জেনারেল রাইটিং: "মানুষের শরীরও গাছেদের মতোই"
নমস্কার
প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন এক শীতকালীন অনুভূতি নিয়ে।তবে কারো কারো এক্ষেত্রে ভিন্ন অভিমত থাকতে পারে।আমি শুধুমাত্র আমার অনুভূতি তুলে ধরেছি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---
মানুষের শরীরও গাছেদের মতোই:
মানুষ প্রকৃতির একটি অংশ।প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক চিরন্তন।তাই প্রকৃতির মাঝে যেমন ঋতু পরিবর্তনের ছোঁয়া আসে।মানুষের ক্ষেত্রেও তেমনি ঋতু পরিবর্তন হয়।
ছোটবেলা থেকেই আমরা ষড়ঋতুর কথা শুনে আসলেও কিংবা বইতে পড়ে আসলেও এখন চারটি ঋতুই বিদ্যমান।গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও শীতকাল।হেমন্তকাল আর বসন্তকাল যেন বিলীন হয়ে গেছে প্রকৃতি থেকে।এখন চলছে শীতকাল।আর শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, গাছের শরীরের ছাল যেন কুঁচকে আসে।তেমনি মানুষও এই ঋতুর বা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে।প্রকৃতির কোলে একেবারেই লালিত সন্তানের মতোই।
শীতকালে মানুষের শরীরের চামড়াও কুঁচকে আসে লোমগুলো ঠান্ডায় কাঁটা দেয় আবার শরীর থেকে মৃত শুষ্ক কোষগুলো ঝরে পড়ে গাছের পাতার মতোই।শরীরের বিভিন্ন অংশ ফাটল ধরে,শীতের শেষে বসন্তে যেমন গাছে গাছে নতুন ফুল ফোটে ,কচি পাতার আগমন ঘটে।তেমনি মানুষের শরীরও নতুনভাবে প্রাণ ফিরে পায় যেন।সতেজতায় ভরে ওঠে মন ও শরীর।
প্রকৃতির ভিন্ন ভিন্ন আমেজ আমাদের শরীরের উপর খুবই প্রভাব ফেলে।যা আমাদের শরীরের ভিন্নতা অনুভব করতে সাহায্য করে।তেমনি প্রকৃতির শীতলতা,গরম ও সূর্যালোকের উপস্থিতি সবই মানুষের সঙ্গে যোগসূত্র রয়েছে।আর এই কারনেই ভিন্ন ভিন্ন আমেজে মানুষের মন ও মেজাজ ও শরীরের তাপমাত্রাও ভিন্ন হয়ে থাকে।
শীতের সময় মানুষ যেমন শুষ্ক অনুভব করে শরীরে টান উপলব্ধি করে। তেমনি গাছেরাও জলের অভাব বোধ করে,শুষ্ক হাওয়া অনুভব করে আর তখনই গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে।ছোট্ট ছোট্ট শিশির বিন্দুতে ভোরে ঘাসেরা যেমন উজ্জ্বল হয়ে ওঠে,তেমনি শীতের সকালে একটু রোদ্রে বসেই সমস্ত আরাম উপলব্ধি করা যায়।তাই গাছের মতো প্রত্যেক বছরে মানুষেরও এক পরিবর্তন আসে।যা প্রকৃতি ও মানুষের সঙ্গে গভীর সম্পর্ক।
| আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|



