জেনারেল রাইটিং :- যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।

in আমার বাংলা ব্লগ10 hours ago (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG_20260112_191324.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার আজকের টপিক হচ্ছে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যে পরিশ্রমে সে জানে জীবন এত সহজ নয়। তবে মানুষ পরিশ্রমের মাধ্যমে নিজের চরিত্র গঠন করতে পারে। কারণ পরিশ্রম করলে মানুষ যে কোন লক্ষ্যে পৌঁছতে পারে। আর পরিশ্রমী লোকগুলো কখনো অজুহাত খোঁজে না। তারা পরিশ্রমের মাধ্যমে নিজের শক্তি প্রয়োগ করে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলে। এবং নিজেকে সুন্দর ভাবে গড়ে তুলে। এবং তাদের দিন করে সুন্দর ।এবং তারা সবসময় নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।

আর পরিশ্রমের লোকগুলো কখনো অভিযোগ করতে ভালোবাসে না। কারণ তারা অভিযোগ পছন্দ করেনা। তারা চেষ্টা করেন নিজের যোগ্যতা এবং সফলতার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে। পরিশ্রমী লোকগুলো জানে নিজেকে সঠিকভাবে তৈরি করতে। পরিশ্রমী লোকগুলো হেরে যাওয়াকে ভয় পায় না। কারণ পরিশ্রমী লোকগুলো হেরে গেল ওইখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। তারা নিজের শক্তি এবং বুদ্ধি কে কাজে লাগিয়ে সামনের পথ সুন্দর করার চেষ্টা করে। এবং পরিশ্রমের লোকগুলো নিজের জায়গা তৈরি করতে সব সময় চেষ্টা করে। পরিশ্রমই লোক অজুহাত একদম পছন্দ করে না তাই তারা সফলতা অর্জন করতে পারে।

আর পরিশ্রমে মানুষগুলো নিজেকে গড়ে তুলে। এবং সে কোন অজুহাত দিতে পছন্দ করে না। এবং হার মানাকে তারা ব্যর্থতা মনে করে না। বরং জীবনের উন্নতি করা সিড়ি হিসেবে তৈরি করে। আর পরিশ্রমই লোক কখনো অন্যের উপর নির্ভরশীল হয় না। কারণ সেই নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আর পরিশ্রমী লোক নিজে পরিশ্রম করে এবং অন্যকে উৎসাহিত করে পরিশ্রম করার জন্য। পরিশ্রমের লোক গুলো নিজেকে সুখী করার চেষ্টা করে এবং পরিবারকে সুখী করার চেষ্টা করে। আর পরিশ্রমই লোক ভাগ্যের উপর বসে থাকে না। কারণ তারা নিজের অবস্থান তৈরি করার জন্য নিজের চেষ্টা করে।

আর পরিশ্রমই লোক চায়না কখনো তাকে কেউ করোনা করুক। কারণ পরিশ্রমের লোকগুলো নিজের আত্মসম্মান শুনে। কারণ তারা নিজের আত্মসম্মান কে অনেক বড় মনে করে। আর পরিশ্রমী লোকগুলো করুনা চাই না নিজের জীবনে সে সফলতা চাই। কারণ তার কষ্ট বা পরাজয় দেখে কেউ তাকে করুনা করুক এটা কখনো আশা করে না। আর তাদের লক্ষ্য থাকে সঠিক এবং পরিশ্রম থাকে বরাবর। আর এই কারণে পরিশ্রমী লোক গুলো নিজের লক্ষ্য পৌঁছতে পারে। পরিশ্রমের লোকের মধ্যে আত্মসম্মান থাকে বড়। কারণ আত্মসম্মান দিয়ে তারা নিজেকে সঠিক পথে গড়ে তোলার চেষ্টা করে। আর অজুহাত দেখায় যারা পরিশ্রম করে না তারাই।

আর প্রতিটি মানুষ জীবনের পথে কোন না কোন পরাজয়ে সামনে পড়ে। আর প্রতিটি মানুষ কষ্টের ভাগ একবারে প্রকাশ করে না। কিছু মানুষ আছে কষ্ট কে কান্নায় রূপান্তরিত করে। কিছু মানুষ আছে কষ্ট দেখে দূরে চলে যায়। আর কিছু মানুষ আছে কষ্টকে পরিশ্রম দিয়ে সফল করে নিজেকে সামনের দিকে এগিয়ে নেয়া যায়। আর কষ্ট ব্যর্থতাকে তারা নিজের শক্তি দিয়ে মোকাবেলা করে নিজেকে গুটিয়ে তুলে। তারা দেখিয়ে দেয় সফলতা কিভাবে আসে জীবনে। আর ব্যর্থতা বা জীবনে চলার পথে পথ হারা তারা কখনো ভয় পায় না পরিশ্রমী লোকগুলো। আর জীবনে সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে পরিশ্রমী লোকগুলো। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰