সবার আগে দেশ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দেশ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশ হল আমাদের মাতৃভূমি। এই দেশের প্রতি যেমন আমাদের অনেক বেশি দায়িত্ব কর্তব্য রয়েছে ঠিক তেমনি এই দেশকে নিয়ে যদি কেউ কোন খারাপ কথা বলে তাহলে আমরা কখনো থেমে থাকবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যদি কেউ আমাদের দেশকে নিয়ে খারাপ কথা বলে তাহলে কিন্তু তারা আমাদের নিজেদের মাকে নিয়ে খারাপ কথা বলবে। আর মায়ের অপমান আমরা কখনো সহ্য করতে পারি না। এর জন্য সব সময় যত আপন মানুষ হোক না কেন তারা যদি আমাদের দেশ নিয়ে কোন খারাপ কথা বলে তাহলে তাদের কিন্তু আমরা কখনো ছাড় দেবো না। কেননা এ পৃথিবীতে যা কিছু হয়ে যাক না করো সবার আগে কিন্তু আমাদের নিজেদের দেশ।
আসলে যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে তারা কিন্তু সবসময় দেশের জন্য কাজ করে এবং দেশের কোন ক্ষতি হতে তারা কখনো দেয় না। আসলে এই দেশপ্রেমী লোকের সংখ্যা বর্তমান সময়ে অনেক বেশি কমে গেছে। কেননা অনেক মানুষ আছে যারা কিনা আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে এবং অন্যান্য মানুষগুলো সবসময় চুপচাপ সেগুলো শুনে পাশ কাটিয়ে চলে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশের বদনাম গুলো শুনেও না শোনার ভান করে বাঁশ কাটিয়ে চলে যাই তাহলে কিন্তু অন্যান্য মানুষগুলো আরো বেশি সুযোগ পেয়ে যাবে। কেননা তাদের যেহেতু কেউ কোন কিছু বলছে না তাই তারা আরও বেশি করে আমাদের দেশের নামে খারাপ কথা বলতে শুরু করবে।
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যে মানুষগুলো এই ধরনের কাজকর্ম করতে থাকে তারা কিন্তু কখনো নিজেদের দেশকে ভালোবাসেন এবং অন্যের দেশ কখনো তারা ভালোবাসে না। আসলে এই মানুষগুলোর জন্ম পরিচয় সম্পর্কে আমাদের সঠিক কোন ধারণা হয়তোবা নাই। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে কেউ যদি আমাদের দেশ নিয়ে কোনো খারাপ কথা বলে এবং দেশের সম্পর্কে কোন খারাপ কথা রটানোর চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো। এমনকি আমরা তাদের উপরে চড়াও হতে বাধ্য হব। তবুও আমরা কখনো দেশের সম্পর্কে কোন ধরনের খারাপ কোন কিছু হতে দেব না। কেননা এ দেশের অপমান করা মানে আমাদেরকে অপমান করা।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে কেউ আমাদের দেশ নিয়ে খারাপ কোন কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো এবং দরকার হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন সবার প্রথমে কিন্তু আমাদের দেশ। আর এই দেশের সম্মান রক্ষার জন্য আমরা আমাদের নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত আছি। তবুও আমরা আমাদের দেশের সম্মানকে ধুলোয় মিশে যেতে কখনো দেবোনা। এজন্য আমাদের মধ্যে সর্বপ্রথম দেশ প্রেম জাগ্রত করতে হবে এবং দেশের জন্য সব সময় ভালো কাজ করতে হবে। আর এভাবে দেশপ্রেমের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
