সঠিক শিক্ষার অভাব।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক শিক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।

আসলে শিক্ষা একটা ব্যক্তিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পারে। অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তি সবসময় চেষ্টা করে যে জীবনে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনের উন্নতি লাভ করা যায়। আসলে সঠিক শিক্ষা একজন মানুষকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন। কিন্তু কেউ যদি তাই সঠিক শিক্ষা গ্রহণ না করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে তারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে আটকে যাবে। অর্থাৎ একটা সঠিক শিক্ষা একটা সমাজকে অবশ্যই অনেক বেশি আধুনিক করে তোলে। এজন্য প্রত্যেকটা সমাজে যাতে সবাই সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য একজন ভালো মানের শিক্ষক সেখানে দিতে হবে। অর্থাৎ একজন জ্ঞানী শিক্ষক সবসময় তার ছাত্রদেরকে জ্ঞানী করে তোলার চেষ্টা করে।
কিন্তু শিক্ষাক্ষেত্রে বর্তমানে যে ধরনের দুর্নীতি চলছে এতে করে কিন্তু দেশের মানুষের সঠিক শিক্ষা কখনো গ্রহণ করতে পারবে না। কেননা একজন সঠিক শিক্ষিত ব্যক্তি সবসময় সঠিক শিক্ষা দিয়ে থাকে। কিন্তু দুর্নীতির মাধ্যমে যে সব অযোগ্য ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে তারা কিন্তু কখনো মানুষদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারে না। অর্থাৎ তারার যেহেতু খারাপ উভয় অবলম্বন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ হয়েছেন তাই তারা কখনো চাইবে না যে তাদের ছাত্ররা ভালো কিছু শিখে জীবনে মানুষের মত মানুষ হোক। তাইতো এসব শিক্ষকরা হল জাতির জন্য অনেক বেশি ভয়ংকর। আসলে শিক্ষা ক্ষেত্রে সব সময় কঠোর থাকা সব সময় দরকার। কেননা এই শিক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ভর করে।
কিন্তু মানুষ যদি শিক্ষার প্রতি আকৃষ্ট না হয়ে শিক্ষা গ্রহণ না করে তাহলে কিন্তু তারা জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারবে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যও চেষ্টা করি তাহলে একদিন না একদিন আমরা আমাদের সেই গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যেতে পারবো। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন আমরা কখনো সঠিক শিক্ষা ছাড়া কোন খারাপ শিক্ষা কখনোই গ্রহণ করবোনা। কেননা একজন খারাপ মানুষ যখন খারাপ শিক্ষা গ্রহণ করবে তখন সে আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে।
তাইতো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমাজে সবসময় সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এভাবে যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই এই সঠিক শিক্ষক গ্রহণ করার জন্য তাদেরকে উৎসাহী করে তুলবো। এভাবে তারাও কিন্তু সঠিক শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবেন। তাইতো আমাদের জীবনে সেই সঠিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তাইতো সমাজ থেকে খারাপ ব্যক্তিদের কে সরিয়ে সব সময় জ্ঞানী ব্যক্তিদের এই শিক্ষার আসনে বসানো উচিত। তারাই একমাত্র একটা জাতিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সঠিক শিক্ষা দান করতে পারে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।