"হ্যাপি নিউ ইয়ার"
নমস্কার
হ্যাপি নিউ ইয়ার:
প্রত্যেক বছর আমাদের জীবনে কিছু না কিছু উপহার দেয়,কিছু জীবন থেকে হারিয়েও যায়।সবমিলিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগতম জানানোই আমাদের উচিত।আজ বৃহস্পতিবার,2026 সালের 1 লা জানুয়ারি।যেটা পিছনে ফেলে আসি সেটা নিয়ে ভাবনার সময় বড্ড কম।কারন সময় গতিশীল আর কারো জন্য অপেক্ষা করে না।তাই নতুন বছরকে জানাই সুস্বাগতম।
নতুন বছরের শুরুটা যদিও কিছুটা আমাদের জন্য পরিবর্তনীয়।কারন আমাদের কমিউনিটি পূর্বের ন্যায় নেই।তবুও পরিবর্তন হওয়াটা জরুরী।জীবনে যেমন একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না তেমনি কোনো কাজের ক্ষেত্রেও একঘেয়েমি নিয়ম পালন করতে ভালো লাগে না।তাই জীবনের ক্ষেত্রে যেমন পরিবর্তন জরুরী তেমনি কর্মক্ষেত্রেও।তবে এই পরিবর্তনটা ভিন্নরূপে ধরা দিয়েছে।তবুও আমরা ভালো কিছুর আশা রাখতেই পারি।
নতুন কিছু সর্বদাই মানুষের জন্য অপেক্ষা করে।হয়তো আমরা সেই পথের সন্ধান করি না কিংবা সেই পথ থেকে ছিটকে পড়ি ভুল পথে।যাইহোক একটি পথ বন্ধ হয়ে গেলে বিকল্প পথ অবশ্যই থাকবে।এই প্রত্যাশা নিয়েই আমাদের এগিয়ে চলা।আশা রাখি নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক, প্রত্যেক মুহূর্ত,প্রত্যেকটা দিন অনেক সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।
| আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|



