মানুষ কখনো গরীব হয় না, গরিব হয় মানুষের মস্তিষ্ক।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা এই পৃথিবীতে আমাদের চারিপাশে সমাজে অনেক মানুষ নিয়ে বসবাস করি। এই মানুষ বিভিন্ন ধরনের মন মানসিকতা এবং চিন্তাভাবনা সম্পন্ন হয়ে থাকে। আমাদের চারপাশে থাকা এই মানুষগুলোর মধ্যে তথাকথিত অনেক মানুষ আছে যারা অনেক গরিব কিছু মানুষ আছে মধ্যবিত্ত এবং কিছু মানুষ আছে অনেক বেশি ধনী শ্রেণীর। আসলে মানুষ যখন জন্মগ্রহণ করে তখনই তারা কিন্তু গরিব, মধ্যবিত্ত বা ধনী হয়ে জন্মগ্রহণ করে না। অনেক মানুষ এমন আছে যারা জন্মের পর যেমন পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী সেই জন্মগ্রহণ করা সন্তানের আর্থিক পরিস্থিতি নির্ধারণ করা হয়। তবে ধনসম্পত্তির এ পৃথিবীতে আমরা কখনোই কোন গ্যারান্টি দিতে পারি না। অনেক গরিব মানুষ বা মধ্যবিত্ত এমন আছে যারা অনেক বেশি কষ্ট করে কঠোর পরিশ্রম করে অনেক ধনসম্পত্তি উপার্জন করেছে। আবার এমনও অনেক মানুষ আছে যারা অনেক ধনী পরিবারের জন্মগ্রহণ করেও নিজের বুদ্ধির ভুলে সবকিছু নষ্ট করে ফেলেছে। আর এই ধনসম্পত্তি নষ্ট করার জন্যই ধ্বনি পরিবার থেকে পরবর্তীতে মধ্যবিত্ত বা গরিব পরিবারে পরিণত হয়েছে। তাই বলা যায় ধনী বা গরিব হওয়া যেমন ভাগ্যের ব্যাপার তেমন কর্মের ফল।
আসলে মানুষ জন্ম যেমন আর্থিক পরিস্থিতি সম্পন্ন পরিবারই হোক না কেন মানুষ চাইলেই নিজের আর্থিক সামর্থ্য অনেক বেশি ভালো করে তুলতে পারে। কিন্তু সবার চিন্তাভাবনা যেহেতু সমান নয় তাই সবার আর্থিক পরিস্থিতিও সমান হতে পারে না। আসলে আমরা যে বলি ওই মানুষটি গরিব বা ওই মানুষটি ধনী এটা একদমই ভুল কথা। কারণ মানুষ কখনোই ধনী বা গরিব হয় না, ধনী বা গরীব হয় মানুষের আর্থিক পরিস্থিতি এবং সেই মানুষটির মস্তিষ্ক বা চিন্তাভাবনা। অনেক মানুষ আমাদের চারপাশে লক্ষ্য করলে দেখা যাবে যারা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি এবং পারিবারিক ভাবে আর্থিক সামর্থ্য খুবই খারাপ তবুও তারা কঠোর পরিশ্রম করে এবং সুচতুর চিন্তাভাবনার মধ্য দিয়ে নিজের পরিস্থিতিকে এবং আর্থিক ক্ষমতা অনেক বেশি ভালো করে তোলে। আসলে মানুষের অলসতা এবং চিন্তাভাবনায় মানুষকে গরিব করে দেয় এবং আর্থিকভাবে অক্ষম করে তোলে। আমরা যদি চিন্তা করি যে আমরা কঠোর পরিশ্রম করব এবং একটা সময়ে জীবনের সাফল্য অর্জন করব এবং আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হয়ে উঠবো তখন আমাদের কেউ আটকাতে পারবেনা। আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের যে চিন্তাভাবনা তৈরি হতে থাকবে সেই অনুযায়ী আমাদের কর্ম করে গেলেই জীবনে উন্নতি এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠা সম্ভব হবে।
কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষ এমন দেখতে পাওয়া যায় যারা শুধুমাত্র তাদের বাবা-মা এবং পরিবেশ পরিস্থিতির ওপরেই দোষারোপ করে যায় এবং নিজে কোনভাবেই পরিশ্রম করে না উন্নতি করার জন্য এমনকি উন্নতি করার তাদের মধ্যে কোন চিন্তাভাবনাও লক্ষ্য করা যায় না। আসলে এইসব মানুষ শুধু পারে অন্যকে দোষারোপ করতে এবং নিজের ভাগ্যকে প্রতিনিয়ত অজুহাত হিসেবে ব্যবহার করতে। মানুষ চাইলে নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যকে বদলানো চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টা একদিন না একদিন সফল হয়ে যায়। কারণ কঠোর পরিশ্রমী এবং ভালো চিন্তা করা ব্যক্তিদের ফ্রান্স সৃষ্টিকর্তা সাহায্য করতে থাকে। কিছু মানুষ আছে যারা কিছু উপার্জন করলেই সেটা ব্যয় করার কথা চিন্তা করে সঞ্চয় করার কথা না ভেবে এইসব মানুষ কোন ভাবেই জীবনের সঞ্চয় করতে পারে না ফলে জীবনে গরিব নামটা ঘুচিয়ে ধনী হওয়ার পথ থেকে অনেক বেশি দূরেই থাকে। গরিব থেকে ধনী হতে গেলে আমাদের কোনোভাবেই বিলাসিতা এবং আবেগ থাকলে চলবে না। যতটাই উপার্জন করা যায় না কেন তার অর্ধেক অবশ্যই সঞ্চয় করতে হবে এবং বিলাসিতা ভুলে কঠোর পরিশ্রম করতে থাকতে হবে। আবেগ অনুভূতি পাশে রেখে প্রতিনিয়ত বাস্তব মেনে কঠোর পরিশ্রম করতে থাকতে হবে।
অর্থ উপার্জন করতে থাকলেই প্রতিনিয়ত চিন্তা করতে হবে যে কিভাবে সেই অর্থটা সঞ্চয় করে রাখা যায় এবং নতুন করে ইনভেস্ট করে আরো বেশি উপার্জন কিভাবে করা যায়। বিভিন্নভাবে উপার্জন করার চেষ্টা করতে থাকলে একসময় অবশ্যই আমরা সবাই গরীব বা মধ্যবিত্ত জীবন পেরিয়ে আর্থিক দিক থেকে সচ্ছল এবং সাফল্য পেয়ে যাব। আসলে আমাদের গরিব বা নিম্ন চিন্তাভাবনাকে পরিবর্তন করা দরকার, আমরা যদি আমাদের চিন্তাভাবনা কে বদলে উচ্চ চিন্তাভাবনা করতে পারি এবং বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করে জ্ঞানী হতে পারি তবেই আমরা আসলে কি ধনী হতে পারব। কারণ ধনী হওয়ার জন্য আমাদের যেমন আর্থিক ভাবে সচ্ছল হওয়া দরকার তেমন আমাদের অনেক বেশি জ্ঞানী হওয়া প্রয়োজন। আমরা যদি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতা অর্জন করে জ্ঞানী হয়ে উঠতে পারি এবং সুন্দর চিন্তাভাবনার একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারি তবে আমরা আসল ধনী হব এবং আমাদের আর্থিকভাবে ধনী হতেও সাহায্য করবে আমাদের এই জ্ঞান। বিভিন্ন দিকের জ্ঞান আমাদেরকে জ্ঞানী করে তোলে জীবনে প্রচুর অর্থ সম্পদ তৈরি করার এবং সাফল্য অর্জন করার জন্য। তাই আমাদের উচিত অন্যদের, আমাদের পরিস্থিতি এবং আমাদের ভাগ্যকে দোষারোপ না করে নিজের জ্ঞান এবং কর্মের মাধ্যমে নিজের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করা।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

