সময় থাকতে কদর করা উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে তার মধ্যে কিছু মানুষ আছে আমাদের অনেক বেশি কাছের পছন্দের এবং ভালোবাসার মানুষ আর কিছু মানুষ আছে যারা আর দশটা মানুষের মতো নরমাল মানুষ আমাদের কাছে। এইসব মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের অনেক বেশি ভালোবাসে আবার কিছু মানুষ আছে যাদের কাছে আমরা অন্যান্য মানুষদের মতো সাধারণ মানুষ। তবে আমাদের মানুষের মধ্যে একটা খুবই খারাপ বৈশিষ্ট্য আছে যে, আমরা সেইসব মানুষদের জন্য বেশি ভাবি বা আকৃষ্ট হই যারা আমাদের অতটাও পছন্দ করে না বা অন্যান্য সাধারণ মানুষদের মতন দেখে। আর আমরা তাদেরকে অবহেলা করে বসি যারা আমাদের অনেক বেশি ভালোবাসে এবং আমাদের জন্য প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে চলে। আমাদের প্রিয় মানুষ প্রতিনিয়ত আমাদের সাথে সুন্দর সময় কাটানোর চিন্তা করে আর আমাদের সুস্থ রাখার ভালো রাখার প্রচেষ্টায় লেগে থাকে, আমরা যা পছন্দ করি সেগুলোই তারা করার চেষ্টা করে এবং আমাদের মন খুশি করার জন্য সব সময় আমাদের খুশির বস্তুটি আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে।
কিন্তু আমরা অনেক সময় এইসব কর্মকাণ্ড দেখে এটা বুঝি না যে তারা আমাদের ভালোবেসে তাদের মন থেকে এসব কাজ আমাদের জন্য করছে বা আমাদের খুশি করার চেষ্টা করছে, আমরা প্রতিনিয়ত আমাদের ভালোবাসার এই প্রিয় মানুষগুলির প্রতি অবহেলা মূলক দৃষ্টি দিয়ে থাকি কারণ তারা আমাদের জন্য অনেক বেশি অ্যাভেলেবেল থাকে প্রতিনিয়ত অর্থাৎ আমরা আমাদের ভালোবাসার এই মানুষগুলিকে সহজেই পেয়ে যায় এবং আমাদের ভালো সময় এবং খারাপ সময়ে প্রতিনিয়ত পাশে পাই তাই আমরা অতটাও এই মানুষগুলোর মূল্যায়ন করতে পারি না। কিন্তু যেসব মানুষ আমাদের অবহেলা করে তাদের প্রতি কেন জানিনা অনেক বেশি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। অজানা মানুষকে জানার চাহিদা জেগে ওঠে আমাদের প্রতি, অজানাকে জানা ভালো কিন্তু এসব ক্ষেত্র পুরোই আলাদা। কারন আমরা যখন যে মানুষটা আমাদের ভালোবাসছে সেই মানুষটাকে অবহেলা করবে এবং আমাদেরকে অবহেলা করা মানুষগুলোর প্রতি আমরা বেশি আগ্রহ প্রকাশ করব তখন আমাদের ভালোবাসার মানুষগুলি আমাদের থেকে অনেক বেশি কষ্ট পাবে, আমাদের আচরণে এবং আমাদের কথাবার্তায় অনেক বেশি মনে আঘাত পাবে এবং এর ফলে আমাদের থেকে দূরে সরতে শুরু করবে।
আমাদের প্রিয় মানুষ যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় এবং আমাদের ভালোবাসা বন্ধ করে দেয় তবে আমাদের জন্য সেটা অনেক বেশি দুঃখজনক এবং খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। অনেক সময় এমন দেখা যায় যে পরিবারের যে সদস্য আমাদের নিঃস্বার্থে ভালোবেসে চলেছে তারা এত বেশি অবহেলা পেয়ে যায় যে ধীরে ধীরে তারা সে অবহেলা এবং খারাপ ব্যবহারের কারণে অনেক বেশি পরিবর্তন হয়ে যায় এবং আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে সরে যায়। তাই আমাদের অবশ্যই সময় থাকতে আমাদের প্রিয় মানুষকে বোঝা উচিত এবং আমাদের কদর করা উচিত। যেমন মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি আমরা সময় থাকতে এবং কাছে থাকতে আমাদের প্রিয় এবং আপন মানুষকে বুঝতে পারি না, দূরে চলে গেলে আর আমাদের থেকে অনেক বেশি আঘাত পেয়ে গেলে আমাদের কাছের মানুষ এতটাই পরিবর্তন হয়ে যাবে যে আমরা আর প্রথমের মত সেই ভালোবাসাটা পাবো না, তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের প্রিয় মানুষকে কোনভাবে অবহেলা না করে ফেলি এবং তাদের মনে কোনভাবে আঘাত না করে ফেলি।
একবার যদি আমাদের কাছের মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে যায় বা এই পৃথিবী ছেড়ে চলে যায় তবে আমরা আর আমাদের কাছের মানুষকে কাছে পাবো না এবং আমাদের পস্তানো আর দুঃখ কষ্ট পাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষ বাবা-মা, ভাই বোন, বন্ধুবান্ধব এমনকি নিজের অর্ধাঙ্গিনী বা ভালোবাসার প্রিয় মানুষটিকে অবহেলা করে ফেলি কিন্তু যখন তারা আমাদের ছেড়ে চলে যায় বা এই পৃথিবীর মায়া ত্যাগ করে দূরে চলে যায় তখন আমাদের হুশ ফিরে এবং আমরা অনেক বেশি পস্তাতে থাকি যে তারা বেঁচে থাকতে আমরা তাদেরকে অবহেলা করেছি এবং তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তাই হারিয়ে ফেলার আগে আমাদের অবশ্যই কদর করা উচিত এবং সময় থাকতে আমাদের প্রিয়জনকে নিয়ে সুন্দর সময় কাটানো উচিত আর সুন্দরভাবে জীবন যাপন করে জীবনটাকে উপভোগ করা উচিত। চেষ্টা করতে হবে কখনোই যেন আমাদের দ্বারা আমাদের প্রিয় মানুষটি মনে আঘাত না পায় এবং আমরা যেন এমন কোন আচরণ বা কথা না বলে বসি যাতে তারা কষ্ট পায় আর আমরা সারা জীবন সে জিনিসটাকে নিয়ে পস্তাতে থাকি।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

