বন্ধুদের সাথ ভ্রমণের মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


friend-589830_1280 (1).jpg

source

বন্ধুদের সাথে নদীর পাড়ে ভ্রমণের আনন্দ যেন শব্দে বেঁধে রাখা খুবই কঠিন। তবুও সেই দিনের স্মৃতিগুলো বারবার মনে ভেসে ওঠে। এক বিকেলের দিকে হঠাৎই আমরা ঠিক করলাম নদীর পাড়ে ঘুরতে যাব। শহরের ধুলো-ময়লা, ব্যস্ততা এবং চাপের ভিড় থেকে কিছুটা সময় দূরে গিয়ে নিঃশ্বাস নিতে মন চাইছিল। তাই তিনজন বন্ধু মিলে রওনা হলাম আমাদের প্রিয় নদীর দিকে।

নদীর পাড়ে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ল ঢেউয়ের মৃদু দোল। সূর্যের শেষ আলো পানির ওপর পড়ে যেন সোনালি নকশা এঁকে দিচ্ছিল। দূরে কেউ নৌকা বেয়ে ফিরছে, আবার কারও মাছ ধরার জাল পানিতে ছুঁড়ে দেওয়ার দৃশ্য চোখে পড়ে। এই নদী যেন শুধু পানি বহন করে না, বহন করে শান্তি, প্রশান্তি আর হারিয়ে যাওয়া হাসির স্রোতও।আমরা তিনজনই মাটিতে বসে পা পানিতে ডুবিয়ে দিলাম। পানির শীতল ছোঁয়া মুহূর্তেই সব ক্লান্তি ধুয়ে দিল। হঠাৎ করে বন্ধুরা পানি ছিটিয়ে দুষ্টুমি শুরু করে দিল। সেই হাসি, সেই উচ্ছ্বাস,আজও মনে পড়লে মন ভরে যায়। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার সুন্দর দৃশ্য দেখে বিমোহিত হয়ে যাচ্ছে। আমাদের সবার মনেই ছিল একটাই অনুভূতি,এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়।

নদীতীরের বাতাসও ছিল বেশ ঠান্ডা ও মনোমুগ্ধকর। বাতাসে ভেসে আসছিল কাশফুলের গন্ধ, আর দূরে পাখিদের ডাক। ছোট্ট একটি দোকান থেকে আমরা চা নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। বন্ধুত্বের গল্প, পুরোনো স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন,সবকিছুই যেন সেই মুহূর্তে আরো গভীরভাবে অনুভব করলাম।হঠাৎ করে বন্ধুরা প্রস্তাব দিল, একটু দূরে গিয়ে একটি বড় পাথরের উপর বসে সূর্যাস্ত দেখার। আমরা হাঁটতে শুরু করলাম নদীর ধারে ধারে। পায়ের নিচে নরম বালুর ছোঁয়া আর নদীর ঢেউয়ের শব্দ,এক অপার প্রশান্তি এনে দিচ্ছিল। সূর্যাস্তের সময় পুরো আকাশ লাল-কমলা রঙে রাঙিয়ে উঠল। সেই দৃশ্য দেখে আমরা সবাই কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। এমন সৌন্দর্য হয়তো প্রতিদিন দেখা যায় না।

ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। নদীর পাড়ে তখনো আমরা দাঁড়িয়ে, বাতাসের ঝাপটার সাথে মিশে যাচ্ছিল আমাদের হাসি-আড্ডা। মনে হচ্ছিল, বন্ধুত্বের মতো সুন্দর আর কিছুই নেই এই পৃথিবীতে। অন্ধকার বাড়ার সাথে সাথে আমরা ফিরতে শুরু করলাম, কিন্তু মনটা পড়ে রইল সেই নদীর ধারে, সেই হাসির মাঝে, সেই স্মৃতির গন্ধে।সেদিনের ভ্রমণ আমাদের জীবনের স্মৃতি-তালিকায় সোনালি অক্ষরে লেখা হয়ে আছে। আমরা উপলব্ধি করেছিলাম,একটা সুন্দর জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই হয় না, হয় বন্ধুদের সাথে কাটানো সময়ের মাধুর্যে। নদীর পাড়ের সেই বিকেল আমাদের জীবনের আনন্দময় মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে চিরদিন।



আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺