শীতের রাতে বন্ধুদের সাথে কাটানো অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

গত দুইদিন আগে আমি আমার বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ঘুরতেছিলাম। আসলে শহরের মধ্যে দিয়ে সন্ধ্যা বেলা ভ্রমণ করার মজাটাই অন্যরকম। এই শীতের রাতে চারপাশে অনেক সুন্দরময় দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে রাস্তার পাশে রাতের বেলা শিক কাবাব খেতে অনেক মজা লাগে। তাই বন্ধুদের সাথে আমি ঘুরতেছিলাম আর রাস্তার কোন পাশে শিক কাবাব বিক্রি করে সেটা যেন খুঁজতেছিলাম। তো যাওয়ার সময় আমার এক বন্ধু বলল আমাদের সিরাজগঞ্জেই রেলগেটের পাশে একটি মেলার আয়োজন হয়েছে এবং সেখানে ছোটমোটো অনেকগুলো দোকান বসেছে। যার কারণে বন্ধুর কথা মত বললাম ঠিক আছে তাহলে ওইখানে গিয়ে আমরা কিছু মুহূর্ত উপভোগ করবো।আর সেখানেই যেন আমরা যাওয়ার জন্য রওনা দিলাম।

20241231_224226.jpg

20241231_224206.jpg


তো একটা বট গাছের নিচে কয়েকটা দোকান বসেছে। সেই দোকানের পাশে দেখতে পেলাম পাপড় ভাজছে, আসলে ছোটবেলায় এই পাপড় ভাজা অনেক খেতে আমি পছন্দ করতাম। গরম তেলের ভিতরে অল্প ছোট এক টুকরা দেওয়া হয়, আর সেটা দিলে ফুলে অনেক বড় পাপড় হয়ে যায়।এটা যেন ভাবতে অনেক ভালো লাগে। যার কারণে এই আগুনের তাপে আমরা বন্ধুরা মিলে বসলাম। আর পাপর ভাজার দৃশ্য দেখতে লাগলাম। আসলে পাপড় বেশি খাওয়া যায় না, খেলে গ্যাসের সমস্যা হয়। তার পরেও এই পাপড় খেতে যেন খুবই ইচ্ছা করলো। তাই আমরা বন্ধুরা মিলে গরম গরম পাপড় ভাজা খেলাম।

20241231_224252.jpg

20241231_224426.jpg


আমরা মূলত শিক কাবাব খাওয়ার জন্য এসেছিলাম। আর শীতের মধ্যে গরম গরম শিক কাবাব খেতে অনেক মজা লাগে। কয়লা দিয়ে এই মাংসগুলো পুড়িয়ে খুবই সুন্দরভাবে কাবাব তৈরি করা হয়। যার কারণে এই শিক কাবাব আমার খুবই পছন্দের একটি খাবার। তাই আমরা বন্ধুরা মিলে শিক কাবাবের এই দোকানে আসলাম এবং সে আমাদের সামনেই মাংস পোড়াতে শুরু করলো। আর এই পোড়া মাংস খাওয়ার জন্য আমরা বন্ধুরা মিলে অপেক্ষা করতে লাগলাম। আসলে এই দোকানগুলোতে আগুনের তাপে শীত যেন কোথায় হারিয়ে গেল বোঝাই যাচ্ছিল না।আগুনের মধ্যে এই মাংসগুলো পুড়ানো শুরু করে দিলো। আমরা পুরা মাংস খাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর এখানে রুটিও পাওয়া যায়। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম। এবং মাংস যখন পুড়ানো হয়ে গেল তখন আমরা দুটি রুটি আর এই মাংসগুলো নিলাম। আসলে সেই মুহূর্তটা অনেক ভালো লাগতেছিলো, কারণ রাতের বেলা বন্ধুরা মিলে এরকম বটগাছের নিচে এই আয়োজন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর সেই মূহুর্তটা অনেক বেশি মজাদার হয়েছিলো।


20241231_224352.jpg

20241231_224326.jpg

তারপরে আমরা শিক কাবাব খাওয়ার মূহুর্ত উপভোগ করলাম।তারপর খাওয়া শেষ করলাম এবং দেখতে পেলাম এই বট গাছের নিচে লটারির আয়োজন করেছে। আসলে লটারি টিকিট ছিল ১০ টাকা করে, ছোট্ট ছোট্ট পুরস্কার ছিল অনেক রকমের।আসলে রাতের বেলা এই আয়োজন এর মাঝে মুহূর্তগুলো দারুন ভাবে উপভোগ করেছি। আর লটারি ধরার জন্য আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম।আসলে আমরা তিন বন্ধু মিলে লটারি ধরেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা তিনজনের কেউই পুরস্কার একবারও জিততে পারিনি, অন্যরা জিতেছে। তবে সেই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেছিলাম।


তো রাতের বেলা তিন বন্ধু মিলে অনেক মজা করলাম, আসলে এরকম শীতের রাতে আগুনের পাশে বসে আগুন তাপ উপভোগ করা দারুণ ছিলো। অনেক ভালো লাগে আমার।যার কারণে এরকম বটগাছের নিচে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবো এটা আমি কখনোই ভাবিনি। তবে লটারি ধরার মজাটা আমার কাছে দারুন লেগেছে। আমরা অনেকবারই অনেক কিছুই জিততে গিয়েও জিততে পারেনি অল্পে কিছু নাম্বারের জন্য আমরা সেই পুরস্কার গুলো পায়নি। তবে সেটাই যেন অনেক আনন্দ দিয়েছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে ঘোরাঘুরি এবং এই ছোট্ট এই মেলার আয়োজন এর মাঝে কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছিলো। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই অনুভূতিগুলো প্রকাশ করলাম।

🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last year 

GridArt_20250101_122450879.jpg

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই অতুলনীয় মধুর মুহূর্ত। বন্ধুদের সাথে মেলায় গিয়েছেন, লটারি কেটেছেন, কিন্তু লটারি জিততে পারেননি তাতে কি হয়েছে? বন্ধুদের সাথে যে মজাটা করলেন সেটাই আসল! শিক কাবাব আমারও খুব পছন্দ। যাই হোক আপনি নিশ্চয়ই বন্ধুদের সাথে দারুন সময় উপভোগ করেছেন।

 last year 

শীতের রাতে শিক কাবাব সহ বিভিন্ন রকমের রেসিপি সন্ধ্যাবেলায় খেতে পাওয়া যায়। এজন্য শীতের সন্ধ্যা যেন বাজারগুলো জনা ধন্য হয়ে ওঠে বিভিন্ন রেসিপি দ্বারা। তবে আমাদের এখানে চিকেন ফ্রাই ডিমসিদ্ধসহ আরো অনেক কিছু পাওয়া যায়। ভালো লাগলো আপনার সুন্দর একটি পোস্ট দেখে। এখানে আপনি শীতের সন্ধ্যা সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর হয়। বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখছি। খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে সময়টি একেবারে উপভোগ্য ছিলো।লটারি টিকিট কেটে মজা করাটাই আসল ব্যাপার লটারি পেতে হবে এর কোন মানে নেই। তবে হ্যাঁ পেলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। যাইহোক ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট পড়ে ভালো লাগলো।

 last year 

বন্ধুদের সাথে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। বন্ধুদের সাথে মেলায় গিয়েছেন বেশ ভালো হলো। সবাই মিলে চমৎকারভাবে খাওয়া দাওয়া মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো বেশ দুর্দান্ত হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সন্ধ্যা রাতে বাজার থেকে শিক কাবাবসহ চিকেন ফ্রাই বার্গার এই জাতীয় খাবার গুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তবে আমাদের এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে বিক্রয় করে থাকে। যেগুলো আমার খুবই ফেভারিট। আপনার এই কাবাব খাওয়ার অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগলো জেনে। ঠান্ডার সময় গরম গরম এই জাতীয় রেসিপি গুলো কমবেশি অনেকে পছন্দ করে।

 last year 

টাস্কগুলোর স্ক্রিনশট শেয়ার করা হয়নি এখনো, এছাড়াও ৫ হাজার পুশও নেই আপনার একাউন্টে।

 last year 

ভাইয়া আমি তো ১০ হাজার পুস stake koreci

 last year (edited)

দেখুন পুশ স্টেক করেছেন Abb Curation হতে বাড়তি সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু কমিউনিটি হতে রেগুলার সাপোর্ট পাওয়ার জন্য Tron Address এ ৫ হাজার পুশ থাকতে হবে।

 last year (edited)

ঠিক আছে ভাইয়া আমি ৫ হাজার পুস রাখার ব্যবস্থা করছি।