নতুন ভাবে উদ্যোগ নেওয়া ছাড়তে নেই।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1767842208491344972144733125099.png


সোর্স



আমরা আমাদের জীবনে অনেক কিছুর জন্য নতুন ভাবে উদ্যোগ নিয়ে থাকি। আমাদের সকলেরই কিছু চাহিদা থাকে কিছু ইচ্ছা থাকে যা আমরা পূরণ করার জন্য চেষ্টা করে থাকি কিন্তু এই চেষ্টা সবসময় যে সফল হবে তার কোন গ্যারান্টি নেই। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজে উদ্যোগ নিলেও কিছুদিন বাদে এবার মাঝপথে সে কাজটি থেমে যায় বা আমরা নিরুৎসাহিত হয়ে হাল ছেড়ে দিই। কিছু মানুষ দেখা যায় তার শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য উদ্যোগ নেয় এবং জিমে ভর্তি হয় বা কেউ যোগায় ভর্তি হয় কিন্তু কিছুদিন যাওয়ার পরেই বা এক দুদিন গেলেই শরীরের ব্যথায় তারা পিছিয়ে আসে তবে একটা সময়ের পরে তারা বুঝতে পারে যে তারা পিছে এসে ভুল করেছে। সে ক্ষেত্রে অবশ্যই আবার উদ্যোগ নিয়ে অনেকেই পুনরায় শরীরচর্চায় মন দেয়। আসলে মনোযোগ অনেক কঠিন জিনিস বারবার উদ্যোগ নিলেও মনোযোগ আমাদের কিছু কিছু জিনিস করতে অসহায় করে দেয়। তাই আমাদের প্রয়োজন কঠোরভাবে উদ্যোগ নিয়ে সেই জিনিসের টিকে থাকা। আমরা কোন জিনিসে উদ্যোগ নিলে সেই জিনিসের যে প্রথমবারেই সফল হব তার কোন গ্যারান্টি নেই।


আমাদের জীবনের প্রত্যেকটি রাস্তা অনেক কঠিন তাই আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে আমরা যে উদ্যোগ নিয়ে সে উদ্যোগে এত বেশি বাধা আসে যে আমরা মাঝে মাঝে পিছিয়ে পড়তে থাকি। তাই বলে আমাদের হাল ছেড়ে দিলে কোন ভাবেই চলবে না। আমরা যদি উদ্যোগ নিয়ে তারপরেও কাজটি অসম্পূর্ণ রেখে হাল ছেড়ে দিয়ে এবং পিছিয়ে পড়ি তবে ওই কাজটায় আমরা কখনোই সফল হতে পারব না। তাই বারবার হেরে যাওয়া সত্ত্বেও আমাদের উঠে দাঁড়াতে হবে এবং উদ্যোগ নিতে হবে কাজটি পূরণ করার জন্য আর তার সাথে মানসিকভাবে অনেক বেশি শক্ত থাকতে হবে যেন আমাদের সেই কাজ আমরা সম্পূর্ণ করতে পারি এবং সাফল্য পাই। আসলে জীবনে প্রত্যেকটা কাজেই সাফল্যের প্রয়োজন সেটা ছোট হোক বা বড়। আমাদের জীবনের সাথে প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি চেষ্টা জড়িত রয়েছে সাফল্যের সাথে। তাই আমরা যখন কোন কাজে সফল হওয়ার জন্য উদ্যোগ নেব এবং চেষ্টা করব সেটা আমাদের জীবনের অনেক বড় সাফল্যের ছোট একটি অংশ হয়ে থাকবে। জীবনে বারবার হেরে যাওয়া সত্ত্বেও কিছু মানুষ এমন আছে যারা হার কখনো স্বীকার করেনি, বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে চেষ্টার পর চেষ্টা করেই গিয়েছে এবং অবশেষে উদ্দেশ্য সফল করেছে।


আমাদেরকে প্রতিনিয়ত সে সব মানুষের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যারা হেরে গিয়েও হার মানেনি এবং প্রতিনিয়ত চেষ্টা করে গেছে। তাই আমাদের জীবনে যদি ছোট বা বড় কোন সফলতা অর্জনের বাধা আসে এবং আমরা বারবার হার মেনে নিই তবুও আমাদের অবশ্যই চেষ্টা করা ছাড়া যাবে না। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কাজে উদ্যোগ নিয়ে থাকি কিন্তু মাঝপথে অনেক বেশি বাধা আসার কারণে আমরা সে কাজ করা থেকে সরে আসি কিন্তু ক্ষণিকের জন্য সরে আসলেও আমাদের পরক্ষণে আবার সেই কাজ করার প্রতি মন টানে, আমাদের যদি সেই কাজ করতে ভালো লাগে বা সেই দক্ষ অর্জন করার সাহস থাকে তবে অবশ্যই আমাদের আবার উদ্যোগ নিয়ে সেই কাজ করা উচিত। অনেকেই আছে প্রতিবছর বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েই যায় আবার বিভিন্ন পরীক্ষায় ফেল হয়ে বা বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ না হতে পারে ব্যর্থ হয়, কিছু মানুষ হেরে গিয়ে আর উদ্যোগ নেয় না কিন্তু কিছু মানুষ হেরে গিয়েও আবার উদ্যোগ নেয় পরবর্তী সুযোগের জন্য। বা বারবার উদ্যোগ নিয়ে হেরে গিয়েও দেখা যায় কিছু মানুষ চাকরি পেয়ে জীবনের সফলতা নিয়ে আসে।


সফলতার জন্য চেষ্টা কোন মুখের কথা নয় তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রমের তাই প্রথম উদ্যোগে আমরা যদি অসফল হই তবে আরো বেশি পরিশ্রমের সাথে আমাদের পরবর্তী উদ্যোগগুলি নেওয়া উচিত। কোন বিষয়ে উদ্যোগ নিলে সে বিষয়ে থেকে পিছিয়ে আসার বা হেরে গিয়ে নিরাশ হয়ে বসে থাকার চিন্তা ছেড়ে দিয়ে প্রতিনিয়ত আমাদের উদ্যোগ নিতে থাকতে হবে যতক্ষণ না আমরা আমাদের জীবনে এসে কাজটির দ্বারা সফলতা পাচ্ছি। কঠোর পরিশ্রমের দ্বারা আমরা যদি চেষ্টা করতে থাকি এবং আমাদের লক্ষ্য স্থির করি তবে অবশ্যই আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারব। তাই হেরে গেলেও দ্বিগুণ পরিশ্রম এবং মনের জোর নিয়ে আমাদের বারবার উদ্যোগ নিতে থাকতে হবে এবং কাজটি সফল করার চেষ্টা করতে হবে, তবে দেখা যাবে একদিন অবশ্যই আমরা সেই কাজে সফল হয়ে উঠবো। বিভিন্ন মানুষ আমাদের ব্যর্থ করার জন্য বিভিন্ন কথা বলবে এবং আমাদের এগোতে না দেওয়ার কারণে পিছুটান দিতে থাকবে, কিন্তু আমাদের কখনোই তাদের কথা শুনলে চলবে না আমাদের প্রতিনিয়ত উদ্যোগ নিতে থাকতে হবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।