জেনারেল রাইটিং :- আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি কারন তাতে চোখের জল বোঝা যায়না।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার টপিক হচ্ছে আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি কারন তাতে চোখের জল বোঝা যায়না। আমি বৃষ্টিতে হাঁটতে অনেক বেশি পছন্দ করি। কারণ বৃষ্টির মাঝে আমার কষ্টের চোখের জল দেখা যায় না। কারণ বৃষ্টির মধ্যে হাঁটতে আপনার কষ্ট এবং চোখের জল কেউ দেখবে না। তবে এইখানে লুকিয়ে আছে শত কষ্ট এবং বেদনা। কারণ অনেকে মনে করে বৃষ্টির মধ্যে হাঁটতে ভালো লাগে। প্রকৃতির সুন্দর ভাবে উপভোগ করা যায়। তবে বৃষ্টির মাঝে টপটপ শব্দ শোনা গেলেও মনের কষ্টগুলো শোনা যায় না। আর নীরবে চোখের জল কেউ দেখেনা। এই কারণে বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করে অনেকে।
আর প্রতিটি মানুষের ভিতরে থাকে নানার ধরনের কষ্ট। দেখা যায় মানুষ চলার পথে সুন্দর অভিনয় করে চলে বিতরে কষ্ট কাউকে দেখায় না। একজন লোক অফিসে চাকরি করে তার ভিতরে অনেক কষ্ট এবং যেগুলো কারো সাথে শেয়ার করে না। তবে হাসিমুখে বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে চলার চেষ্টা করে। আর এইখানে তার ভিতরের কষ্ট সে কাউকে বুঝতে দেয় না। অনেক মানুষ আছে তাদের ভিতরে কষ্ট গুলো তারা নিরবে চাপার রাখে। আর কষ্টের কান্না ছোট হলেও যখন বাসায় বা কোথাও বসে কান্না করা হয় তখন চোখের জলে তার কষ্টগুলো বুঝা যায়। আর বৃষ্টির মধ্যে যখন হাঁটবেন তখন কষ্টগুলো কেউ বুঝবে না চোখের জল দেখবে না।
আর বৃষ্টির পানির কারণে আপনার চোখের জল কেউ অনুভব করতে পারবে না। হয়তোবা দেখা যায় ভালোবাসার মানুষের জন্য নীরবে কাঁদবেন আপনি। আর এই কষ্ট আপনি সইতে পারেন না। তখন নিরলা বসে বসে কান্না করা ছাড়া আর কিছু নেই। আর ওই সময় যদি হালকা বৃষ্টি হয় বৃষ্টির মাঝে নিরলা বসে থাকলে আপনার কষ্ট বা বেদনা গুলো কেউ দেখবে না। মানুষের মনে হাজারো কষ্ট থাকে যেগুলো বলেও শেষ করা যায় না। আর কষ্টের কান্নার চোখের জল হয় বেশি। আর এই জল যদি কেউ দেখে তাহলে বুঝে তার কষ্ট আছে মনে। তাই তো অনেকে মনে করে বৃষ্টির জলে যখন হাঁটবে তখন কষ্ট চাপা থাকবে।
আবার দেখা যায় পড়ালেখা ভালো রেজাল্ট না করলে অনেক সময় চোখের জলে বুক ভাসে। আর ওই সময় বৃষ্টির জলে যদি হাটেন আপনার কষ্টগুলো কেউ দেখবে না। আর সময়ের অনেক কষ্ট মানুষকে মৃত্যুর দিকেও নিয়ে যায়। আর চোখের জল এমন ভাবে আসে ওই জল ধরে রাখা যায় না। আর বৃষ্টির মাঝে হাঁটলে বা বসলে চোখের জলকেও বুঝবে না মনের ভিতর কষ্ট কেউ দেখবে না। মনে করবে আপনি আনন্দে দিন কাটাচ্ছেন আপনার ভিতরের মানুষটি খুব খুশি আছে। এই কষ্ট কাউকে বলা যায় না। এই কারণ আমি মনে করি নিরবে বৃষ্টির মধ্যে হাঁটলে এবং বসলেও কষ্টগুলো কাউকে বলা যাবে না এবং কেউ অনুভব করবে না।
আর আমি বৃষ্টিতে হাঁটতে এই কারণে ভালোবাসি এইখানে অভিনয় করা লাগেনা। কারণ ভাঙ্গা কষ্ট গুলো কাউকে লুকানোর জন্য অভিনয় করতে হয় না। কারণ চোখের জল এইখানে কেউ বুঝবে না। আবার বৃষ্টির সময় যদি নীরবে হাঁটেন তখন বৃষ্টির সৌন্দর্য আপনার অতীতকে ভুলিয়ে দেবে। আর ওই সময় হয়তো কিছুক্ষণ জন্য আপনি অতীত ভুলে বৃষ্টির আনন্দ নিতে লাগলেন। প্রিয় মনের অনেক ধরনের কষ্ট থাকে সেগুলো লুকিয়ে রাখা যায় বৃষ্টির মাধ্যমে। অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষকে হারিয়ে জোরে মনে কষ্ট আসে। আর ওই কষ্ট বা চোখের জল অনেকের দেখলে অনেক ধরনের কথা বলে। আর বৃষ্টির মধ্যে হাঁটলে ওই অভিনয় বা কাউকে কিছু বলা লাগে না। আজকের টপিক পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।



