সত্যের মৃত্যু নেই

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

woman-792162_1280.jpg

source

মানবজীবনে সত্য এক অমর শক্তি। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় পরিবর্তন এসেছে, তার মূলে রয়েছে সত্য ও ন্যায়ের শক্তি। মানুষ যখন মিথ্যা, ভণ্ডামি বা প্রতারণার আড়ালে সত্যকে আঘাত করেছে, তখন সত্য হয়তো সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু কখনোই তা নষ্ট হয়নি। এ কারণেই বলা হয়,সত্যের মৃত্যু নেই।

সত্যকে অনেক সময় মানুষ ভয় পায়, কারণ তা সকল অন্যায়কে প্রকাশ করে দেয়। অসৎ মানুষ যতই চেষ্টায় লিপ্ত হোক, সত্যকে ধ্বংস করা যায় না। ইতিহাস সাক্ষ্য দেয়, সক্রেটিস থেকে শুরু করে অসংখ্য মহান মানুষ সত্যের পথে অটল থাকার কারণে জীবন দিয়েছেন। কিন্তু তাঁদের মৃত্যু সত্যকে আরো শক্তিশালী করেছে। তাঁদের চিন্তা, শিক্ষা, ও আদর্শ আজও মানুষের মাঝে আলো জ্বালায়। মিথ্যার সাম্রাজ্য যত বড়ই হোক, একদিন সত্যের আলোয় তা ধ্বংস হয়ে যায়।

আমাদের দৈনন্দিন জীবনে সত্যের চর্চা করা খুবই জরুরি। পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র,যেখানেই হোক, যদি আমরা সত্যকে ধারণ করি, তাহলে অশান্তি ও অন্যায় কমে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকে স্বার্থসিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেয়। তারা ভাবে মিথ্যা দিয়ে সাফল্য অর্জন সম্ভব। হয়তো সাময়িকভাবে কিছু পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সত্য ছাড়া টিকে থাকা অসম্ভব। মিথ্যার প্রাসাদ একদিন ভেঙে পড়ে, কিন্তু সত্যের ভিত্তি কখনো ভাঙে না।

ধর্মীয় দৃষ্টিতেও সত্যের গুরুত্ব অপরিসীম। সব ধর্মেই সত্যকে সর্বোচ্চ গুণ হিসেবে দেখা হয়েছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,সব ধর্মেই সত্যবাদিতা ও ন্যায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মানুষ যখন সত্যের পথে থাকে, তখন সে শুধু নিজের নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও অবদান রাখে।

আজকের যুগে প্রযুক্তি ও তথ্যের বিস্ফোরণের কারণে মিথ্যা সহজেই ছড়িয়ে পড়ে। কিন্তু একই সঙ্গে সত্য প্রকাশের পথও আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। মানুষ সচেতন হলে সত্যকে জয়ী করতেই পারে। সত্যকে ধারণ করা মানে ন্যায়, সততা ও মানবিকতার পথে হাঁটা।

সুতরাং, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সত্যকে আঁকড়ে ধরা। সত্য কখনো মরবে না, কিন্তু যদি আমরা তাকে অবহেলা করি, তাহলে সমাজে অন্ধকার নামবে। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যের জয়গান করতে হবে। মনে রাখতে হবে, মিথ্যা যত শক্তিশালী হোক, তার পতন অনিবার্য; আর সত্য যত নিঃশব্দই হোক, তার আলো চিরন্তন।তাই বলা যায়, সত্যের মৃত্যু নেই। সত্য সর্বদাই টিকে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে, মানুষের হৃদয়ে ও মানবতার ইতিহাসে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

সত্যের জয় অনিবার্য। আসলে আমাদের সবার উচিত সত্যের পথে চলা।আর সত্যের কখনো মৃত্যু হয় না।বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।