Photography of a Beautiful Water Lily flower

in #gvcx3 years ago

আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ আজকের ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে রাখ। তো চলুন শুরু করা যাক।আজকে সুন্দর একটি দৃশ্যেরন শাপলা ফুল এর ছবি দিলাম। আশা করি সকলের পরিচিত একটি ফুল শাপলা ফুল। বাংলাদেশের ছোট বড় সকলেই চিনে শাপলা ফুলকে। কারণ শাপলা ফুল হলো বাংলাদেশের জাতীয় ফুল।

FB_IMG_1668856405069.jpg

শাপলা ফুল সাধারণত বিলে পাওয়া যায়। শাপলা ফুল সারা বছর পাওয়া যায় বাংলাদেশে।

FB_IMG_1668856401488.jpg

FB_IMG_1668856408464.jpg

আশা করি সকলের ভালো লাগবে। এই ফুলকে কার কার পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাও বন্ধুরা।