"হ্যাপি নিউ ইয়ার"

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

নমস্কার

হ্যাপি নিউ ইয়ার:

IMG-20260101-WA0000.jpg

সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা।দেখতে দেখতে আরো একটি বছর কাটিয়ে ফেললাম আমরা।আবারো একটি বছরের সাক্ষী হলাম আমরা।ভালো -খারাপ স্মৃতির পাতা নিয়ে এই পথচলা।নতুন বছর নতুন কিছু।



প্রত্যেক বছর আমাদের জীবনে কিছু না কিছু উপহার দেয়,কিছু জীবন থেকে হারিয়েও যায়।সবমিলিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগতম জানানোই আমাদের উচিত।আজ বৃহস্পতিবার,2026 সালের 1 লা জানুয়ারি।যেটা পিছনে ফেলে আসি সেটা নিয়ে ভাবনার সময় বড্ড কম।কারন সময় গতিশীল আর কারো জন্য অপেক্ষা করে না।তাই নতুন বছরকে জানাই সুস্বাগতম।

নতুন বছরের শুরুটা যদিও কিছুটা আমাদের জন্য পরিবর্তনীয়।কারন আমাদের কমিউনিটি পূর্বের ন্যায় নেই।তবুও পরিবর্তন হওয়াটা জরুরী।জীবনে যেমন একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না তেমনি কোনো কাজের ক্ষেত্রেও একঘেয়েমি নিয়ম পালন করতে ভালো লাগে না।তাই জীবনের ক্ষেত্রে যেমন পরিবর্তন জরুরী তেমনি কর্মক্ষেত্রেও।তবে এই পরিবর্তনটা ভিন্নরূপে ধরা দিয়েছে।তবুও আমরা ভালো কিছুর আশা রাখতেই পারি।

নতুন কিছু সর্বদাই মানুষের জন্য অপেক্ষা করে।হয়তো আমরা সেই পথের সন্ধান করি না কিংবা সেই পথ থেকে ছিটকে পড়ি ভুল পথে।যাইহোক একটি পথ বন্ধ হয়ে গেলে বিকল্প পথ অবশ্যই থাকবে।এই প্রত্যাশা নিয়েই আমাদের এগিয়ে চলা।আশা রাখি নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক, প্রত্যেক মুহূর্ত,প্রত্যেকটা দিন অনেক সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।