জীবনের শেষ সময়টা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের শেষ সময় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


buddha-7316949_1280.webp



লিংক


আসলে আমাদের জীবনের শেষ সময়টা সবথেকে বেশি কষ্টের মধ্যে কাটে। কেননা আমরা জীবনের প্রথম রাতে অনেক বেশি আনন্দ ফুর্তি এবং পরিশ্রম করতে পারলেও আস্তে আস্তে করে আমাদের যখন বয়স বাড়তে থাকে এবং আমরা যখন আমাদের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলি তখন কিন্তু আমরা আর এই পৃথিবীতে ভালো কোন কিছু করতে পারি না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শেষ বয়সে যার অবস্থান করে তাদের কষ্ট সব থেকে বেশি হয় এবং তারা তাদের এই কষ্টটা হয়তোবা কারো সাথে শেয়ার করতে পারেনা। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই শেষ বয়সের কষ্ট গুলো বুকে নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন হয়তোবা চলে যেতে হবে। আসলে সেই সময়টাতে সবাই কেমন যেন পর হয়।


কেননা পরিবারের সবাই যেহেতু তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে তাই হয়তো বা এই বয়স্ক মানুষগুলোকে কেউ একটু কখনো ভালোভাবে সময় দিতে পারে না। এছাড়াও ধরুন স্বামী স্ত্রী দুজনের একজন যদি অনুপস্থিত থাকে তাহলে বাকি জনের যে কষ্ট কতটা বেশি হয় তা আপনি হয়তোবা কখনো কল্পনা করতে পারবেন না। আসলে দিনশেষে যা কিছুই হোক না কেন আমরা যদি আমাদের কাছের মানুষগুলোর সাথে সেই কথাগুলো শেয়ার করতে না পারে তাহলে হয়তোবা আমাদের এই কষ্টটা আরো অনেক বেশি বেড়ে যেতে পারেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি প্রথম অবস্থাতে যত সহজ সময় কাটান না কেন আপনার শেষ জীবনের সময়টা অনেক বেশি কঠিন হয়।


আমরা যদি আমাদের পরিবারের এই বয়স্ক মানুষগুলোর সাথে একটু ভালো আচরণ করে থাকি তখন দেখবেন যে এই মানুষগুলো কতটা বেশি খুশি হবে। এছাড়াও আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে যেসব মানুষগুলো কর্মক্ষেত্র থেকে অবসর নিয়ে নেন তাদের জীবনটা কিন্তু তখন থেকে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে কাটতে থাকে। অর্থাৎ সেই মানুষগুলো কখনো তাদের সেই কর্মক্ষেত্রের দিনটাকে বলতে পারে না এবং এভাবে অলসের মতো জীবনযাপন করার মধ্যে তাদের অনেক বেশি কষ্ট হয়। আসলে আমরা যদি এই সময়ে মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে পারি এবং তাদের মানসিকভাবে যদি একটু সাহায্য করতে পারি তাহলে হয়তোবা তাদের এই সময়টাও কিন্তু ভালোভাবে কাটাতে পারে।


এজন্য যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমরা কিছু না কিছু করার চেষ্টা করব। অনেকে মনে করেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আসলে আমরা যদি এই বয়সকে অপেক্ষা করে যতদিন আমাদের শরীরের শক্তি থাকবে ততদিন যদি ছোটখাটো বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা যেমন ভালো থাকবে ঠিক তেমনি আপনার শারীরিক সক্ষমতা ও আস্তে আস্তে করে একটু বাড়তে থাকবে। আসলে কাজ করার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি রয়েছে। এজন্য জীবনের শেষ সময়টাতে অবশ্যই আমাদের এই বয়স্ক লোকেদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের মানসিকভাবে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে যাতে করে তারা একটু ভালোভাবে সময় কাটাতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।