অসুস্থতায় দিন।
আমি @rahimakhatun
from Bangladesh
২৯ই জানুয়ারি ২০২৫
বাসায় সবাই অসুস্থ, সব অসুস্থ মাঝে আমি মনে হয় একটু সুস্হ। বেশ কয়েকদিন ছেলেটা বেশ অসুস্থ ছিলো।হঠাৎ কেন জানি জ্বর উঠেছে, প্যারাসিটামল খেলে কমে কিন্তু আবার উঠে ছয় ঘন্টা পর, যাই একটু কমলো এখন আবার অনেক ঠান্ডা।
বেশ কাশি ও আছে।ছেলেটা কেন জানি কথা শুনতে চায় না।সব সময়ই পানি হাতায় আবার ওযু করতে যেয়ে জামা পায়জামা ভিজিয়ে ফেলে এই জন্যই ঠান্ডা লেগে গেছে।যাই হোক ছেলেটা একটু সুস্হ হওয়ার পর মেয়েটা বেশ অসুস্থ। ঠান্তা জ্বর কাশি।
সর্দি মানি অনেক সর্দি আর জ্বর ও অনেক ওঠে। প্যারাসিটামল খাওয়ালেও চারঘন্টার আগেই জ্বর ওঠে।আর অনাবরত কাশতে থাকে।অনেক সময় কাশতে কাশতে বমি করে ফেলে।
আর জ্বর ও পুরোপুরি কমে না,তারপর আর না পেরে সাবসিটারি দিচ্ছি সাথে এন্টিবায়োটিক শুরু করে দিয়েছিলাম, প্রায় চারদিন হয়ে গিয়েছে তারপর ও জ্বর কমছে না এন্টিবায়োটিক দেওয়ার পরও।তারপর ডাক্তার বললো ঔষধ পরিবর্তন করে দিবে,তারপর পাঁচ দিনের মাথায় একটু কমেছে,মেয়ে আল্লাহ অশেষ রহমতে একটু সুস্হ, এখন আবার আজকে থেকে আমার মা অসুস্থ। মায়েরও শরীর অনেক দূর্বল, সর্দি আর গলা ব্যথা সাথে হালকা জ্বর ও আছে।
মা অসুস্থ হলে বেশ খারাপ লাগে,বয়স হয়েছে তো তাই।আসলে গ্যাস থাকে না বিদায় বেশির ভাগ সময় রাতে উঠে রান্না করে।এই জন্য ঘুম হয় না আবার দিনেও তেমন ঘুমাতে চায় না।যাই হোক এতকিছুর মাঝে আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি।আসলে বাড়ির বাচ্চাগুলো অসুস্থ থাকলে সারাক্ষণ জ্বালায়,তখন মায়ের বেশ যত্ননায় পরা লাগে।
আসলে সুস্থ্যতা আল্লাহর অশেষ রহমত।আল্ল সবাই কে সুস্থ রাখুক এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের পোস্ট।

