শুভ জন্মদিন টিনটিন ।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। গত দুই বছরের মত এবারো আমরা টিনটিনের বার্থডে পালন করলাম গতকাল। হ্যাংআউটের মাধ্যমে এরকম উদযাপন আমরা আগামী বছরগুলোতেও করতে চাই। হয়তোবা কোন একদিন সরজমিনে সবাই উপস্থিত থেকে বার্থডে পালন করতে পারবো।
মাঝেমধ্যে এমন কিছু উদযাপন, কিছু অনুষ্ঠান না হলে কমিউনিটি টা কেমন নিস্তব্ধ হয়ে থাকে। এবার যদিও পুরো টিম খুবই ব্যস্ত PUSS প্রজেক্ট নিয়ে, তবুও সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে।
টিনটিন ষষ্ঠ বছরের পদার্পণ করল। গত কিছুদিন ধরে ও একটু অসুস্থ ছিল। এখন আগের থেকে বেশ ভালো আছে। আমাদের সকলের প্রিয় টিন টিন বাবু সব সময় সুস্থ থাকুক সেই কামনা করি। টিনটিন একদিন অনেক বড় হবে। কমিউনিটির এই ছোট্ট সদস্যটি একদিন কমিউনিটির হাল ধরবে। ওর বাবার মত একজন আদর্শবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, দোয়া করি।
এই ছোট্ট নক্ষত্রটি পরিবারের সকলের চোখের মনি হয় রবে চিরকাল। ছোট্ট হাসি খুশি আমাদের সকলের প্রিয় এই টিনটিন বাবু একদিন অনেক বড় দায়িত্ব পালন করবে। কথায় আছে গাছ ভালো হলে তার ফলও মিষ্টি হয়। এখানে আসলে বোঝানো হয়েছে, যে পরিবারের শিক্ষা ভালো সে পরিবারের সন্তানেরা সুশিক্ষায় বেড়ে ওঠে।
টিনটিনের সফলতা এবং উদার মানসিকতার পরিচয় একদিন আমরা হয়তো দেখে যেতে পারবো। আমরা একদিন এই দিনগুলোর স্মৃতির পাতা উল্টিয়ে দেখবো। সেদিন ওরা অনেক বড় হয়ে যাবে। কমিউনিটির হ্যাংআউটের ভিডিও রেকর্ড ইউটিউবে থেকে যাবে, ব্লকচেইনে কনটেন্ট গুলো বেঁচে রবে। সেই দিনগুলোতে আমরা অনেক খুশি হবো যদি টিনটিনেরা আমাদের প্রত্যাশা পূরণ করে মানুষের মত মানুষ হয়ে ওঠে।
আবারো জানাচ্ছি টিনটিনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দাদা বৌদির ঘরকে আলোকিত করে বেড়ে উঠুক আমাদের প্রিয় টিনটিন। অনেক বড় মনের মানুষ হও বাবা। তোমরাই আগামীর ________।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


দেখতে দেখতে টিনটিন বাবুর ৬ বছর পড়ে গেল।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।গতকাল রাতে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনেক ইনজয় করা হয়েছে।এগুলো স্মৃতি সারা জীবন মনে থাকবে।টিনটিন বাবুর জন্য একটাই পার্থনা করবো, টিনটিন বাবু যেন তার বাবার আদর্শে বড় হতে পারে এবং অনেক বড় একজন মানুষের মত মানুষ হতে পারে।
টিন টিন বাবাকে প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা এইতো সেদিন ছোট বাবাকে দেখলাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দোয়া করি সে অনেক বড় হোক।
টিনটিনকে জন্মদিনের অনাবিল শুভেচ্ছা। একদম ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে এরকম অনুষ্ঠান না হলে কমিউনিটি টা কেমন যেন পানসে হয়ে ওঠে। আপনাদের সকলের হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে খুবই চমৎকারভাবে আমরা টিন টিনের শুভ জন্মদিনের বিশেষ হ্যাংআউট উদযাপন করেছি গতকাল রাতে।
আসলেই টিনটিন বাবু বড় হয়ে একদিন কমিউনিটির হাল ধরবে। তাছাড়া টিনটিন বাবু বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং দাদা বৌদির মুখ উজ্জ্বল করবে সেই কামনা করছি। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হয়ত ভবিষ্যতে একদিন টিনটিন এসে আপনার এই পোস্টে কমেন্ট করবে। এটাই ব্লকচেইন এর একটা দারুণ সুবিধা। টিনটিন তার বাবার মতোই মহান হৃদয়ের মানুষ হবে। ওর জন্য অনেক অনেক শুভকামনা। চমৎকার লাগল আপনার পোস্ট টা ভাই। টিনটিন কে জন্মদিনের অনেক অনেক শুভকামনা থাকল।
টিনটিন বাবুকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ।
টিন টিন বাবু বড় হবে মানুষের মত মানুষ হবে এবং দাদা ও বৌদির মুখ উজ্জ্বল করবে এই প্রার্থনাই করি। দেখতে দেখতে টিনটিন বাবু ছয় বছর হলো। সেদিনই মনে হচ্ছে বাবুর প্রথম জন্মদিন অনেক আয়োজন করে করা হলো আজ বাবুর ৬ বছর। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।