"সময়গুলোও মাঝে মাঝেই থমকে দাঁড়ায় নিঃশব্দে"

in আমার বাংলা ব্লগ13 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই চলে আসলাম একটি নতুন অনুভূতি শেয়ার করতে।

সময়গুলোও মাঝে মাঝেই থমকে দাঁড়ায় নিঃশব্দে:

IMG_20251006_082416.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অনুভূতি নিয়ে।অনেকের এ ক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে।তবে আমি শুধুমাত্র আমার মতামত প্রকাশ করছি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

সময়গুলো গতিশীল,চলমান।সবসময় বয়ে চলা নদীর স্রোতের মতোই।কিন্তু এই চঞ্চল আর গতিশীলতার মধ্যেই মানুষ যখন বড্ড হতাশা আর ক্লান্তি অনুভব করে।তখন এক মুহূর্তের জন্য মনে হয় সময়ও বুঝি একটু থেমে নিঃশ্বাস নিচ্ছে।গতিশীল জগতে সময়ের খুবই মূল্য।একটুখানি সময় চলে যাওয়া মানেই জীবন থেকে এক টুকরো নিঃশ্বাস হারিয়ে যাওয়া।

সঠিকের মাঝেও যেমন সামান্য ভুল থাকতে পারে।নিখুঁতের মাঝেও যেমন সামান্য খুঁত থাকা সম্ভব, তেমনি চলন্ত আর গতিশীলতার মাঝেও অতি সন্তর্পণে থমকে যাওয়ার গল্প থাকে।যে গল্পগুলো সবসময় চাপা পড়া কান্নার মতোই।

আসলেই এটা আমার মনের ভ্রম!সময় কখনোই থমকে দাঁড়ায় কি?হয়তো দাঁড়ায় কিংবা না,কিন্তু আমাদের গতিশীল অনুভূতিগুলি ঠিক গা ভাসিয়ে দেয়।কখনো চঞ্চল কখনো থমকে যাওয়ার ঠিকানায়।আমাদের অনুভূতি নিঃশব্দে সবকিছু করে।অনুভূতির বেড়াজালে আটকে আমরা সবাই।সব স্মৃতিগুলোও আটকে থাকে ওই অনুভূতির মায়াজালে।আর সেটাই আমাদের কাছে সময় থমকে যাওয়ার গল্পতে পরিণত হয়।।


আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।