মনুষ্যত্বহীন মানুষ।

in আমার বাংলা ব্লগ6 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ই অগ্রহায়ন ১৪৩২

--------

৯ই ডিসেম্বর ২০২৫


1000002473.jpg

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটা নতুনএকটি জেনারেল পোস্ট নিয়ে হাজির হয়েছি।গতকালের ঘটনা বিভিন্ন মিডিয়া কিংবা ফেসবুকে দেখলাম কাজের মেয়ে মেরে ফেলেছে মা ও মেয়েকে।

আচ্ছা মানুষের মানবতা আজ কোথায়।সামান্য অর্থ সম্পত্তির জন্য একজন আরেকজনকে মেরে ফেলছে।একটুর জন্য ও মানুষ ভাবে না কয়দিন বাঁচবে এই পৃথিবীতে। কিংবা বেঁচে থাকলেও কি সে ভালো ভাবে বাঁচতে পারবে।আচ্ছা অবৈধ পথের ইনকাম কিংবা খারাপ কাজের ইনকাম দিয়ে কি আসলে ভালোভাবে কিংবা সুন্দর ভাবে বেঁচে থাকা যায়।

যে ছেলেমেয়ের জন্য এত কিছু সেই ছেলেমেয়ে কি মানুষ হয়।সেই তো অমানবিক আমানুষ হয়।সেই ছেলেমেয়ে তার বাবা মাকেও মারতে দ্বিধা বোধ করে না।কাজের মেয়ে কিভাবে জলজ্যান্ত মানুষকে মেরে ফেললো।

মানুষ কাকে বিশ্বাস করবে।গরীব অসহায় মানুষকে সাহায্য। কয়েকদিন আগে মেয়েটি এসেছিলো কাজের সন্ধানে, গরব এবং অসহায় দেখে তাকে কাজ দিয়েছিলো তাছাড়া তাদের নিজেদের কাজের লোক দরকার ছিলো।আচ্ছা এখন মানুষের প্রান নেওয়া তেমন কোন ব্যপার না।আচ্ছা সে কি টাকা পয়সা নিয়ে পালিয়ে বেঁচে থাকতে পারবে।

তার মনে কি একবার ও চিন্তা আসবে না সে কি করলো।টাকা পয়সা মানুষকে কিভাবে মনুষ্যত্ব হীন করে।

যাই হোক পরিশেষে বলা যায় মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় তার বিবেক বুদ্ধি অনেক আর সৃষ্টির সেরা জীব হয়ে মায়া দয়া থাকতে হয়।মনুষ্যত্ব থাকতে হয়।

p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ