মানুষ সবসময়ই একা।

in আমার বাংলা ব্লগ11 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ই পৌষ১৪৩২

--------

৩১ই ডিসেম্বর ২০২৫


1000005751.jpg

source

বেশ কিছু দিন যাবত বেশ শীত পরেছে,সবাই বলতো শীতকালে শীত লাগে না এখন মনে হয় সবাই টের পাচ্ছে শীতের দিন। আমার মনে হয় শীতের সময় দিন যাচ্ছেই না।একে তো শীত আমার ভালো লাগে না তার মধ্যে একেবারেই রোদের দেখা নেই,অনেক দিন পর আজকে একটু সূর্যের মুখ দেখলাম। যদিও তেমন তেজ নেই সূর্যের। যাই হোক অনেক পর এলাম নতুন একটি পোস্ট নিয়ে, আজকে জেনারেল পোস্ট করবো।উল্টা পাল্টা কথা।

ইদানিং কেন জানি কোন কিছুই ভালো লাগে না।কেমন জানি অশান্তি। কিছু কিছু কষ্ট কারো সাথে শেয়ার করা যায় না,আবার চুপচাপ থাকা যায় না।

আমার ছেলেকে পরশো একেবারের জন্য মাদ্রাসায় দিয়ে এসেছি।ঐখানে হাফেজি শেষ করার জন্য, যদিও এখন সে নাজেরা পরবে।ওর জন্য এত খারাপ লাগছে প্রতিটি মহূর্তে ওর কথা মনে পরছে।

আমার কষ্ট টা কাউকে বুঝাতে পারছি না।তাছাড়া এতদিন আমার ভাইয়ের ছেলে মেয়ে ছিলো আজকে চলে গিয়েছে তারা তাই আজকে বেশ কষ্ট লাগছে।মনে হচ্ছে ছেলেকে যদি নিয়ে আসতে পারতাম আমার কাছে, কিন্তু তাদের কাছ থেকে নিয়ে আসা নিষেধ,হিফয করার নিয়ম হলো ঐখানে থেকে পড়া।

কিছু কিছু কষ্ট কখনই সমাধান করা যায় না।কবে যে ওদের পড়া শেষ হবে।ওরা কত কত মানুষ কত কত কষ্ট করে পড়ে।আল্লাহ তাদেরকে সবসময়ই সাহায্য করে।

আসলে অনেক কিছুই মুখে বলা যায় না,আবার সবকিছুর ভাষা ও হয় না।আসলে মানুষ সব সময় একা কিছু কিছু সময় একাধিক হয় তারপর আবার একা হয়ে যায়তারপরও মানুষের একা চলতে কষ্ট হয়।আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম।

p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ