সময় থাকতে মনের ইচ্ছা পূরণ করে নিতে হবে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু ইচ্ছা থাকে যা পূরণ করতে পারলে মনে হয় জীবনের বেঁচে থাকাটা সার্থক হবে। অনেক মানুষের ইচ্ছা বিশেষ কোন জায়গায় ঘুরতে যাওয়া, কিছু মানুষের বিভিন্ন রকম বিভিন্ন জায়গার খাবার খাওয়ার ইচ্ছা, কিছু মানুষের বিশ্বাস কোন দক্ষতা অর্জন করার ইচ্ছা, কিছু মানুষের অনেক সোনার গয়না তৈরি করে পড়ার ইচ্ছা, প্লেনে ওঠার ইচ্ছা বা জাহাজে ওঠার ইচ্ছা, আবার কিছু মানুষ আছে যাদের পুরো পৃথিবীটাই ঘুরে দেখার ইচ্ছা। আমাদের এই পৃথিবীতে যেমন মানুষ ভিন্ন তেমন মানুষের চিন্তা ভাবনাও বিভিন্ন ধরনের তেমন মানুষের মনের ইচ্ছাও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আসলে আমাদের এই পৃথিবীতে সুন্দর ভাবে বাঁচার ইচ্ছা সবারই থাকে কিন্তু তার মধ্যেও বিশেষ কিছু ইচ্ছা থাকে যা পূরণ করার জন্য মানুষ অনেক পরিশ্রম করতে থাকে। কিন্তু অনেক মানুষ এমন আছে যাদের মধ্যে দেখা যায় নিজের সেই ইচ্ছা পূরণ করার জন্য সব সময় সময় পিছাতে থাকে। অর্থাৎ তারা মনে করতে থাকে এখন অনেক বেশি কাজের চাপ রয়েছে সুতরাং পরে সেই মনের ইচ্ছাটা পূরণ করে নেবে। আবার অনেকে মনে করে এখন সঠিক সময়ে না তাই সঠিক সময় আসলেই মনের ইচ্ছাটা হয় নিজে থেকেই পূরণ হয়ে যাবে নয়তো পূরণ করে নেওয়া যাবে।
আসলে আমাদের জীবনে সঠিক সময় বলতে কোন সময় হয় না, বর্তমানটাই আমাদের জীবনের একদম সঠিক সময়। আমাদের ভবিষ্যতের কি হবে না হবে আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারব কিনা পারব তার কোন গ্যারান্টি নেই, তাই আমরা যদি মনের ইচ্ছা পূরণ করার জন্য সময় পিছাতে থাকি তাহলে দেখা যাবে একটা সময় এমন আসবে যে জীবনের সব সময় পেরিয়ে যাবে এবং আমাদের সে মনের ইচ্ছা পূরণ করা হয়ে উঠবে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের মনের ইচ্ছা মনে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তাই আমরাও যদি সেই একই রকম ভাবে মনের ইচ্ছাটা পূরণ করার বর্তমানে চেষ্টা না করে এবং পরে করব বলে ফেলে রাখি তবে আমাদেরও একটা সময় মনের ইচ্ছা মনে রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর আমাদের ইচ্ছা পূরণ করা হবে না। আসলে কোন মানুষ যদি মনে করে যে সে পুরো পৃথিবী ঘুরে দেখতে চায় এই পৃথিবীর সুন্দর রং রূপ এবং বিভিন্ন সুন্দর জায়গা নিজের চোখে দেখতে চায় তবে বর্তমান থেকেই তার এই পৃথিবীর দেখা শুরু করতে হবে। কারণ এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখে এক জনমে শেষ করা কোনভাবেই সম্ভব নয়।
তবে আমরা যদি চেষ্টা করতে থাকি আমাদের মনের ইচ্ছা পূরণ করার তবে কিছুটা হলেও মনের ইচ্ছা পূরণ করতে পারব। আসলে আমরা যদি মনে করি যে আমরা আরো কয়েক বছর পর ঘুরতে যাব এই করে করে সময় পার করিনি তবে একটা সময় এমন আসবে যে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা হবে আর বার্ধক্য এসে আমাদের জীবনে হানা দেবে। তখন আর আমরা পৃথিবীর অনেক সৌন্দর্য দেখতে পারবো না সুন্দর পাহাড়ে উঠতে পারবো না এবং পাহাড়ের চূড়া থেকে পৃথিবীর অপরূপ সৌন্দর্য নিজের চোখে দেখতে পারবো না। আসলে আমাদের যত বয়স বাড়তে থাকবে ততই আমাদের জীবনে অনেক বাধা নিষেধ এবং জটিলতা বাড়তে থাকবে আর তার সাথে থাকবে বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য যার কারণে আমরা আমাদের জীবনের অনেক ইচ্ছায় পূরণ করতে পারব না। তাই আমাদের উচিত যখনই সুযোগ পাওয়া যায় নিজের ছোট ছোট ইচ্ছা থেকে শুরু করে বড় বড় ইচ্ছা সবকিছুই সুযোগ বুঝে পূরণ করে নেওয়া। কারণ এই বর্তমানটাই রয়েছে আমাদের সাথে ভবিষ্যতের কোন গ্যারান্টি নেই তাই বর্তমান ভেবেই আমাদের নিজেদের প্রয়োজন আর শখ সৌখিনতার কথা ভাবতে হবে।
আমাদের মনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইচ্ছা জাগতে থাকে সুযোগ বুঝে সবকিছুই পূরণ করে নেওয়া প্রয়োজন তাহলে জীবন শেষে কোনভাবেই দীর্ঘশ্বাস ছাড়তে হবে না এবং এক বুক কষ্ট নিয়ে ভাবতে হবে না যে, জীবনের সব আনন্দ মনের ইচ্ছা ত্যাগ করে দিলাম আর কোন ইচ্ছাই পূরণ করতে পারলাম না। শরীরে আমাদের জোর থাকতে থাকতে এবং ক্ষমতা থাকতে থাকতে অবশ্যই আমাদের মনের সব ইচ্ছা পূরণ করে নিতে হবে বার্ধক্যের আগে। পরবর্তীতে মনের ইচ্ছা পূরণ করে নেব এমনটা যদি ভাবি তবে একবার শরীরের জোর কমে গেলে তখন আর আর্থিকভাবে সামর্থ্য থাকলেও কোন কিছুই করে ওঠা যাবে না। তাই অনেক সময় একটু কষ্ট করে হলেও বয়স থাকতে নিজের মনের সমস্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে নেওয়া উচিত। অনেকের কাছে অনেক মনের ইচ্ছা সামান্য মনে হলেও যার মনে ইচ্ছা বা আশা জাগে তার কাছে জিনিসটা অনেক বড়। তাই অন্যরা কে কি বলবে সেটা ভেবে পিছিয়ে না থেকে নিজের ছোট থেকে ছোট ইচ্ছাগুলোর প্রাধান্য দিয়ে অবশ্যই আমাদের ইচ্ছা গুলো পূরণ করে নেওয়া উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

