অর্ধাঙ্গিনী।
আমি @rahimakhatun
from Bangladesh
২০ই জানুয়ারি ২০২৫
https://pixabay.com/illustrations/ai-generated-woman-sad-man-sadness-8863623/
মানুষের ভাগ্য খারাপ হলে মানুষের জীবন যাপন যে কত কষ্ট হয় তা বলে বোঝানো যায় না কাউকে।যার সমস্যা শুধু সেই বোঝে।আর যদি তার লাইফ পার্টনার ভালো না হয় কিংবা মনের মিল না হয় তাহলে তো কোন কথাই নেই।
যদি লাইফ পার্টনার খারাপ হয় তাহলে দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়।তখন মানুষের বেঁচে থাকা কষ্ট হয়। হয়তো মানুষ এই জন্যই আত্মহত্যা করে। তারপর বাচ্চা গুলো কে দেখবে ভেবে বাচ্চা গুলো কেও মেরে ফেলে।
আজকে এক ঘটনা শুনে এমন মনে হলো।স্বামী তার বউকে এক ফোটা দাম দেয় না।স্বামীর মনেই হয় না বউ একজন সম্মানিত ব্যাক্তি।তার জীবনের একটা অংশ।
বউ যদি বলে একটা কাজ এভাবে করতে তাহলে ইচ্ছে করেই অন্যভাবে করে, যেন কেন বললো এই জন্যই।স্বামীর মূল উদ্দেশ্যই বউ এর কথা কেন শুনবো। বউ আমার ইনকামে চলে তাহলে কেন ওর কথা শুনবো বউ বরং তার কথা শুনতেই বাধ্য। অথচ স্বামী বোঝে না স্বামী এর একটা অংশই হচ্ছে বউ।
কোন কাজ দুইজনের পরামর্শে করলে সেই কাজ খুব ভালো হয়।এখন ও সমাজে নামে মাএ শিক্ষিত মানুষগুলো বউ কে বেশ তুচ্ছতাচ্ছিল্য করে।
অথচ শরীরের একটা অংশের মতই বউ।শরীরের একটা অংশ ব্যথা পেলে যেমন পুরো শরীর কষ্ট পায় তেমনি বউ কষ্ট পেলে এমন মনে হওয়া উচিত।
কিছু কিছু স্বামী বউকে মনেই করে দাশীর মত।সে অপমান করলে তার পরিবারের সবাই বউকে অপমান করে।সেই বউ এর চোখের পানি আর থামে না।আমি এমন অনেক মানুষ দেখেছি তারা শুধু সমাজের দিকে তাকিয়ে কিংবা ছেলেমেয়েদের দিকে তাকিয়ে এই মানুষের সাথে জীবন কাটাচ্ছে। তারা প্রতি মুহুর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করে।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

