সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম
সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম।
গো আমার কও নবী মোস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়।
সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম।
গো আমার কও নবী মোস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
মদিনা শরীফের মাটি,
আমার চোখে মুখে বুকে মাখিও।
এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি,
আমার নবীর রওজায়।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম।
গো আমার কও নবী মোস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়।
সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম।
গো আমার কও নবী মোস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
মদিনা শরীফের মাঝে,
বেহেস্তের বাগান আছে ও। ..
সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন
পেয়ারা নবি মোস্তফাই।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
সুদূর বাংলাদেশে বসি,
আমি কান্দিতেছি দিবানিশি ও।
ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী,
যাইতাম সোনার মদিনায়।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম।
গো আমার কও নবী মোস্তফায়।
তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায়।