সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি নতুন বছর সবার ভালোই কাটবে।
সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা:

নতুন বছর মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন উদ্দীপনা। নতুন বছরের প্রত্যেকটা মুহূর্তই যেন নতুনভাবে সাজানো। পুরনো বছরের যত গ্লানি কষ্ট কিংবা হতাশা সবকিছুকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতেই আজকে এই শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। পুরনো বছরের সব দুঃখ কষ্ট কিংবা হৃদয়ে জমা হতাশাগুলোকে উজাড় করে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে হবে।
পুরনোদিন মানে পুরনো দুঃখ। আর পুরনো সবকিছুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই হল জীবনের মূল লক্ষ্য। হয়তো হতাশা কিংবা অপূর্ণতা আমাদের জীবনে থাকবেই। তাই বলে যে নতুন করে কোন কিছু সাজাতে পারব না এমনটা নয়। হয়তো আরো নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। যদিও আমার বাংলা ব্লগের সাথে দীর্ঘদিনের পথ চলার মাঝে অনেক ভালোলাগা খুঁজে পেয়েছিলাম। আর নতুন বছরেও আমার বাংলা ব্লগের সাথেই আছি।
জীবনে চলার পথে আমরা কিছু হারাবো আবার নতুন কিছু পাব এভাবেই হয়তো নতুন পুরনো মিলিয়ে আমাদের জীবন চলতে থাকবে। হয়তো নতুন কিছু পুরনো কিছুর চেয়েও অনেক বেশি চমকপ্রদ হবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির এই বন্ধন হালকা হলেও আমরা নতুন ভাবে নতুন কিছু করার চেষ্টা করবো। নতুন বছরে নতুন উদ্যমে নতুন নতুন কিছু করে এগিয়ে যাব।
যাইহোক বছরের এই শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট শেষ করছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আশা করছি নতুন বছর সবার ভালোই কাটবে। নতুন বছরকে বরণ করে নিতে সবাই যে যার মত সুন্দর সময় কাটাবে। সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশাই করি। সুন্দর হোক নতুন দিনের গল্প গুলো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

একদম ঠিক বলেছেন আপু, নতুন বছর মানেই নতুন আশা।পুরাতন বছরের সমস্ত দুঃখকষ্ট হতাশা গুলো ধুয়েমুছে যাক সেই সাথে নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসুক এই প্রার্থনা করি।🙏 আপনার জীবনের প্রতিটি দিন শুভ হোক। 🙏❤️❤️❤️