জেনারেল রাইটিং: জীবনের ছোট-বড় গল্প 🌿

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০১ নভেম্বর রোজ শনিবার ২০২৫ ইং:।

বাংলায় ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে আলোচনা করবো। আশাকরি আমার লেখা জেনারেল রাইটিং পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।


giant-1013731_1280.webp.jpg

Source

জীবন মানেই শুধু আনন্দ নয়, অনেক সময় সমস্যা ও হতাশারও মিশ্রণ থাকে।আমরা চাই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু বাস্তবতা সবসময় আমাদের পরিকল্পনার সঙ্গে মানায় না।অনেক মানুষ আসে আমাদের জীবনে কেউ কিছু সময় থাকে, কেউ স্থায়ী হয়।কেউ আমাদের শিখায় ধৈর্য, কেউ শিখায় ভালোবাসার মানে।কেউ আমাদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে যায়আবার কেউ হঠাৎ করে চলে যায়।আমরা অনেক সময় ভাবি, কেন আমি এখনো এগোতে পারছি না?কিন্তু প্রত্যেকের সময় এবং গতি আলাদা।যে ধীরে ধীরে এগোয়, তার যাত্রা হলেও স্থায়ী হয়।জীবনের সব মানুষকে বোঝার চেষ্টা করো।কিছু মানুষ কাছে থেকেও দূরে থাকে, আর কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ে খুব কাছে থাকে।এটাই জীবনের রহস্য।সময় বড় শিক্ষক।সে আমাদের শেখায় কে সত্যিকারের বন্ধু, কে সহচর।কেউ সত্যিকারের সুখ চায়, কেউ শুধু সুবিধার জন্য আসে।এই সবকিছু বুঝতে আমাদের সময় লাগে।ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়।ভালোবাসা মানে বোঝা, শ্রদ্ধা করা এবং কারও কষ্টকে অনুভব করা।কিছু মানুষ পাশে থেকেও মূল্য দেয় না, আর কিছু মানুষ দূরে থেকেও অন্তরের কাছে থাকে।জীবন কখনো থামে না।যদি আজ অন্ধকার হয়, আগামীকাল সূর্য উঠবেই।তুমি শুধু নিজেকে প্রস্তুত রাখো।ক্লান্তি আসবে হতাশাও আসবে।কিন্তু নিজেকে ভেঙে ফেলো না।ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও একদিন সব বোঝা যাবে।মানুষ ভুলে যায়, সময় ভুলে যায় কিন্তু ভালো কাজ কখনো বৃথা যায় না।যা আমাদের জন্য লেখা আছে তা প্রতিফলিত হয় একদিন।যা হারাই তা আমাদের ছিল না এবং যা পাই তা আমাদের জন্যই।সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখো।নিজেকে মূল্য দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও।সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক সুযোগ সবই তোমার পথে আসবে।জীবন মানেই শেখার নাম।প্রতিটি দিন আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।নিজেকে হারাবার চেষ্টায় নয়, নিজের শক্তিকে খুঁজে পাওয়ার যাত্রায় রাখো।সবশেষে আমাদের মনে রাখতে হবে ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ।এই তিনটি জিনিস মানলে জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাওয়া সম্ভব।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন। আল্লাহ হাফেজ।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

20251101_175421.jpg