‘স্বর্ণডিম’ পাড়বে মুরগি!

in #gold6 years ago

‘স্বর্ণডিম’ পাড়বে মুরগি! খবরটি শুনার পর যে কারোরই চোখ কপালে উঠে যাবে। কারন এরকম খবর এর আগে কখনো শুনেনি পৃথিবীর মানুষ। সম্পূতি এমনই খবর জানালেন জাপানের বিজ্ঞানীরা। তারা জানান, মুরগির এমন একটি জাত উদ্ভাবন করেছেন তারা, যা ‘স্বর্ণডিম’ দিবে।

D68875 (1).jpg

ডিমটির নাম স্বর্ণডিম বলার কারণ হিসেবে বলা হচ্ছে যে, ওই ডিমে থাকবে উচ্চমাত্রার প্রোটিন যা ক্যান্সার ও হেপাটাইটিসের মতো জীবনঘাতী ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান।

জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল রিসার্স ইন্সটিটিউটের বিজ্ঞানীরা মুরগির নতুন এ জাতটির উদ্ভাবন করেছেন। সাধারণ মুরগির মতোই এ মুরগি নিয়মিত ডিম দেয় বলে জানিয়েছেন তারা।

D68875 (2).jpg

প্রত্যেকটি স্বর্ণডিমে প্রোটিন থাকবে ৩০-৬০ মিলিগ্রাম। আর একটি ডিমের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ আট হাজার পাউন্ড থেকে ২০ মিলিয়ন পাউন্ড।

তবে চাইলেই এ ডিম এখন কেনা যাবে না। বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68494.93
ETH 3762.21
USDT 1.00
SBD 3.65