মানুষের যোগ্যতা সম্পর্কে কখনো খারাপ কথা বলতে নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেকেই নিজেদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত ভাবে বলতে পারি না যে আমরা কি পারি বা কি পারি না এমন কি ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারব কিংবা পারবো কিনা। যখন আমরা নিজেদের যোগ্যতা সম্পর্কে সঠিক জানিনা তবে আমাদের কোনোভাবে উচিত হবে না যে অন্যের যোগ্যতা সম্পর্কে কথা বলা। আসলে মানুষ এমন একটি প্রাণী যে পারবে না এমন কোন জিনিস নেই। মানুষের দ্বারাই প্রতিনিয়ত এই পৃথিবীর দ্রুত গতিতে উন্নতি হয়ে চলেছে আর সেই মানুষই যদি মনে করে যে তার দ্বারা কিছু হবে না তবে সত্যিই কিছুই হয় না। মানুষ যদি মনে করে যে আমার দ্বারা উন্নতি করা সম্ভব তবে মনের জোর থাকলে অবশ্যই সে ব্যক্তিটি উন্নতি করতে পারবে। তাই কখনো কাউকে তার যোগ্যতা সম্পর্কে খারাপ কথা বলা কোনোভাবেই উচিত নয় কারণ কখন কার কতটা সাফল্য আসতে পারে সে ব্যাপারে কেউই নিশ্চিত ভাবে বলতে পারেনা এমনকি সেই ব্যক্তি নিজেও হয়তো কল্পনা করতে পারে না। মানুষের সাফল্য যেমন কঠোর পরিশ্রমে আসে তেমনি ভাগ্যক্রমেও সফলতা অর্জন করা যায়। ভাগ্যে যদি সফলতা লেখা থাকে তবে সেই সফলতা জীবনে অবশ্যই আসবে এবং যেকোনো উপায়ে ঠিকই সফল হওয়া যাবে।
অনেক মানুষ এমন আছে যারা নিজে সফল হতে পারে না বলে অন্যদের ক্ষেত্রেও মনে করে যে তারাও সফল হতে পারবে না আবার এমনও ব্যক্তি আছে যারা নিজে সফলতা অর্জন করে এমন ভাব দেখায় যেন সফল হওয়া কেবলমাত্র তার ভাগ্যেই লেখা ছিল এবং তার দ্বারাই সফল হওয়া সম্ভব অন্য কারোর দ্বারা সফল হওয়া কোনভাবেই সম্ভব নয়। আসলে কিছু কিছু মানুষ বুঝতে পারে না যে কার মধ্যে কি ট্যালেন্ট লুকিয়ে আছে বা কে কেমন মানসিকতার মানুষ হতে পারে। অনেক মানুষ এমন আছে যারা লুকিয়ে লুকিয়ে কঠোর পরিশ্রম করে এবং আশেপাশে কাউকে বুঝতে দেয় না যে কতটা কঠোর পরিশ্রম করে চলেছে জীবনের সাফল্য আনার জন্য। তাই অনেকেই এইসব ব্যক্তিকে হীন চোখে দেখে এবং এই ব্যক্তির দ্বারা কিছু হবে না এমনকি এই ব্যক্তির কোন যোগ্যতাই নেই এমনও অনেক কথা অনেকেই বলে থাকে। কিন্তু এইসব ব্যক্তি যখন কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করে তখন প্রত্যেকের মুখ বন্ধ হয়ে যায় এবং সুর বদলে যায়, তখন আবার সবাই কেমন বলতে থাকে যে সে তো জানতোই যে ওই ব্যক্তিটি সফল হবে।
আসলে সফল হওয়ার পর অনেকেই অনেক ভালো কথা বলে এবং সফল মানুষকে সবাই মূল্যায়ন করে। কিন্তু অসফল ব্যক্তিকে কখনো কেউ মূল্যায়ন করে না এমনকি সেই অসফল ব্যক্তির কোন রকম কোন গুণাবলী নেই এবং কোন ভালো কাজের যোগ্যতা নেই এসব কথা বলে থাকে। কখন কোন ব্যক্তির সুপ্ত যোগ্যতা জেগে ওঠে এবং কখন কোন ব্যক্তি সাফল্যের চূড়ায় উঠে বসে সেটা কেউ জানে না তাই কখনো কাউকে অযোগ্য বলে অবমূল্যায়ন করা মোটেও উচিত নয়। সব মানুষ যেমন সমান হয় না তেমন সব মানুষের উন্নতি বা সাফল্য পাওয়ার পরিশ্রমটা চোখে পড়ে না। কিছু কিছু মানুষ এমন হয় যারা তাদের সাফল্যের জন্য কঠোর পরিশ্রম সব সময় গোপনে করতেই পছন্দ করে। তাই আমরা যদি মানুষকে প্রতিনিয়ত অবমূল্যায়ন করি তবে সাফল্যের চূড়ায় উঠে সেই ব্যক্তিও আমাদেরকে অবমূল্যায়ন করতে পারে এমনকি ভালো সম্পর্ক খারাপ হতে পারে এবং সেই ব্যক্তি আমাদের জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে বাইরে থেকে দেখলে কোনভাবেই বোঝা যায় না কোন ব্যক্তির মধ্যে কোন দক্ষতা লুকিয়ে রয়েছে, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে দক্ষতা ও যোগ্যতা বহিঃপ্রকাশ হতে থাকে।
তাই সবসময় মানুষকে হীন করার আগে এবং অবমূল্যায়ন করার আগে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত এবং মানুষকে নিচু দেখানোর থেকে সবসময় বিরত থাকা উচিত। কারণ ভবিষ্যতে এমন ও দিন আসতে পারে বর্তমানে যাদের আমরা অবমূল্যায়ন করছি এবং মূল্যহীন বলে মনে করছি ভবিষ্যতে সেই ব্যক্তিটিকেই আমাদের সবথেকে বেশি প্রয়োজন হতে পারে। তাই আমরা যদি এখন মানুষকে তার যোগ্যতা সম্পর্কে খারাপ কথা বলি এবং অবমূল্যায়ন করি তবে ভবিষ্যতে তারাও আমাদেরকে অবমূল্যায়ন করতে পারে এবং আমাদের যোগ্যতা সম্পর্কে অনেক খারাপ কথা বলতে পারে। প্রত্যেকটা মানুষের যোগ্যতা তার কর্মের মধ্য দিয়েই প্রকাশ পায়। তাই সর্বদা আমাদের কর্ম ভালো করতে হবে এবং সর্বদা আমাদের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে যোগ্যতা বৃদ্ধি করতে থাকতে হবে। তবেই আমাদের কখনো কেউ যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে না এবং খারাপ কথা শোনাতেও পারবেনা। আর সাথে আমাদের উচিত কখনো কারো যোগ্যতা সম্পর্কে খারাপ কথা না বলা।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

