সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে সব থেকে উন্নত জীব মানব, যাদের আছে দুটো হাত দুটো পা এবং তুখর বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক। আমরা মানব জাতি এই হাত-পা কাজে লাগিয়ে আর তার সাথে বুদ্ধি দিয়ে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা বিভিন্ন কাজের প্রচেষ্টা করা বাদ দিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিই যে কাজটা আমাদের হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে ভাগ্যে থাকলে আমাদের কাছে এসে জিনিসটা চলে আসবে বা সেই জিনিসটা আমরা পেয়ে যাব আর ভাগ্যে না থাকলে আমরা সেই জিনিসটা পাবো না। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই ভাগ্যকে অন্ধবিশ্বাস করা। জীবনের সবকিছু ভাগ্য বলে চালিয়ে দিলে আমাদের জীবনে কোনভাবেই উন্নতি হতে পারবে না। আমাদের জীবনের সবকিছু আমরা ভাগ্যের উপর কোনোভাবেই ছেড়ে দিতে পারি না। কারণ ভগবান বলেছে কর্ম করলেই ফল পাওয়া যাবে আর কর্ম আমরা যদি না করি কোন ভাবেই আমরা ভালো ফল পাবো না বা ভালো ফল পাওয়ার আশা করাও আমাদের ভুল হবে। আমরা যদি কষ্ট করি সে কষ্টের ফল আমরা যেমন পাব তেমনি আমরা যদি কর্ম করি সেই কর্মের ফল আমরা ঠিকই পেয়ে যাব। আমরা যদি প্রতিনিয়ত ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকি এবং অপেক্ষা করতে থাকে সে একটা সময় ভাগ্য আমাদের সহায় হবে তবে সেটা হবে আমাদের ভুল চিন্তাভাবনা।
আমরা যদি ভাগ্যের উপর ছেড়ে দিই যে আমাদের যদি কপালে তিন বেলা খাবার জন্য অন্ন থাকে তবে আমরা ঠিকই পেয়ে যাব তাই আমাদের কোথাও ছোটাছুটি বা কোথাও যাওয়ার কোন প্রয়োজন নেই তবে সেই জিনিসটা একদমই ভুল চিন্তাভাবনা, কারণ আমাদের যদি তিন বেলা খাবার খেতে হয় তবে আমাদের সেই তিন বেলা খাবারের জন্য পরিশ্রম করতে হবে এবং সেই অন্ন আমাদের যোগ্যতার মাধ্যমে উপার্জন করতে হবে বা আমাদের জোগাড় করতে হবে। ঘরে শুয়ে বসে আমরা ভাগ্যের উপর ছেড়ে দিলেই আমাদের চোখের সামনে আমাদের ক্ষুধা নিবারণের জন্য খাবার এসে পৌঁছাবে না। আসলে আমরা ভুলে যাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যতে প্রতি মুহূর্তে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমাদের কঠোর পরিশ্রমের দ্বারা এবং কর্ম করে সেগুলো ভাগ্যে আনতে হয়। ভাগ্যে থাকা মানে কোন কিছু এমনি এমনি চলে আসে না ভাগ্যে আমাদের যেগুলো আসে সেগুলো আমাদের কোন না কোন কর্মের ফল হিসেবেই আমরা পেয়ে থাকি। কোন মানুষ যদি মনে করে বিনা পরিশ্রমে কোটিপতি হয়ে যাবে তবে সেটা শুধু ঘুমিয়ে স্বপ্নের মধ্যেই হওয়ার সম্ভব কারন বাস্তবে কঠোর পরিশ্রম ছাড়া কোটিপতি তো দূরের কথা হাজারপোতিও হওয়া সম্ভব নয়।
স্বয়ং সৃষ্টিকর্তা বলে গেছেন এবং আমাদের গুরুজনেরাও সব সময় বলে থাকেন যে কঠোর পরিশ্রমে মানুষের কপাল খুলে এবং দুঃখ দুর্দশা দূরে পালায় তাই আমরা যদি ভাবি যে শুয়ে বসে ভাগ্যের জোরে আমাদের দুঃখ দুর্দশা দূরে যাবে তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। অনেক ব্যক্তি এমন আছে যারা মনে করে কপালে থাকলে ঠিকই একদিন না একদিন আমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং সফলতা অর্জন করে আমরা অনেক উন্নতি লাভ করব, এসব চিন্তাভাবনার মানুষেরা কখনো কোনোভাবেই জীবনে উন্নতি করতে পারে না। কারণ এইসব মানুষ প্রকৃতপক্ষে অলস প্রকৃতির হয়ে থাকে যে কারণে ভাগ্যের কথা বলে নিজের অলসতাকে চাপা দিতে চেষ্টা করে আর তার সাথে এসব ব্যক্তি পরিশ্রম করে নিজের সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর ভাগ্য অর্জন করার কথা কোনভাবে চিন্তা করতেই পারে না কারণ এইসব ব্যক্তি পরিশ্রম করতেই পারেনা এবং মন মানসিকতা এই সব ব্যক্তিদের খুবই নিম্ন হওয়ার কারণে তারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবেই চিন্তা করে না। আসলে কিছু মানুষ আছে যারা তাদের মধ্যেকার অলসতা, নিম্ন মানসিকতা লুকিয়ে রাখার জন্য এবং নিজের দায়িত্ব-কর্তব্য এড়িয়ে চলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে যার ফলে নিজের ভাগ্যকে সামনে রেখে নিজের অক্ষমতাকে আড়াল করার চেষ্টা করতে থাকে।
এইসব ভাগ্যের দোহাই দেওয়া নিম্ন মানসিকতার মানুষদের থেকে আমাদের প্রতিনিয়ত দূরত্ব বজায় চলা উচিত কারণ এইসব মানুষ আমাদের সমাজের উন্নতির পথে বাধা এবং আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর । তাই আমাদের প্রতিনিয়ত এইসব ভাগ্যের দোহাই দেওয়া মানুষদের থেকে দূরত্ব বজায় চলতে হবে এবং নিজের কর্মের ওপর আর কঠোর পরিশ্রমের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। সবকিছু আমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিলে কোনভবেই আমাদের জীবন চলবে না, আমাদের জীবনে যথেষ্ট কর্মক্ষমতা এবং জীবনের উন্নতিতে যথাসাধ্য চেষ্টা করতে থাকতে হবে যেখানে আমাদের কোন ক্ষমতা নেই অথবা যেখানে আমাদের পরিশ্রমেও কাজ হয় না সে সব দিকে ভাগ্যের উপর ছেড়ে দিলেও সবদিক ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যায় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যথা সাধ্য সেই মতো কঠোর পরিশ্রম করে শেষ অব্দি চেষ্টা করে যেতে হবে এবং বাকিটা সৃষ্টিকর্তার হাতে এবং ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যাবে। ভাগ্যের দোহাই দিয়ে কখনোই আমাদের দায়িত্ব ও কর্তব্য এড়িয়ে গেলে চলবে না। আমরা যদি আমাদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এবং কঠোর পরিশ্রমী হয়ে ওঠেই তবে ভাগ্য অবশ্যই আমাদের সঙ্গ দেবে এবং আমরা জীবনে অনেক উন্নতি করতে পারব এবং সুন্দরভাবে বাঁচতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

