জেনারেল রাইটিং :-জীবন কঠিন, আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয়।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে জীবন কঠিন, আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয়। মানুষের জীবন স্বাভাবিকভাবে এমনিতে কঠিন। কারণ প্রতিদিন মানুষ কোন না কোন কাজের সংগ্রাম করতে হয়। ও মনে থাকে অনেক বড় কিছু করবে কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় তা পারা যায় না। আর পরিস্থিতি অনেক সময় মানুষের স্বপ্নকে কঠিন করে দেয়। প্রতিটি কাজে মানুষ চেষ্টা করে কিছু একটা করবে। আবার দেখা যায় কিছু মানুষ বারবার ভুল সিদ্ধান্ত নেই। আর ভুল সিদ্ধান্তের কারণে সঠিক কিছু করতে পারে না। জানার পরও সে ভুল সিদ্ধান্ত নিলে সেটাকে আমরা বোকাই বলি।
কারণ বোকা হলে আপনার জীবন আরো কঠিন। কারণ আপনি একই ভুল বারবার করবেন। আর কোন কাজেই যদি সফলতা অর্জন করা যায় তাহলে আপনাকে সংগ্রাম করতে হবে। আর সংগ্রাম করলে আপনি কিন্তু সফলতা পাবেন। এক কাজ যদি আপনার ভুল হয় ওই থেকে যদি শিক্ষা নেওয়া যায় তাহলে ভালো কিছু করা যাবে। আর আপনি যদি বোকা হোন তাহলে বারবার একই ভুল করবেন। এই ভুল থেকে আপনি শিক্ষাও নিতে পারবেন না। বোকা হলে জীবন আরো কঠিন হয়ে যায়। তখন দেখা যায় আশেপাশের মানুষ সবাই আপনাকে বোকা ভেবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তারা নিজের সুবিধা অর্জন করবে।
এইখানে বোকা বলতে শুধু যার জ্ঞান তাকে বোঝানো হয় না। বোকা বলতে অনেক ধরনের মানুষকে বোঝানো হয়। যেমন দেখা যায় একজন লোক বড় আকারের ঋণ দিলেন। আর পরিকল্পনা ছাড়া ঋণ নিয়ে আপনি আরো দিনের মাঝে আরো ঋণের তলে পড়ে গেলেন। কারণ পরিকল্পনা ছাড়া যখন আপনি ঋণ নিবেন তখন আপনি সফল হবেন না। আবার দেখা যায় বুঝার পরও চেষ্টা না করে একই ভুল বারবার করে। কারণ আপনি জানেন এই কাজ আপনাকে দিয়ে হবে না। আর আপনি ওই কাজ যদি পরিকল্পনা ভাবে করেন তাহলে সফল হবেন। তারপর একইভাবে একই ভুল বারবার করে আপনি সময় নষ্ট করলেন এবং নিজের ক্ষতি নিজেই করলেন। এইখানে এই লোকগুলো বোকা বলা হয়।
আবার দেখা যায় একজন লোকের কাছে আপনি বারবার অবহেলিত হন। তারপরও চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন। কারন আপনিও জানেন ঐ লোকের কাছে আপনার কোন দাম নেই। ওই লোক আপনাকে সবার সামনে অবহেলিত করে এবং অপমান করে। তারপরও আপনি ওই লোককে বিশ্বাস করেন। এক পর্যায়ে তার কারণে আপনি একদম ভেঙে পড়েছেন। এবং তার কারণে আপনার মান সম্মান থেকে শুরু করে টাকা পর্যন্ত শেষ হয়ে গেল। তখন আপনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। আর এই রকম লোক গুলো যাকে বারবার অবহেলার পরও বিশ্বাস করে ভালোবাসে ওই লোক গুলোই হচ্ছে বোকা। কারণ জানা শুনার পরও তারা একই লোককে বারবার বিশ্বাস করে।
আবার দেখা যায় একজন শিক্ষার্থী জেনেশুনেও ভুল করে। দেখা যায় সে পড়ালেখা ঠিক সময় করে না। পরবর্তীতে যখন পরীক্ষা আসে তখন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে অতিরিক্ত চাপ নিয়ে থাকে। তখন সেই ভালো রেজাল্ট করতে পারে না এবং জীবন অন্ধকার দেখে। তখন সেই তার ভাগ্যের উপর দোষ দেয় ভাগ্য ভাল ছিল না বিধায় তার জীবনে আজ এই পরিণতি আসলো। তবে এইখানে যদি সেই সঠিকভাবে পড়ালেখা করতো তাহলে তার এই পরিস্থিতি আসতো না। আর সঠিক সময় যদি সময়কে মূল্যায়ন করত তাহলে সে ভালো রেজাল্ট করতে পারত। পরবর্তীতে সেই সময়কে এবং নিজের ভাগ্যকে দোষারোপ করে। এইখানে এই শিক্ষাথী নিজেই বোকা। কারণ সে জানে পড়ালেখা না করলে ভালো রেজাল্ট করা যায় না। আশা করি আবার আজকের টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।





https://x.com/Jamal7183151345/status/1997185706004041931?t=n6LJhmSxG-bp6Ezl6MSilg&s=19
https://x.com/Jamal7183151345/status/1997205787748585801?t=GlvwjiI4b4nfWZwV9Qs9mA&s=19
https://x.com/Jamal7183151345/status/1997206807048343732?t=2mDjfH0F8PefH89NGoIGxg&s=19
আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। আপনি যদি বোকা হন তাহলে আপনার জন্য জীবন এমনিতে কঠিন। কারণ বোকা মানুষ বারবার ভুল করে। আর ভুল থেকে শিক্ষা নেয় না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।