জীবনের সব পরিকল্পনা সব সময় সফল হয় না।

in আমার বাংলা ব্লগ2 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17602648852703315070717081170567.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনের ই সুন্দর একটা পরিকল্পনা থাকে। আমাদের জীবনের এই সুন্দর পরিকল্পনা গুলি করে থাকি যেন আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে কাটাতে পারি। তবে আমরা আমাদের জীবন সম্পর্কে যেমনটা সহজ ভাবি আমাদের জীবন কিন্তু তেমনটা সহজ মোটেও নয়। তাই আমরা যতই সুন্দর সহজ সরল পরিকল্পনা করে থাকি না কেন সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন কখনোই কোনোভাবেই চলে না। আমরা প্রতিনিয়ত ছোট বড় অনেক পরিকল্পনা আমাদের উন্নতির জন্য করতে থাকি। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা একটু অন্যরকমই থাকায় আমাদের সব সময় সব পরিকল্পনা সফল হতে পারেনা। যেমন, আমি যদি পরিকল্পনা করে রাখি যে পরবর্তী দিন বা দিনগুলি আমি কেমন ভাবে কাটাবো তবে সেই পরিকল্পনা অনুযায়ী দিন আমার নাও কাটতে পারে। কোন বিশেষ কিছুর জন্য বা বিশেষ কোনো দিনের জন্য যদি আমরা অনেক কিছু পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী অনেক প্রস্তুতি নিয়ে তবুও দেখা যায় সেই বিশেষ দিন বা বিশেষ জিনিসটি পরিকল্পনা অনুযায়ী একদমই কার্যকর হয় না। কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবে আমাদের পরিকল্পনা গুলি নষ্ট হয় যা দেখে আমরা এই অবাক হয়ে যাই, আর মনে মনে শুধু এটাই ভাবনা আসে এভাবে আমার পরিকল্পনা নষ্ট হওয়ার কথাই ছিল না বা কোন সম্ভাবনাই ছিল না।


আমরা অনেক সময় মনে করি পুরো দিনের দীর্ঘ পরিশ্রমের পর বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে বিশ্রাম করব কিন্তু অনেক সময় দেখা যায় সেই দিনটি অন্য কোন ঝামেলা বা খুবই গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল যে বিশ্রাম নেওয়া তো দূরের কথা খাবার খাওয়ার সময় বা সুযোগই হলো না। অনেক মানুষের তাদের জীবন নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা থাকে যা তাদের জীবনে সাফল্য এনে দিতে পারে তবে সেই পরিকল্পনা গুলিও যে সফল হবে এর কোন গ্যারান্টি নেই। আমরা আমাদের আশেপাশে খেয়াল করলে দেখতে পারবো, একজন ব্যক্তি ছোটবেলা থেকে বলে আসছে যে সে ডাক্তার হবে। সেই ব্যক্তিটি ডাক্তার হওয়ার জন্য কঠোর পরিশ্রমও করেছে মন দিয়ে পড়াশোনা করেছে সম্পূর্ণভাবে যোগ্যতা অর্জন করেছে ডাক্তারি পড়াশোনা করার জন্য বা ডাক্তার হওয়ার জন্য। কিন্তু ভাগ্য তার সাথে না থাকার কারণে তার জীবনে এমন কোন পরিস্থিতি এসে পড়ল যে ডাক্তার হওয়া তো দূরের কথা ইমমিডিয়েটলি হয়তো তার উপার্জনের রাস্তা দেখতে হল, এবং উপার্জন করে সংসার এবং পরিবারের হাল ধরতে হলো। এমন অনেক ঘটনা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়ে যাই যাদের পরিস্থিতির চাপে পড়ে নিজের স্বপ্ন এবং পরিকল্পনাকে পরিবর্তন করতে হলো।


আসলে আমরা আমাদের জীবন নিয়ে যা ভাবনা চিন্তা করি বা জীবনের পরিকল্পনা যা করি তা সব সময় সফল হতে পারেনা, যেসব মানুষের তার জীবনের পরিকল্পনা সফল হয় তারা খুবই ভাগ্যবান হয়ে থাকে। আসলে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন চালনা করার জন্য আমাদের অনেক বেশি ভাগ্যের প্রয়োজন হয়। আমাদের ভাগ্য যদি সঙ্গ না দেয় তবে আমাদের পরিকল্পনা কখনোই সফল হতে পারবে না। তবে তার সাথে অবশ্যই কঠোর পরিশ্রমেরও প্রয়োজন রয়েছে। শুধুমাত্র পরিকল্পনা করলেই হয় না আমাদের জীবনে একটা সুন্দর পরিকল্পনা আর পাশাপাশি সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম অবশ্যই করা প্রয়োজন। তবেই কঠোর পরিশ্রমের দ্বারা আমরা আমাদের জীবনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারব এবং আমাদের জীবনে যা যা চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে পারব। জীবনের সব পরিকল্পনা সফল হয় না বলে আমরা যদি ভেঙে পরি বা একটা দুটো পরিকল্পনা সফল হয়নি বলে আমরা যদি পিছিয়ে আসি এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আর সাফল্য অর্জনের জন্য যদি পরিকল্পনা না করি তবে আমাদের জীবন কোনভাবেই সুন্দর পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবে না আর সাফল্য আসার সম্ভাবনা অনেক কমে যাবে।


আমরা যদি হেরে যাওয়ার চিন্তায় বা পরিকল্পনা অনুযায়ী জীবন চলে না এই চিন্তাভাবনায় পিছিয়ে আসি বা পরিকল্পনা করা ছেড়ে দিয়ে তবে আমাদের জীবনটা সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে পড়বে, যার ফলে জীবনে কোন উদ্দেশ্য থাকে না এবং উন্নতি হওয়ার সুযোগ অনেক কমে যায়। তাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে এবং জীবনে সাফল্য পেতে হলে আমাদের অবশ্যই পরিকল্পনা করতে থাকতে হবে। আমাদের পরিকল্পনা বারবার নষ্ট হবে বাধা আসবে তবুও কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করতে থাকতে হবে যেন আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করতে থাকি এবং পরিকল্পনা অনুযায়ী বারবার চেষ্টা করতে থাকে আর সাথে কঠোর পরিশ্রম করতে থাকি বাধ্য হয়ে একসময় আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়েই যাবে। আমাদের প্রয়োজন শুধু সব ভাবে জীবন যাপন করা এবং সব পরিকল্পনা করা। আমরা যদি কারোর ক্ষতি না চেয়ে বা না করে শুধুমাত্র ভালোর জন্য এবং সৎ পথে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করতে থাকে তবে একসময় দেখা যাবে আমাদের সাহায্যের জন্য অনেক সুযোগ এমনিতেই চলে আসে। তাই সবসময় সৎ পথে সৎকর্ম করতে থাকতে হবে তবে আমরা অবশ্যই আমাদের জীবনের সুন্দর পরিকল্পনা গুলি বাস্তবায়িত করতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।