কোন কিছু নিয়ে বড়াই করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে আমরা তা নিয়ে যদি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে আমরা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবো। আসলে আমাদের যা কিছু আছে আমরা তাই নিয়েই সুন্দরভাবে চলাচল করা উচিত। এই পৃথিবীতে একই শ্রেণীর লোক আমরা কখনো দেখতে পাই না। অর্থাৎ এই পৃথিবীতে ধনী গরিব নিয়ে একসঙ্গে সবাই বসবাস করি। কিন্তু কেউ যদি তাদের অর্থ নিয়ে বড়াই করে অথবা পারো যদি কোন ধরনের আলাদা ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট নিয়ে যদি তারা নিজেরা বড়াই করে তাহলে তারা জীবনে কখনো অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে না এবং তাদের এই বড়াই করার জন্য তাকে পরবর্তীতে অনেক বেশি দুঃখ কষ্ট পেতে হবে। কেননা অর্থ একজন মানুষকে কখনো আনন্দ দিতে পারে না।
আসলে আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে খুব সুন্দর একটা জীবন করতে পারি তাহলে কিন্তু এই জীবনে আমরা অনেক বেশি সুখ শান্তি উপভোগ করতে পারবো। কেননা একজন মানুষ আমরা আরেকজন মানুষের উপকার করবো এবং এভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। কিন্তু এই সমাজে যারা তাদের নিজেদের অর্থ নিয়ে ভরাই করে অথবা কোন কিছু নিয়ে বড়াই করে তারা কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পায় না। আর এর জন্য এই মানুষগুলো সব সময় অনেক বেশি কষ্টের মধ্যে সমাজে বসবাস করে। যদিও মানসিক কষ্ট ছাড়া তাদের আর কোন কষ্ট নেই। কিন্তু এর শর্তেও তারা কখনো নিজেদের এই ধরনের আচরণ পরিবর্তন করতে পারে না।
একটা প্রবাদ আছে যে, কুকুরের লেজ যেমন কোনদিনও সোজা হয় না ঠিক তেমনি এইসব বড়াই করা মানুষগুলো কখনো তাদের নিজেদের চরিত্রকে পরিবর্তন করতে পারে না। আর এজন্য তাদের জীবনে কখনো কারো কাছ থেকে প্রকৃত ভালোবাসা কখনো তারা পেতে পারেনা। এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখব যে আমরা যদি মানুষের মনুষ্যত্বকে বিচার বিবেচনা করে তাদেরকে ভালবাসতে পারি এবং কারো সাথে কোন ধরনের অহংকার এবং বড়াই নিয়ে মেলামেশা না করি তাহলে কিন্তু আমরা তাদের সাথে একটা সুন্দর সমধুর সম্পর্ক স্থাপন করতে পারবো। আর আমরা মানুষের সাথে যদি ভালো আচরণ করি তাহলে আমাদের এই ভালো কাজটা সেই মানুষের জীবনে সব সময় থেকে যাবে।
তাইতো আমরা সব সময় ভদ্রভাবে সমাজে চলার চেষ্টা করব এবং মানুষের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাব। আর আমরা যদি এভাবে একে অন্যকে সাহায্য করে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি তাহলে কিন্তু সেই সমাজে এইসব বড়াই করা মানুষগুলো কখনো সুযোগ পাবে না আমাদের সাথে মেলামেশা করার জন্য। তাইতো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা খারাপ প্রকৃতির লোক তাদেরকে কেউ কখনো ভালোবাসে না এবং তাদের থেকে সবাই সব সময় দূরে থাকার চেষ্টা করে। এজন্য আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাব এবং নিজেদের মধ্য থেকে বড়াই নামক খারাপ জিনিসটাকে মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Hello @raintears! 👋 I'm @punicwax, and I'm thrilled to see your post trending in the "আমার বাংলা ব্লগ" community! Your thoughtful reflection on pride and its impact on relationships truly resonates. The message about finding joy in what we have and treating others with kindness is so important, especially in today's world.
I appreciate how you've woven in the proverb about the dog's tail – a vivid way to illustrate how difficult it can be for some to change their nature. Your call for building a society based on love and mutual respect is inspiring!
The AI-generated image is a nice touch, and I encourage you to keep sharing your insights with the community. What personal experiences have shaped your views on pride? I'm eager to read your future posts. Keep up the excellent work! 👍