জেনারেল রাইটিং: হঠাৎ বৃষ্টির দেখা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করেছি আজকের পোস্ট।
জেনারেল রাইটিং: হঠাৎ বৃষ্টির দেখা
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। এখন চলছে রমজান মাস।আর এই রমজানে প্রথম দিকে বেশ ভালো চলছিল। তবে হঠাৎ করেই আজ কয়েক দিন ধরে প্রচন্ড গরম পড়েছে। আর এই গরমে জনজীবন অতিষ্ঠ। আসলে কয়েক দিনে গরমে রোজা রাখা সত্যি অনেক কষ্টকর হয়ে ছিল। আসলে রোজা রেখে সারাদিন কাজ তো করতেই হয়।তবে গরমে কাজ করতে করতে গলা শুকিয়ে আসে।আর এমন শুধু আমার নয় আমার মনে হয় সবার ক্ষেত্রে হয়ে থাকে। আর রমজান মাস মানে রহমতের মাস। আর এই মাসে আল্লাহ তাআলার বান্দারা কষ্ট করবে তারা কি করে হয়।
আসলে কথায় আছে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে আজ কয়েক দিন ধরে যেমন গরম পড়েছে। গতকাল বিকেল থেকে আকাশ অনেক মেঘলা ছিল। আর আকাশ মেঘলা থাকাতে আমার মনে হয় গরম আরো বেশি পড়েছে। যাইহোক গতকাল সেহরির সময় যখন উঠেছিলাম তখন খেতে বসতেই বৃষ্টির শব্দ। তারপর তারাতাড়ি বের হলাম কিন্তু বাইরে যেতে না যেতেই বৃষ্টি চলে গেল। তখন আবার শুরু হল বেশি গরম।
যদিও এখন বৃষ্টি হলে কৃষকের অনেক সমস্যা। আসলে এখন কৃষকের ঘরে উঠবে ধনে সরিষা, মুসুরি ইত্যাদি। তাই আমাদের বৃষ্টি হলে কৃষকের জন্য বেশ ঝামেলা হবে। তবে দীর্ঘ চারমাসে কোন বৃষ্টির দেখা নেই তাহলে বুঝুন কি আবস্থা।যাইহোক গতকাল অনেক গরমের কারণে মেয়েকে আর সেহরি খেতে ডাকিনি।আসলে গরমে বাচ্চাদের রোজা কষ্টকর। আজ সকাল থেকে আকাশ অনেক মেঘলা।তারপর দুপুর হতে না হতেই শুরু হলো রহমতের বৃষ্টি। একটু বৃষ্টি নামতেই যেন সবাই নিঃশ্বাস ছেড়ে বাঁচলো। আসলে আমরা যতই পানি খায় না কেন আল্লাহর রহমতের কাছে সব কিছু হার মানে।তাই ইফতারি করে সব কিছু সেরে আরামে বসে পোস্ট লিখলাম। আর গাছপালা মনে হচ্ছে তাদের নতুন জীবন পেল।এভাবে মাঝে মাঝে বৃষ্টি হলে সত্যি অনেক ভালো লাগে।
বৃষ্টি আবার অনেক ভালো লাগে। তবে পরাপর নয় মাঝে মাঝে বৃষ্টি হলে সত্যি অনেক ভালো লাগে। আর এবার রমজানে খিচুড়ি খাওয়া হয়নি। আজ বৃষ্টি হচ্ছে তাই হয়তো আগামীকাল সবজি খিচুড়ি রান্না করবো।সত্যি অবশেষে রহমতে বৃষ্টি হলো।আসলে রমজানে রহমত থাকবে না তা কি করে হয়। বৃষ্টি পেয়ে আমার অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1901629683030167829?t=0Ico0BD5-7RXtDZYakVmlw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই আপু আল্লাহ তা'আলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন।তবে বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচন্ড গরম শুরু হয়েছে।তবে আমি শুনেছি কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া খুব ঠান্ডা ছিল।কিন্তু আমাদের এইদিকে আজকে দুপুর বেলা বৃষ্টি হয়েছে, এবং আবহাওয়া অনেক সুন্দর। যাইহোক আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন বৃষ্টি আল্লাহ তায়ালার অশেষ রহমত। আসলে রমজানে প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছিল তবে বৃষ্টি হওয়াতে সবাই স্বস্তি পেল। আর গাছপালা ও সতেজ হলো।আবার বৃষ্টি হলে মনও ভালো হয়ে যায়। যদিও আমাদের এদিকে বৃষ্টি হয়নি ।তবে কৃষকদের জন্য বৃষ্টি কিছুটা সমস্যা তৈরি করতে পারে, তবু এটি আল্লাহর রহমত। মাঝে মাঝে এমন বৃষ্টি হলে ভালোই লাগে।ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বৃষ্টির পরশ সত্যিই মনকে প্রশান্তি দেয়, বিশেষ করে যখন চারপাশ প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। আপনার লেখায় বৃষ্টির আনন্দ, রোজার কষ্ট, কৃষকের দুশ্চিন্তা সবকিছুই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তন যেন সত্যিই এক রহমত। আর বৃষ্টির দিনে খিচুড়ির কথা শুনে তো মন আরও ভালো লাগলো। আশা করি, আপনার খিচুড়ির আয়োজনও দারুণ হবে! ধন্যবাদ এমন সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছিলো। হঠাৎ করে আমাদের এখানে আজকে দুপুরে হালকা বৃষ্টি হলো এবং আকাশ অনেক মেঘলা ছিলো। তো আজকে গরমের তীব্রতা অনেকটা কমেছে। আসলে রমজান মাসে গরম বেশি পড়লে রোজা রাখতে কষ্ট হয়ে যায়। যাইহোক আপনাদের দিকেও বৃষ্টি হয়েছিল,জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, ধন্যবাদ আপনাকে।
কিছুদিন যাবত গরমের যে আভাস রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি৷ প্রতিনিয়তই গরম বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ এই গরমের মধ্যে যদি বৃষ্টির দেখা পাওয়া যায় তখন সেটি একেবারে অন্যরকম একটা মুহূর্ত হয়ে থাকে৷ আর আমাদের এদিকেও কিছুটা বৃষ্টি হয়েছিল৷ তবে সেটি তেমন একটা সন্তোষজনক ছিল না৷ হালকা একটু বৃষ্টি হয়েছিল, তার বেশি হয়নি৷ শুধুমাত্র মেঘলা ছিল সারাদিন৷ তবে আপনি বৃষ্টির দেখা পেয়েছেন এবং আজকে আমাদের মাঝে এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুব ভালোই লাগলো৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷