ব্যাক্তির মৃত্যু হয় কিন্তু আদর্শের নয়।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন।
আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় সংসদ ভবনের সামনে স্বরন কালের সেরা জমায়েত হয়েছে। আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশের একজন অতি আলোচিত ও জনপ্রিয় একজন মানুষের জানাযা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাযা আর কারো ভাগ্যে জুটে নাই। যিনি শহীদ হয়েছে তিনি খুবই একজন সাধারন মানুষ। কিন্তু তার আদর্শ, তার নীতি, তার আচার ব্যবহার, তার সৎ সাহস ও বলিষ্ঠ কণ্ঠ সবার মাঝে তাকে প্রিয় করে তুলেছে। আমি যাকে লক্ষ করে আজকে ব্লগ লিখতেছি তিনি হলেন আমাদের সবার কণ্ঠসর শরীফ উসমান বিন হাদি। তার গ্রামের বাড়ি ঝালোকাঠি জেলার নলছিটি উপজেলায়। যার জন্ম ১৯৯৩ সালে। বয়স মাত্র ৩২ বছর। তার আট মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে উসমান হাদির পরিচয় সবার সামনে আসে। তারপরে সে ইনকিলাব মঞ্চ নামের একটি সংঘঠন তৈরি করে। তারপর একের পর এক কাজের মাধ্যমে সে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠে। সে আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিল। সে সবসময় দুর্নীতি,চাঁদাবাজি, মাদক- সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। সে তার এলাকায় নির্বাচনি প্রচার প্রচারনা চালাতে গিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। সে সব সময় হাঁসি খুশি থাকতো, সহজ সরল জীবন অতিবাহিত করতো। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সে এমপি নির্বাচন করবে অথচ তার কাছে কোন পয়সা ছিল না। দেশের মানুষ তাকে অনুদান ও পুরষ্কার দিয়ে নির্বাচনের ফান্ড জমা করেছিল।
গত শুক্রবারে ১২ই ডিসেম্বর জুম্মার নামাজ শেষে রিকশা করে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে। তারপর সাথে সাথে ঢাকা মেডিকেল, পরে এভেকেয়ার হাসপাতাল ও সর্বশেষ সরকারের উদ্যোগে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় সৃষ্টি কর্তার ডাকে সারা দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করে।
তারপর আজ শনিবার যোহরের নামাজের পরে তার জানাযা অনুষ্ঠিত হয়। যেখানে লাখ লাখ মানুষ উপস্থিত হয়। সে চেয়েছিল কিছু মানুষের এমপি হতে কিন্তু তার আদর্শ তাকে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে দিয়েছে। তার প্রতি মানুষের ভালোবাসা দেখে সবাই মুগ্ধ। প্রতিদিন কত মানুষ মারা যায়, শহীদ হয় কিন্তু এত মানুষের উপস্থিতিতে জানাযায় কয়জন মানুষের কপালে জুটে। হাদীর জীবন ধন্য। এক হাদীর লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে তৈরী হবে।
তাকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদ প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















