সমাজে শান্তি বয়ে আনতে সত্যের পথে চলা খুবই গুরুত্বপূর্ণ

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

woman-2666433_1280.jpg

source

মানুষের জীবনের মূল ভিত্তি হলো সত্য। সত্যকে আঁকড়ে ধরে চলা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে। ইতিহাস সাক্ষ্য দেয়, যে সমাজে মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি প্রাধান্য পেয়েছে, সেই সমাজে কখনো স্থায়ী শান্তি আসেনি। তাই সমাজে শান্তি বয়ে আনতে হলে আমাদের প্রত্যেককে সত্যের পথে চলতে হবে।

সত্য মানুষকে সাহসী করে তোলে। মিথ্যার আশ্রয়ে মানুষ সবসময় ভয়ের মধ্যে বাস করে, কিন্তু সত্যবাদী মানুষ কখনো ভয় পায় না। একজন সত্যনিষ্ঠ মানুষ তার কাজের মাধ্যমে সমাজে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে। যখন মানুষ একে অপরের উপর আস্থা রাখতে শেখে, তখন সমাজে অশান্তি, ভেদাভেদ ও সংঘাত কমে আসে।

সত্যের পথে চলা মানে শুধু কথায় সত্য বলা নয়, বরং কাজে, আচরণে ও চিন্তায় সত্যকে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থী যদি পরীক্ষায় সত্যের পথে চলে, তবে তার অর্জন হবে প্রকৃত জ্ঞান। ব্যবসায়ী যদি লেনদেনে সত্যবাদিতা বজায় রাখে, তবে ক্রেতার মনে আস্থা তৈরি হবে। আবার শাসক যদি শাসনে সত্যকে ধারণ করে, তবে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।

মিথ্যা একসময় মানুষকে সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে তা ধ্বংস ডেকে আনে। মিথ্যার কারণে পারিবারিক সম্পর্কে ভাঙন ঘটে, সামাজিক অশান্তি বাড়ে, আর রাষ্ট্রে দুর্নীতি ও অরাজকতা বিস্তার লাভ করে। বিপরীতে সত্য সবসময় শান্তির বীজ বপন করে। সত্যের পথে চললে মানুষের হৃদয়ে প্রশান্তি আসে এবং সে প্রশান্তি সমাজকে শান্তির দিকে নিয়ে যায়।

আজকের বিশ্বে আমরা নানা সংকট, সংঘাত ও অস্থিরতার মুখোমুখি। এর বড় একটি কারণ হলো সত্য থেকে বিচ্যুতি। যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সত্যকে আঁকড়ে ধরে চলে, তবে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তির পরিবেশ তৈরি হবে।

অতএব, সমাজে শান্তি বয়ে আনতে সত্যের পথে চলা কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য। আমাদের সকলকে শপথ নিতে হবে যে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে বেছে নেবো। কারণ সত্যই একমাত্র পথ, যা আমাদেরকে শান্তি, ন্যায় ও কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যায়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 months ago 

সত্যের পথে চলা খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা কখনো ভালো কিছু অর্জন করতে পারে না। সত্যের পথে এগিয়ে যেতে হবে। দারুন লিখেছেন ভাই।