অনেকটাই ভালো হয়ে থাকে। এইসব ব্যক্তিদের সাথে কথা বললেই বোঝা যায় যে তারা একজন ভালো মানসিকতার মানুষ এবং মানুষের সাথে মিশতে জানে আর বিপদে তাদের পাশে দাঁড়াতে জানে। কিন্তু যেসব ব্যক্তি সম্পূর্ণ স্বার্থপর হয়ে থাকে সেই সব ব্যক্তিরা একটা সময়ের পর একাকিত্বের জীবনযাপন করতে বাধ্য হয়ে পড়ে।
কারণ কোন মানুষই চায় না যে মানুষ তাকে অবহেলা করছে সেই মানুষের সাথে মিশতে বা যে মানুষ তার সাথে খারাপ ব্যবহার করছে সেই মানুষের সাথে খারাপ ব্যবহার পাওয়া সত্ত্বেও তাকে সঙ্গ দিতে। খারাপ মানুষদের থেকে এবং খারাপ ব্যবহার করা মানুষদের থেকে সবসময় প্রত্যেক মানুষ দূরে পালিয়ে যায়। অনেক সময় নিজের প্রিয় স্বজন বন্ধু-বান্ধব এমনকি জীবনের সবথেকে প্রিয় মানুষটিও দূরে সরে যায় তার খারাপ আচরণ এবং কথা আর ব্যবহারের জন্য। মানুষ যদি মনে করে যে তার কাছে অনেক টাকা আছে তাহলে সে খারাপ ব্যবহার করলেও কেউ তাকে ছেড়ে যাবে না তবে এইসব চিন্তা খুবই ভুল করে থাকে কিছু মানুষ। কারণ মানুষ সবসময় ভালোবাসা এবং মায়ার টানেই আটকে থাকে। কোটি কোটি টাকা দিয়ে যদি কোন এক ব্যক্তিকে দিনরাত অপমান করা হয় এবং খারাপ ব্যবহার, অবহেলা লাঞ্ছনা করা হয় তবেও সেই টাকার লোভে সেই মানুষটি কখনোই থাকবে না কারণ প্রত্যেকটা মানুষের একটা আত্ম সম্মান এবং ভালোলাগা থাকে। ভালো ব্যবহার আর আচরণ না করতে পারলে কোন মানুষই কোন মানুষের পাশে থাকবে না এবং জীবনটা হয়ে যাবে সম্পূর্ণ একাকীত্বের।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

